Md Kamrul Islam

31/08/2025

স্বার্থপর মানুষের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো – তারা সবসময়ই নিজের লাভ-লোকসান হিসেব করে, কিন্তু অন্যের কষ্ট বা ত্যাগকে মূল্য দিতে শেখে না। 🤔
তাদের হাসিতে থাকে ভণ্ডামি, ভালোবাসায় থাকে স্বার্থ, আর সম্পর্কের পেছনে থাকে কেবল নিজের সুবিধার হিসেব।

এরা যতক্ষণ পর্যন্ত তোমার থেকে কিছু পাওয়ার আছে ততক্ষণ পাশে থাকে, আর স্বার্থ ফুরোলেই দূরে সরে যায়।

স্বার্থপর মানুষ কখনোই সত্যিকারের বন্ধু, আত্মীয় বা আপন হতে পারে না – কারণ তাদের কাছে সম্পর্ক নয়, স্বার্থটাই আসল।

এদের হাসির পিছনে থাকে দূর্বলতা লুকিয়ে ঈমানদার সাজার ধূর্ত ভণ্ডামি।

👉 তাই চিনে রাখো, স্বার্থপরের ছদ্মবেশী বিসাক্ত ছোবল থেকে সতর্ক থাকো। শেষ উপদেশ!!!

"মানুষ নামের কলংক"
30/08/2025

"মানুষ নামের কলংক"

"𝗗𝗼𝗻’𝘁 𝗳𝗼𝗿𝗴𝗲𝘁 𝗺𝗲""আমারে ভুইলা যায়েন না"আমারে ভুইলা যাইয়েন না, প্লিজভুল কইরা যদি ভুইলাও যান—আমারে কইয়েন না, প্লিজ।আপনাগো...
26/08/2025

"𝗗𝗼𝗻’𝘁 𝗳𝗼𝗿𝗴𝗲𝘁 𝗺𝗲"

"আমারে ভুইলা যায়েন না"

আমারে ভুইলা যাইয়েন না, প্লিজ
ভুল কইরা যদি ভুইলাও যান—
আমারে কইয়েন না, প্লিজ।
আপনাগো আচরণে বুঝতে দিয়েন না,
কারণ আমি জানলে বুক ফাইটা কান্দমু।

এতিম আমি, মনের ভেতর ফাঁকা ঘর
তবু যারা আঘাত দেয়, কষ্ট দেয়,
সেই তাদের কাছেই দৌড়াই যাই
একটু আদর পাওনের আশায়।

আজ আমি কষ্টের পাহাড় বইয়া একা—
কাউর কাছে কই না, কাউরে ডাকি না,
নিজের কথা নিজেই কই,
নিজেকেই বাঁচতে শিখাই।

হয়তো আর কইদিন যামু না
আপনাগো দরজার কাছে,
কিন্তু ভুইলা যাওয়া ছেলের নাম
আমারে দিয়েন না, বইলেন না—
এইটা শুনলে বুকের ভেতর ক্ষত হইব
অহনো যতটা পাইছি তার চেয়েও গভীর।

যদি মন চাই, আঘাত দিয়েন
যদি লাগে, বলবেন পাগল
বা মানসিক রোগী—
সব মেনে নিবো হাসি দিয়া।
কিন্তু একটাই মিনতি—
আমারে কখনোই কইয়েন না ভুইলা গেছেন।

লেখক —দ্যা স্যাইকো

নার্সিসিস্টরা নিজেদের প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে ডুবে যায়, আর তোর আতংক ম্যাকিয়াভেলির রাজাকে নিয়ে—যে হিসাব করে, পরিকল্পনা করে...
26/08/2025

নার্সিসিস্টরা নিজেদের প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে ডুবে যায়, আর তোর আতংক ম্যাকিয়াভেলির রাজাকে নিয়ে—যে হিসাব করে, পরিকল্পনা করে, আর শেষ আঘাতটা দেয় নিখুঁতভাবে। তোর হিসাব লইয়া বইয়া থাক। আপাতত মাথা খুব ঠান্ডা।

এখনো শুরু করিনি.... তোর অবস্থা ৫ই আগস্টের মত হবে। যেখাই যাবি মুখ লুকিয়ে পালিয়ে যেতে হবে।

23/08/2025

🚧💣😪😪😪

খুব সুন্দর একটা উপসংহারে আমি যেতে চাইনি তোরাই চাইছিস আর আমি তোদের ইচ্ছেটা পূর্ন করেছি মাত্র। কি সেই উপসংহার? ভিডিওটা দেখ....! কথা গুলো মিলে???....কতবার পা ধরেছিলো মনে পড়ে...??? তোরা ড্রামা দেখে প্ল্যান বানাস আর আমি.....? বোকা সেজে তোদের আত্নবিশ্বাসী করে তুলি....? এটাই আমার ভুল...? না এটা আমার প্ল্যানের ফার্স্ট লাইন। শেষটা জানার আগে এই ভিডিওটা কানে হেড ফোন লাগিয়ে শোন.....!

Get ready to see the scene of the untold story....!!!! Public will decide who was or whose were completely psychopath... 😋

I have given the amazing name of Those scenes "The end of Drama Queens"... 🤣🤣🤣🥵🥵🥵🫵🫵🫵🙏🙏💣💣💣

Address

Tejgaon,Dhaka,Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Kamrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category