
24/09/2023
""""ধর্ষণ প্রতিরোধে আসক ফাউন্ডেশন""""
জৈন্তাপুর থানা এলাকায় কিছু দিন পূর্বে ঘটে যাওয়া ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ ও পরবর্তী সময়ে উহা স্থানীয় ভাবে আপোষ নিষ্পত্তি করার বিষয়ে যথেষ্ট তথ্য মহান আল্লাহর ইচ্ছায় আমরা ইতিমধ্য সংগ্রহ করতে পেরেছি। আপনারা অনেকেই এই বিষয়টি প্রসঙ্গে জানতে চেয়েছেন। কেউবা আবার বিরুপ মন্তব্য করেছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি দেখুন ভাই একটি নিখুঁত তথ্য সংগ্রহ করতে হলে অনেক কষ্টকর ও কঠিন ব্যাপার। মা-বোনের ইজ্জত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তবে কঠিন কোন সিদ্ধান্ত নিতে গিয়ে এর মধ্যেও ভালো কোন মানুষ ফেসে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে । আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন আমাদের সংগঠন সবসময় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কাজ করতে পছন্দ করে। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করি এবং ভবিষ্যতেও করতে চাই। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের প্রধান কার্যালয়ে এবং সংস্থার সিলেট বিভাগীয় আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে আমরা এই ধর্ষণ সংক্রান্ত বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবো। যদিও এই তথ্য উপাথ্য সংগ্রহ করতে গিয়ে এই পর্যন্ত অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। বিস্তারিত না ই বললাম। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ সাকসেস হয়েছে। ভবিষ্যতে আরো দোয়া করবেন যাতে জনস্বার্থে আমার এই ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া শিশু বোনটির অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে পারি।