Feelings by nahar

Feelings by nahar video & short reels | Tips & Tricks | Fun and Entertaining
(4)

ফেইসবুকের পোস্ট দাতার সাথে তার দেওয়া পোস্টকে গুলিয়ে ফেললে বোকামি ছাড়া আর কিছুই না....  😆😆ছবি:--- curtain belt টা নিজের হ...
18/09/2025

ফেইসবুকের পোস্ট দাতার সাথে তার দেওয়া পোস্টকে গুলিয়ে ফেললে বোকামি ছাড়া আর কিছুই না.... 😆😆
ছবি:--- curtain belt টা নিজের হাতে বানিয়েছি.... এই বেল্টের যে দাম 😔আমরা মধ্যভিত্তের গৃহিণী বলে কথা.. (সাধ্যের মধ্যেই নিজেদের পছন্দকে প্রায়োরিটি দিতে হয় ❤️)

আমার বেসিনের সামনের ছোট্ট মিররটাকে একটু সাজালাম... 🥰🥰
05/09/2025

আমার বেসিনের সামনের ছোট্ট মিররটাকে একটু সাজালাম... 🥰🥰

রান্নাঘর এমন এক জায়গা যেখানে মেয়েদের দিনের সিংহভাগ সময় কেটে যায়,,,  আর সেটা একটু পরিপাটি আর সুন্দর করে গুছিয়ে রাখলে কাজ ...
27/08/2025

রান্নাঘর এমন এক জায়গা যেখানে মেয়েদের দিনের সিংহভাগ সময় কেটে যায়,,, আর সেটা একটু পরিপাটি আর সুন্দর করে গুছিয়ে রাখলে কাজ করতে বিরক্ত লাগে না...
গতকালরাতে সব কাজ গুছাতে পারি নাই সকালে মনেহয়েছে রাজ্যের কাজ এসে হাজির.... 😔
সকালটা রান্নাঘরেই কেটেছে....
শুভ সকাল সবাইকে...

শুভ দুপুর.. একটি সুন্দর প্লেট মন ভরে দেয় বহুগুণে 😋😋ছবি-- বেগুন ভাজা, মাছ ভাজা,,ঝাল রোস্ট,, পোলাও, সালাদ...  আপনাদের দিন ...
22/08/2025

শুভ দুপুর.. একটি সুন্দর প্লেট মন ভরে দেয় বহুগুণে 😋😋
ছবি-- বেগুন ভাজা, মাছ ভাজা,,ঝাল রোস্ট,, পোলাও, সালাদ...
আপনাদের দিন কেমন কাটলো??

প্রতিটি মানুষের ভিতরেই স্রষ্টা  কোনো না কোনো গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে... আর আমাদের কাজ হলো সে গুণ গুলোকে প্রস্ফুটিত কর...
20/08/2025

প্রতিটি মানুষের ভিতরেই স্রষ্টা কোনো না কোনো গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে...
আর আমাদের কাজ হলো সে গুণ গুলোকে প্রস্ফুটিত করা।
ছবি--বিস্কুটের প্যাকেট দিয়ে মোবাইল হোল্ডার বানালাম।

19/08/2025

মন খারাপ হলে আপনারা কি করেন???
আমিতো বিভিন্ন পেইজে ঢুকে জিনিস পছন্দ করি আর স্ক্রিন্সশট নেই.. 🤣🤣🤣

মামা আমাকে বলে দিয়েছে.... হুমম ১৫-৩০সেকেন্ডের রিল বেশি আপলোড  দিতে... হুমম না দেইখা যাবা কোথায় তোমরা.... 😆😆
18/08/2025

মামা আমাকে বলে দিয়েছে.... হুমম
১৫-৩০সেকেন্ডের রিল বেশি আপলোড দিতে... হুমম
না দেইখা যাবা কোথায় তোমরা.... 😆😆

17/08/2025

মাথায় কোনো ক্রিয়েটিভিটি নাই,,, 😔😔
অথচ পরীক্ষায় আসা আনকমন প্রশ্ন গুলো অনায়াসে লিখে ফেলতাম... ভাবা যায়??
বেডি মানুষ বলে কথা 🫣🫣🫣

16/08/2025

সবচেয়ে মিথ্যা আর জঘন্যতম আশ্বাস হলো -আপনার মেয়ে আমার মেয়ের মতোই।

পৃথিবীর শ্রেষ্ঠ  শিক্ষনীয়  স্থান হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান  গুলো,, অথচ আমরা দিন দিন এতোটাই দুর্ভাগা হয়ে উঠছি যে এইসব ...
13/08/2025

পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষনীয় স্থান হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো,, অথচ আমরা দিন দিন এতোটাই দুর্ভাগা হয়ে উঠছি যে এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শুধু এখন নিজেদের প্র‍য়োজনটুকুই আহরণ করি,,
মনুষ্যত্ব,, বিবেক,, মানবিকতা আর শিক্ষাগুরুর মর্যাদা সেগুলো থেকে যায় অন্তর্রালে 😔😔
তাই হয়তো আজ আমাদের মাঝে গড়ে উঠছে এক অসুস্থ জেনারেশন 😔
অভিভাবক রাও আমরা হয়ে যাচ্ছি দিন দিন বেপরোয়া,, প্রতিযোগী বিশ্বটা যে তাদের জয় করতেই হবে।
অথচ মরিচীকার পিছে ছুটতে ছুটতে তারা তাদের মহামূল্যবান সম্পদকেই হারিয়ে ফেলে মনুষ্যত্বহীন এক কংক্রিটের জগতে। আফসোস।

সকাল টা যদি শুরু হয় এমন সব লোভনীয় আয়োজনে নিঃসন্দেহে দিনটা আরো ভালো কেটে যায়... 😋😋ছবিতে ---১.খুদের ভাত,,২. মরিচ ভর্তা.৩.ক...
12/08/2025

সকাল টা যদি শুরু হয় এমন সব লোভনীয় আয়োজনে নিঃসন্দেহে দিনটা আরো ভালো কেটে যায়... 😋😋

ছবিতে ---১.খুদের ভাত,,
২. মরিচ ভর্তা.
৩.কাঁঠালের বীচি দিয়ে শুটকি ভুনা.
৪.কাচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে শুটকি ভর্তা
৫.কালো জিরার ভর্তা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelings by nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category