07/07/2025
মানুষ নামের এই শব্দটি বড়ই রহস্যজনক। মানুষের মাঝে লুকিয়ে থাকে সত্যি কারের মানুষ আর মানুষের মাঝেই লুকিয়ে থাকে অমানুষ। কেউ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তৃপ্তি পায়। আর কেউ মানুষকে ধোঁকা দিতে পেরে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে। কিন্তু তারা এটা বোঝেনা তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ এই মানুষ চেনা। আপনি যত মানুষ চেনার ক্ষমতা অর্জন করবেন তত আপনি একা থাকেন চাইবেন।
কারণ মানুষগুলো তো সবাই মানুষ না। মানুষের আদলে ভয়ংকর প্রাণী। আর মেয়ে মানুষের কথা বাদই দিলাম। তারা তো মানুষের মধ্যে পড়েই না।তাদেরকে মানুষ বলে কেউ ভাবেই না। তাদের নিজেদের কোন ঠিকানা হয় না। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, সন্তানের বাড়ি এসবই তাদের ঠিকানা। না থাকে নিজের পরিচয় না থাকে নিজের কোন অস্তিত্ব। যারা নিজেদের পরিচয় তৈরি করতে সাহস নিয়ে পা বাড়াই সমাজ আবার তাদেরকে আঙুল তুলে কথা বলে। দুদিনের এই জীবনে কত অভিযোগ, কত অহংকার, কত ঘৃণা, অন্যের প্রতি অভিশাপ কি লাভ এত কিছু করে? সেইতো একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে।