Mr. & Mrs. Kazi

Mr. & Mrs. Kazi ভালোবাসার রং ছড়াতে চাই🫰🫰

কিছু সময় থাকে যখন মানুষ হত বিহবল হওয়াও ভুলে যায়। আজকে শুক্রবার ছিল, আমার ঘরে বাজারও দরকার ছিল। তাই হাজবেন্ডকে জোর করে...
21/11/2025

কিছু সময় থাকে যখন মানুষ হত বিহবল হওয়াও ভুলে যায়। আজকে শুক্রবার ছিল, আমার ঘরে বাজারও দরকার ছিল। তাই হাজবেন্ডকে জোর করে বাজারে পাঠাই। নিজের পড়াশোনার জন্য সারা সপ্তাহ ঘরে তেমন কাজ করতে পারি না।ঘরের অবস্থা যা তা হয়েছিল তাই ভাবলাম আজকে শুক্রবার হাজবেন্ডের হেল্প নিয়ে ঘরটা গুছাই,ওই মোতাবে হাজবেন্ডকে বাজারে পাঠায় ভাবলাম আমি কিছু গুছায় রাখি আর হাজবেন্ড আসলে ও ঘর গুছাবে আমি রান্না কমপ্লিট করব। আর আমার ভাইয়েরও আজকে আসার কথা ছিল। আমার বাসায় তো ঘর গুছানোর কাজ করতে ছিলাম এর মধ্যে মনে হইল যে আমি একপাশে কাত হয়ে দেয়ালের দিকে পড়ে গেলাম 🥺 আর আমি ড্রয়িং রুমে কাজ করতেছিলাম আমার বেডরুমের ফ্রিজ, আমার ওয়ার্ড ড্রপের উপর কাঁচের বোয়াম সব এত জোরে মুভ করতে ছিলে এত জোরে সাউন্ড হইতেছিল যে, পুরো বাসায় একা এত পরিমাণ ভয় পেয়েছিযে, কি করব বুঝতে পারছিলাম না,দেন কোনরকম নিজের ওড়নাটা নিয়ে চার তলা থেকে নিচে নামছি নেমে আমার মনে হচ্ছিল যেন হাতটা কাঁপতেছে। দেন কয়েক মিনিট ওইখানে থেকে অনেক কষ্টে উপরে আসছি ভয়ে উপরে আসতে পারতেছিলাম না।উপরে এসে প্রথমেই হাজবেন্ডকে কল।দিয়েছি সে কল রিসিভ না করায় আমার মনে হচ্ছিলো যে আমার জানে পানি নাই ভয়ে কি করবো বুঝতে পারছিলাম না, পরে ও কল ব্যাক করায় কথা বলে রিলাক্স হইছি কি হই নি এর।মধ্যে আপু কল।দিয়ে জানালো যে,আমার ভাইয়ার বাসায় ভূমিকম্পে অনেক ক্ষতি হইছে কাচের জিনিস, আলমারির উপর থেকে সাউন্ড বক্স পড়ে ভেঙে গেছে,রান্না ঘরের অনেক কিছু ভেঙে গেছে বাসায় ভাইয়া ভাবি আর বাচ্চারা ছিল সাত তলা থেকে নামতে গেলেও অনেক ক্ষতি হতে পারতো আল্লাহর রহমত এ উনারা ভালো আছেন। সাথে বিল্ডিং এ নাকি ফাটল দেখা দিয়েছে। আল্লাহ কত বড় বিপদ থেকে বাচিঁয়ে ছেন। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। যারা প্রান হারিয়েছেন আল্লাহ তাদের জান্নাত এর উচ্চ মাকাম দান করুক, আল্লাহ আমাদের দেশের মানুষ দের ভালো রাখুন আমিন।

✌️✌️
21/11/2025

✌️✌️

Just got an earthquake alert from গুগ্লেInna lillahi wa Inna ilayhi raji'un
21/11/2025

Just got an earthquake alert from গুগ্লে
Inna lillahi wa Inna ilayhi raji'un

অনেক বছর পর স্কুলে এসে মনে হচ্ছে সব কত অচেনা। অথচ এর অলি গলি তে আমাদের কতই না পদচারণা ছিল যা আজ শুধুই স্মৃতি।
18/11/2025

অনেক বছর পর স্কুলে এসে মনে হচ্ছে সব কত অচেনা। অথচ এর অলি গলি তে আমাদের কতই না পদচারণা ছিল যা আজ শুধুই স্মৃতি।

16/11/2025
16/11/2025

অষ্ট ব্যঞ্জন Haniya Meher Mr. & Mrs. Kazi

এই ভাবে ভর্তা বানিয়ে কেও দাও দিত😴😴😴😴
16/11/2025

এই ভাবে ভর্তা বানিয়ে কেও দাও দিত😴😴😴😴

15/11/2025

Mr. & Mrs. Kazi

মামুর বাড়ির আবদার Be like 🤣🤣এরা কারা 🙄এদের বাড়ি কই🥴। কেমন হয়েছে আমার এন্সার টা গাইস😎
15/11/2025

মামুর বাড়ির আবদার Be like 🤣🤣

এরা কারা 🙄এদের বাড়ি কই🥴। কেমন হয়েছে আমার এন্সার টা গাইস😎

শীতকাল সময় টা আমার খুব ই পছন্দের। যদিও সাইনাস এর প্রবলেম থাকায় খুব ই কষ্ট হয়। কিন্তু তাও খাবার দাবার খেতে আরাম, ঘুরতে আর...
13/11/2025

শীতকাল সময় টা আমার খুব ই পছন্দের। যদিও সাইনাস এর প্রবলেম থাকায় খুব ই কষ্ট হয়। কিন্তু তাও খাবার দাবার খেতে আরাম, ঘুরতে আরাম,সাজুগুজু করে আরাম এমনকি ঘুমাইতেও শান্তি। অল্প সল্প সমস্যার মাঝেও কত সুখ আর সুখ। কিন্তু মাগার আমি বুঝি না শীত আসলেই আমার হুদ্দাই কেমন জানি লাগে, ভয়ভয় লাগে,মন খারাপ লাগে, কষ্ট লাগে🙃 হোয়াই ম্যান হোয়াই? কোন কালের কষ্টের কথা তো আমার মেমোরি আমাকে মনে করায় না তাহলে কিসের এত দুক্ক তোর মনেরে স্বর্ণা🙄

ক্যান আমার এমন লাগে গাইস🤧🤧🤧
আর কারো সঙ্গে কি এমন অদ্ভুত এমন হয়।?

ছবি: হুদ্দাই🫠

Everyone Products Mr. & Mrs. Kazi Mantaha's Daily Life Jareefah Fancy Corner

07/11/2025

Yammmuyy 😋😋😋

Mr. & Mrs. Kazi

Address

Kodomtoli
Dhaka
1310

Telephone

+8801959629201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. & Mrs. Kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. & Mrs. Kazi:

Share