21/11/2025
কিছু সময় থাকে যখন মানুষ হত বিহবল হওয়াও ভুলে যায়। আজকে শুক্রবার ছিল, আমার ঘরে বাজারও দরকার ছিল। তাই হাজবেন্ডকে জোর করে বাজারে পাঠাই। নিজের পড়াশোনার জন্য সারা সপ্তাহ ঘরে তেমন কাজ করতে পারি না।ঘরের অবস্থা যা তা হয়েছিল তাই ভাবলাম আজকে শুক্রবার হাজবেন্ডের হেল্প নিয়ে ঘরটা গুছাই,ওই মোতাবে হাজবেন্ডকে বাজারে পাঠায় ভাবলাম আমি কিছু গুছায় রাখি আর হাজবেন্ড আসলে ও ঘর গুছাবে আমি রান্না কমপ্লিট করব। আর আমার ভাইয়েরও আজকে আসার কথা ছিল। আমার বাসায় তো ঘর গুছানোর কাজ করতে ছিলাম এর মধ্যে মনে হইল যে আমি একপাশে কাত হয়ে দেয়ালের দিকে পড়ে গেলাম 🥺 আর আমি ড্রয়িং রুমে কাজ করতেছিলাম আমার বেডরুমের ফ্রিজ, আমার ওয়ার্ড ড্রপের উপর কাঁচের বোয়াম সব এত জোরে মুভ করতে ছিলে এত জোরে সাউন্ড হইতেছিল যে, পুরো বাসায় একা এত পরিমাণ ভয় পেয়েছিযে, কি করব বুঝতে পারছিলাম না,দেন কোনরকম নিজের ওড়নাটা নিয়ে চার তলা থেকে নিচে নামছি নেমে আমার মনে হচ্ছিল যেন হাতটা কাঁপতেছে। দেন কয়েক মিনিট ওইখানে থেকে অনেক কষ্টে উপরে আসছি ভয়ে উপরে আসতে পারতেছিলাম না।উপরে এসে প্রথমেই হাজবেন্ডকে কল।দিয়েছি সে কল রিসিভ না করায় আমার মনে হচ্ছিলো যে আমার জানে পানি নাই ভয়ে কি করবো বুঝতে পারছিলাম না, পরে ও কল ব্যাক করায় কথা বলে রিলাক্স হইছি কি হই নি এর।মধ্যে আপু কল।দিয়ে জানালো যে,আমার ভাইয়ার বাসায় ভূমিকম্পে অনেক ক্ষতি হইছে কাচের জিনিস, আলমারির উপর থেকে সাউন্ড বক্স পড়ে ভেঙে গেছে,রান্না ঘরের অনেক কিছু ভেঙে গেছে বাসায় ভাইয়া ভাবি আর বাচ্চারা ছিল সাত তলা থেকে নামতে গেলেও অনেক ক্ষতি হতে পারতো আল্লাহর রহমত এ উনারা ভালো আছেন। সাথে বিল্ডিং এ নাকি ফাটল দেখা দিয়েছে। আল্লাহ কত বড় বিপদ থেকে বাচিঁয়ে ছেন। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। যারা প্রান হারিয়েছেন আল্লাহ তাদের জান্নাত এর উচ্চ মাকাম দান করুক, আল্লাহ আমাদের দেশের মানুষ দের ভালো রাখুন আমিন।