31/08/2025
স্বার্থপর মানুষের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো – তারা সবসময়ই নিজের লাভ-লোকসান হিসেব করে, কিন্তু অন্যের কষ্ট বা ত্যাগকে মূল্য দিতে শেখে না। 🤔
তাদের হাসিতে থাকে ভণ্ডামি, ভালোবাসায় থাকে স্বার্থ, আর সম্পর্কের পেছনে থাকে কেবল নিজের সুবিধার হিসেব।
এরা যতক্ষণ পর্যন্ত তোমার থেকে কিছু পাওয়ার আছে ততক্ষণ পাশে থাকে, আর স্বার্থ ফুরোলেই দূরে সরে যায়।
স্বার্থপর মানুষ কখনোই সত্যিকারের বন্ধু, আত্মীয় বা আপন হতে পারে না – কারণ তাদের কাছে সম্পর্ক নয়, স্বার্থটাই আসল।
এদের হাসির পিছনে থাকে দূর্বলতা লুকিয়ে ঈমানদার সাজার ধূর্ত ভণ্ডামি।
👉 তাই চিনে রাখো, স্বার্থপরের ছদ্মবেশী বিসাক্ত ছোবল থেকে সতর্ক থাকো। শেষ উপদেশ!!!