Shat Shotero Pod

Shat Shotero Pod Savor flavor, nourish life. Dive into wholesome delicacies. Your vibrant culinary journey starts now.

08/05/2024
21/02/2024

খাসির বিরিয়ানিএবং শামী কাবাব বাঙালির স্বাদে এক অদ্ভুত সংযোগ।বাঙালির খাবারের সাথে আরেকটি অদ্ভুত সম্পর্ক পাওয়া যায় - সাংস্কৃতিক ভিন্নতা এবং স্বাদের অনুভূতি।খাসির বিরিয়ানি একটি নিখুত অসাধারণ উদাহরণ। এটি একটি বাংলা খাবারের অদ্ভুত মিশ্রণ,আরেকটি প্রিয় স্বাদ হল
শামী কাবাব।খাসির বিরিয়ানি,শামী কাবাব একটি অত্যন্ত মজাদার সমৃদ্ধ ডিশ।
অনেকে আছেন চাকুরীজীবী পরিবার সারাদিন অফিস করেন, ঘরে রান্না করার সময় হয়ে ওঠেনা তাই বলে তো অতিথি আপ্যায়নে পিছিয়ে পড়ে থাকলে চলবে না। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের অস্বাস্থ্যকর তেল মসলাযুক্ত খাবার না খেয়ে ঘরোয়া পরিবেশে, ঘরোয়া স্বাদ পেতে এবং স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার পেতে যোগাযোগ করুন আমাদের পেইজে । Shat Shotero Pod

কল করুন এই নাম্বারে 01332-653913
























19/02/2024

বাঙালি খাবার হল আমাদের জীবনে এক আলাদা স্বাদের দুনিয়া, যেখানে রয়েছে অদ্ভুত স্বাদ এবং বৈচিত্র।আমার আজকের পরিবেশনা মজাদার ঝরঝরে পোলাও খাসির রেজালা মুরগির রোস্ট গরুর দুধের পায়েস।
এমন অনেকেই আছেন যারা বিদেশে বসবাস করেন কিন্তু আপনাদের আত্মীয়-স্বজন, বাবা-মা, ভাই-বোন,বন্ধু-বান্ধব, অফিস কলিগ যারা দেশে বসবাস করেন। তাদের কোন স্পেশাল দিনে যেমন (জন্মদিন, বিবাহ বার্ষিকী) তাদের উদ্দেশ্যে সারপ্রাইজ পার্টি রাখলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সময় মত ঠিক আপনার আত্মীয় টির বাসায় খাবার পৌঁছে দিব। বিদেশে থেকেও সবার কাছে এবং পাশে থাকার মতো অনুভব। Shat Shotero Pod

17/02/2024

আমার আজকের আয়োজনে রুই মাছ দিয়ে পালং শাক আর গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না।
এছাড়া অনেক চাকুরীজিবী পরিবার যাদের ঘরে রান্না করার সময় হয়না,কিন্তু ঘরোয়া রান্না খেতে চান।আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ঘরোয়া রান্না পৌঁছে যাবে আপনাদের দ্বারপ্রান্তে।
এছাড়াও আরো এরকম দৈনন্দিন ঘরোয়া রান্না পেতে যোগাযোগ করুন আমাদের পেজে। SShat Shotero Pod
অথবা কল করুন 001332-653913

























09/02/2024

জুম্মা মোবারক।আজ ১২ জনের খাবার অর্ডার ছিল আলহামদুলিল্লাহ ভালোভাবে ডেলিভারি করলাম।
অনেক মজাদার মুরগির কোরমা আর ঝরঝরে সাদা পোলাও।২০ জন হোক বা ৫০০ জন হোক অন্ততপক্ষে ৩ দিন আগে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক সময়মত আপনাদের দোরগড়ায় আমাদের খাবার পৌছে যাবে। আপনারা যারা এই মেনুটি পেতে চান যোগাযোগ করুন এই পেইজে Shat Shotero Pod অথবা

কল করুন এই নাম্বারে 01332-653913

25/01/2024

আমার আজকের পরিবেশনা মজাদার ঝরঝরে সবজি খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংস।যে কোন অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে,বন্ধুদের আড্ডায় কিংবা কর্পোরেট অফিসের লাঞ্চ হিসেবে খিচুড়ি এবং গরুর মাংস অসাধারণ একটু একটি মেনু হতে পারে।
অনেকে আছেন চাকুরীজীবী পরিবার সারাদিন অফিস করেন, ঘরে রান্না করার সময় হয়ে ওঠেনা, তাই বলে তো অতিথি আপ্যায়নে পিছিয়ে পড়ে থাকলে চলবে না। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের অস্বাস্থ্যকর তেল মসলাযুক্ত খাবার না খেয়ে ঘরোয়া পরিবেশে, ঘরোয়া স্বাদ পেতে এবং স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার পেতে যোগাযোগ করুন আমাদের পেইজে।
যোগাযোগ করতে পারেন

এই নাম্বারে 01332-653913

অথবা ইনবক্স করতে পারেন
Shat Shotero Podপেইজে।


























Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shat Shotero Pod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shat Shotero Pod:

Share