Noor’s tune

Noor’s tune Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noor’s tune, Digital creator, Baridhara, Dhaka.

গালাগালি কোনো বীরত্ব নয় বরং এটি দুর্বলদের কাজ, এবং গালি হলো মূর্খদের একমাত্র হাতিয়ার!
আল্লাহ বলেন- আর তোমরা একে অপরকে গালি দিও না- হুজুরাত ৪৯:১১
রাসূল সঃ বলেছেন- মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। (বুখারী ৪৮)

১৯৭১ সালের রাজাকারদের সংখ্যা ও কে কোন দলের লোক সরকারি তালিকায় মোট রাজাকারবাংলাদেশ সরকার ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ১৯৭১ সালে...
13/12/2025

১৯৭১ সালের রাজাকারদের সংখ্যা ও কে কোন দলের লোক

সরকারি তালিকায় মোট রাজাকার
বাংলাদেশ সরকার ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করা রাজাকারদের ১০,৭৮৯ জনের তালিকা প্রকাশ করেছিল। এরা সবাই ছিল তৎকালীন পাকিস্তান বাহিনীর সহযোগী বা সহযোগী বাহিনী (Razakars) হিসেবে পরিচিত।

এই তালিকায় ব্যক্তিগত পরিচয় এবং নিয়োগের ফরমাল দলীয় সদস্যপদ উল্লেখ ছিল না; বরং যারা পাকিস্তানির পক্ষে কাজ করেছে তাদের নাম সংগৃহীত হয়েছিল।
১৯৭১ সালের রাজাকারদের মধ্যে (অনলাইনে প্রচারিত হিসেবে) যারা অনেকেই কোন দলের ছিলোনা এবং তাদের মধ্যে পরবর্তীতে বিভিন্ন দলের হয়ে তারা স্বক্রিয় রাজনীতি করেছে

বিএনপি (BNP): ১,০২৪ জন
আওয়ামী লীগ (Awami League): ৮,০৬০ জন
জামাআতে ইসলামী (Jamaat-e-Islami): ৩৭ জন
অন্যান্য: ৮৭৯ জন!
মোট: ১০,০০০+ জন (প্রচারণামূলক সংখ্যা)

#1971

মিরাকল কিছু হলে হাদি বাঁচবে😢ঢাকা মেডিক্যাল কলেজে পৌঁছাতে পৌঁছাতে ওসমান হাদির হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। কিন্তু সিপিআর দেওয়...
12/12/2025

মিরাকল কিছু হলে হাদি বাঁচবে😢

ঢাকা মেডিক্যাল কলেজে পৌঁছাতে পৌঁছাতে ওসমান হাদির হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। কিন্তু সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরে আসে!
(অনেক সময় এই ফিরে আসা খুব অল্প সময়ের জন্য হয়)
বু*লেট এখনও 'মিডব্রেইনে' আটকে আছে, এটি মস্তিষ্কের লাইফ-সাপোর্ট অংশ আর এই অংশটিই শ্বাস-প্রশ্বাস, হার্টরেট, নড়াচড়া নিয়ন্ত্রণ করে

চিকিৎসকেরা দ্রুততর সময়ে 'Decompressive Craniectomy' এর প্রস্তুতি নিচ্ছেন। বু*লেটের আঘাতে মস্তিষ্ক অনেক বেশি ফুলে যায়। তাই নির্দিষ্ট জায়গার খুলির হাড় খুলে ফেলা হয়। এতে মস্তিষ্কে চাপ কমে, মস্তিষ্ক নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এটাকে বলা হয় Decompressive Craniectomy।

সর্বোপরি, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদিও আল্লাহ চাইলে তিনি বেঁচে যেতে পারেন!
তাই আল্লাহর নিকট প্রার্থনা- আমার এই ভাইটিকে আল্লাহ বাঁচিয়ে দাও, রাজনীতির রঙিন ফানুসদের ভিড়ে এই হাদিরাই একমাত্র মানুষ হিসেবে রাজপথে প্রতিনিধিত্ব করছে!

12/12/2025

SSF স্পেশাল সিকিউরিটি ফোর্স কি আজরাইলকে আটকাতে পেরেছে? 👍

‘স্টুনে fans

11/12/2025

বেগম খালেদা জিয়ার শরীর এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছে?
এমন পিকুলিয়ার খবরগুলো কয়েকদিন ধরে শুনা যাচ্ছেনা

10/12/2025

নাস্তিক বা অমুসলিমদের কেউ গালি গালাজ করবেন না

’stune

08/12/2025

৯০% মুসলমানের দেশে প্রকৃত মুসলিমরাই সংখ্যালঘু ’stune fans

বলি আস্তাগফিরুল্লাহ
07/12/2025

বলি আস্তাগফিরুল্লাহ

তাহলে ওরা কি ভালোবেসেই কু/ত্তা/র বাচ্চা বলতো?ওদের চোখে জঘন্য ‘মানুষ‘টাকেইতো ওরা ওটা বলে গালি দিতো আজ যেটার জন্য তারা কেঁ...
06/12/2025

তাহলে ওরা কি ভালোবেসেই কু/ত্তা/র বাচ্চা বলতো?
ওদের চোখে জঘন্য ‘মানুষ‘টাকেইতো ওরা ওটা বলে গালি দিতো আজ যেটার জন্য তারা কেঁদেছিলো

05/12/2025

ডাঃ জোবায়দা রহমান রাতে ভাত খেয়েছে না রুটি খেয়েছে এই খবর কিন্তু এখনো পেলামনা
মিডিয়ার লোকজন কি ঘুমাই গেলো নাকি?
খুব টেনশন হচ্ছে!

05/12/2025

মানুষ নাকি রাসূলের গোলাম বা বান্দা, এটি নাকি কুরআনেই রয়েছে

04/12/2025

অযাচিত কেউ একজন কোন এক দলের হয়ে প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে… সে হওয়া আর আওয়ামীলিগের কেউ প্রধান মন্ত্রী হওয়া এক কথা! যদিও তার আগে নির্বাচনে জেতার মতো একটা ভয়ঙ্কর ব্যাপার বাঁকি আছে!

Address

Baridhara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor’s tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share