Hayaa/حياء

Hayaa/حياء 'Hayaa'natural or inherent, shyness and a sense of modesty..........

18/10/2025

আমি হলফ করে বলতে পারি —
আমার রব আমাকে অনেক ভালোবাসেন,
আমি তা প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি।

কারন, আমি অল্পতেই ভেঙে পড়ি, অভিমান করি,
ইবাদতে গাফিলতি হয়, ভুলের পর ভুল করি...
তবুও তিনি আমাকে ছেড়ে দেন না।
বরং প্রতিবার আমার পতনের মাঝেই
তাঁর দয়ার হাতটা বাড়িয়ে দেন,
আমাকে নতুন করে তাওফিক দেন,
আর যেনো বলেন — “আমি তো আছি।”

তাঁকে ডেকে আমি কোনোদিন নিরাশ হইনি,
বরং তাঁকে না ডেকেই দূর্ভোগে পড়েছি।
সত্যিই, তাঁর ভালোবাসার কোনো তুলনা নেই —
আলহামদুলিল্লাহ ‘আলা কুল্লি হাল।🤲
Shuchona Akhter 🖊️

16/10/2025

মেয়েদের ফেসবুক টাইমলাইন — এক অসুস্থ প্রতিচ্ছবি

আজকাল মেয়েদের অনেক টাইমলাইন যেনো ভার্চুয়াল এক ময়লার ভাগাড় —
সস্তা ইমোশনাল পোস্ট, জামা-কাপড়ের বিজ্ঞাপন, “জামাই-বউ ঘুরতে গেছে” টাইপ ছবি,
আর তার মাঝে কামড়াকামড়ি, গীবত, কটাক্ষে ভরা পোস্টের বন্যা।

অন্য মেয়ের সাজানো হাসি, দামী গিফট বা রোমান্টিক ঘুরাঘুরি দেখে নিজের জীবনের সাথে তুলনা শুরু হয়।
একটা সময় মনে হয়— “সবাই সুখী, শুধু আমি নই।”
সেখান থেকেই জন্ম নেয় অপ্রাপ্তির বোধ, হিংসা, হতাশা, আর নিজের মানুষটাকে ছোট করে দেখা।

ফেসবুকের এই মায়াবী সুখ অনেক মেয়েকে ভেতর থেকে শূন্য করে দিচ্ছে।
ধীরে ধীরে আত্মসম্মান হারিয়ে যায়, মন হয়ে পড়ে অস্থির ও অসন্তুষ্ট।
যেখানে ভালোবাসার জায়গা থাকা উচিত, সেখানে জন্ম নেয় অভিযোগ আর নাটক।

আর গীবত, কটাক্ষ, একপাক্ষিক পোস্ট—
এসব যেনো “সহানুভূতি কুড়ানো” এক প্রতিযোগিতা।
কিন্তু মানুষ যত বেশি অনলাইনে নিজের দুঃখ দেখায়,
বাস্তবে ততই সে একা হয়ে যায়।

একটু ভাবো:
এই অনলাইন দুনিয়া যতটা ঝলমলে দেখাও,
বাস্তবে ততটাই ফাঁপা।
যে “অনলাইনের রাণী ”, বাস্তবে হয়তো বিষণ্ণ এক মানুষ;
যে “সুখী দম্পতি” প্রতিদিন ছবি দেয়,
তাদের ঘরে হয়তো নীরব দূরত্বের দেয়াল।

সত্যিকারের সুখ কেবল বাস্তবেই আছে।
ফোনটা নামাও,
বই পড়ো, আল্লাহর দিকে ফিরে চলো,
আর যাদের ভালোবাসো — তাদের সময় দাও।

অনলাইন না, বাস্তবেই জীবন সুন্দর।
Shuchona Akhter

🌸 আল্লাহর পথে ফিরোকখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন,শুধু তোমাকে নতুনভাবে গড়ার জন্য।তুমি শুধু তওবার দরজা খোলো —বাকিটা তিনি...
12/10/2025

🌸 আল্লাহর পথে ফিরো

কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন,
শুধু তোমাকে নতুনভাবে গড়ার জন্য।
তুমি শুধু তওবার দরজা খোলো —
বাকিটা তিনিই সুন্দরভাবে ঠিক করে দেবেন। 🕊️

#তওবা
#আল্লাহভীতি

— Hayaa/حَيَاء 🌿

12/10/2025

🌸 হায়া — অন্তরের পর্দা

পর্দা শুধু কাপড়ে নয়,
পর্দা হয় দৃষ্টিতে, আচরণে, কথায়।
হায়া মানুষকে সুরক্ষা দেয় সেই জায়গায়,
যেখানে কেউ দেখছে না —
কিন্তু আল্লাহ দেখছেন। 🤍

📖 নবী ﷺ বলেছেন:

> “যখন তুমি লজ্জা হারাও, তখন যা খুশি করো।” — সহিহ বুখারি

#حَيَاء

#পর্দা_ও_হায়া
— Hayaa/حَيَاء 🌿

12/10/2025

🕊️ ইমাম শাফেয়ী (রহি.) বলেছেন:
“মানুষ যখন কথা বলতে চায়, তখন তার উচিত আগে চিন্তা করা।
যদি স্পষ্ট কল্যাণ থাকে — বলবে।
আর যদি সন্দেহ থাকে — নীরব থাকবে,
যতক্ষণ না কল্যাণ স্পষ্ট হয়।”

✨ নীরবতা অনেক সময় কথার চেয়েও বেশি প্রজ্ঞার পরিচায়ক।
জবান সংযম মানে নিজেকে সংযত রাখা —
আর যে নিজের জবান সামলাতে পারে,
সে তার ঈমানও রক্ষা করতে পারে। 🤍

📖 [বই : যবানের হেফাজত, পৃষ্ঠা – ২৬]

#ইমাম_শাফেয়ী_রহি
#যবানের_হেফাজত
#ইসলামিক_উক্তি

— Hayaa/حَيَاء 🌿

10/10/2025

🌸 মুখে জান্নাত, অন্তরে দুনিয়া—
এই দ্বন্দ্ব না ভাঙলে, জান্নাতের পথ কঠিনই থাকবে।
✨ অন্তর ঠিক হলে— পথ আপনিই সহজ হয়ে যায়।

— Hayaa | حيــاء

10/10/2025

🌿 দোষ না থাকা সত্ত্বেও যারা আপনাকে কষ্ট দেয়, কটু কথা শোনায়— তারা আসলে আপনার নয়, নিজেদের চরিত্রেরই পরিচয় দেয়।
তাদের কথায় ভেঙে পড়ার দরকার নেই; কারণ আল্লাহ সব দেখছেন, সব জানেন।
তাই ধৈর্য ধরুন, ন্যায়বিচার একদিন হবেই; নিশ্চয় আল্লাহ উত্তম ন্যায়বিচারক! ✨

— Hayaa | حيــاء

05/10/2025

কুরআন কে যে পায়ে অবমাননা করে সে পায়ের কি করা উচিত???

05/10/2025

#আমার_কুরআন_আমার_পরিচয়


#কুরআন_অবমাননাকারীর_শাস্তি_চাই

25/06/2025

“জীবন কঠিন হলে আল্লাহর ওপর ভরসা বাড়াও, তিনি কখনো তোমাকে হতাশ করবেন না।”

23/05/2025

দোওয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি'আ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালান মুতাকাব্বালা।

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।

15/05/2025

"🦋সেই মানুষ ধন্য, যে দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।"🦋

Address

Dhaka

Telephone

+8801885665774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hayaa/حياء posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hayaa/حياء:

Share