
10/06/2025
ডক্টর ইউনুসের অর্গানিক একটি বিশাল জন সাপোর্ট আছে, যা বর্তমান বিএনপির কেউ গুরুত্ব এবং পাত্তাই দিচ্ছে না! প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যাওয়া মানে একটা বিশাল জনগোষ্ঠীর মানুষের কাছে বিতর্কিত হওয়া, যার ফল স্বরূপ ইউনুস পরবর্তী সময়ে তাদের আস্থা হারিয়ে ফেলা! যা বুলিবাজ নেতারাতো বুঝেইনি, তারেক রহমানও চিন্তা করেনি! অথচ বিচক্ষণ নেত্রী বেগম জিয়া যিনি এই অসুস্থ অবস্থাতেও বিষয়টি অনুধাবন করতে পেরেছেন! তিনিযে আসলেই বিচক্ষণ তার আরেকবার প্রমাণ দিয়েছেন!
আসল কথা হচ্ছে বিএনপির বেশিরভাগ নেতা কর্মী আত্মতুষ্টিতে ভুগতেছে আর তাই যা মুখে আসে তাই বলে যাচ্ছে, এতে করে বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার তোয়াক্কা করছে না!
অথচ সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের আমলে এরা সহ সকল নেতা নেত্রীরা চুপ করে বসেছিলো, কেউ টু-শব্দটিও করার সাহস পায়নি! ডক্টর ইউনুস ভদ্র এবং ঠান্ডা স্বভাবের মানুষ বলেই তাঁকে যা মুখে আসে তাই বলতে দ্বিধা করছেনা কেউ!
উনিতো থাকতে আসেননি, চলেই যাবেন তাহলে উনার বিরুদ্ধাচরণ করবেন কেন? উনাকে অপমান করে কথা বলবেন কেন? আলিফ লায়লার বুড়ো এনজিও কর্মী আরো কতো বাজে ইঙ্গিত উনাকে করে যাচ্ছে নিয়মিত!
এর খেসারত ভয়ানক হতে পারে হয়তো এটি চিন্তা করেই বেগম জিয়া এই নির্দেশনা দিয়েছেন, যা অধৈর্য হয়ে যাওয়া নেতা কর্মীরা চিন্তাই করতে পারেনা!