The DAILY GOOD Morning

The DAILY GOOD Morning ANY NEWS WITH OPEN EYES & OPEN HEART

The DAILY GOOD Morning is a new-generation news portal of Bangladesh, collecting, editing, and disseminating latest news from around the globe in both Bangla and English. Besides news, the portal gives its audience views, features, articles, analysis, and tidbits from the world of politics, economy, science, technology, entertainment, glamour, sports etc. OUR VISION
===========
Applying fresh idea

s, visually stunning outlook, and latest technology, The DAILY GOOD Morning aims to be the most reliable and updated news portal of Bangladesh.

17/08/2025
08/08/2025

Former M P of Chuadanga 1
Mr. Shamsuzzaman Dudu's electional programme in Alamdanga.

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ বস্ত্র উপহার বিতরণ ২০২৫গত ২৬শে মার্চ, ২০২৫ তারিখে ঢা...
28/03/2025

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ বস্ত্র উপহার বিতরণ ২০২৫

গত ২৬শে মার্চ, ২০২৫ তারিখে ঢাকার মিরপুরের নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ক্লাবের আয়োজনে “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ ২০২৫” শীর্ষক মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা প্রায় ১৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর সঙ্গে ইফতার করেন এবং তাদের হাতে ঈদের নতুন পোশাক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর হৃদয়ে পৌঁছায়, সেই লক্ষ্যেই ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন।

এই আয়োজন সম্পর্কে ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, “রমজান আমাদের একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা নিজেরাও আনন্দিত।”

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেজবাউল হাসান চৌধুরী বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার সেবার জন্য এক বিশেষ সুযোগ। শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।”

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে ক্লাবটি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যেন সমাজের প্রতিটি মানুষ উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে।

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ ২০২৪-এর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবতাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড...
28/12/2024

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ ২০২৪-এর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

তাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটি নর্থ সাউথ ইউনিভার্সিটির একমাত্র ক্লাব যারা সম্পূর্ণরূপে সামাজিক সেবায় নিয়োজিত।গত ২৬শে ডিসেম্বর ২০২৪, তারা তাদের বার্ষিক ইভেন্ট "শীতবস্ত্র বিতরণ ২০২৪" আয়োজন করে। এই মানবিক ইভেন্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় এবং কম্বল সরবরাহের উদ্দেশ্যে নিবেদিত, যাতে তারা কঠোর শীত থেকে নিরাপদ এবং উষ্ণ থাকতে পারে।এ বছর তারা শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিক্যাল মাঠে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন। ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "আমাদের ছাত্রদের 'শীতবস্ত্র বিতরণের'-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব যা সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।" গত ২৫শে ডিসেম্বর ২০২৪ ক্লাবের সদস্যদের একটি দল শ্রীমঙ্গলের প্রায় ১০টি অঞ্চলে গিয়ে টোকেন বিতরণ করেন, যা ব্যবহার করে পর দিন শীতবস্ত্র সংগ্রহ করা হয়। গত বছর, তারা এই ইভেন্টটি বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজন করেছিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তারা তরুণ প্রাণে ভবিষ্যৎ এর জন্য আলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ চায়। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ সুবিধাবঞ্চিতদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রচণ্ড শীতের সময়ে তাদের উষ্ণতা নিশ্চিত করে।

নবীন ও প্রবীণদের মেলবন্ধনে আয়োজিত হয়েছে “অনুষঙ্গ”সমাজের যেই সব প্রবীনদের ঠিকানা আজ বৃদ্ধাশ্রমে তাদের জন্য একটা আনন্দপূর্...
28/09/2024

নবীন ও প্রবীণদের মেলবন্ধনে আয়োজিত হয়েছে “অনুষঙ্গ”

সমাজের যেই সব প্রবীনদের ঠিকানা আজ বৃদ্ধাশ্রমে তাদের জন্য একটা আনন্দপূর্ণ দিনের ব্যবস্থা গ্রহন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব বরাবরের মতই উদ্যোগ নিয়েছিল বায়োজিন প্রেজেন্টস “অনুষঙ্গ”, পাওয়ার্ড বাই কে. টি. এম, ইন এসোসিয়েশন উইথ ইউনাইটেড হেলথ কেয়ার।

গত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার গাজীপুরে মনিপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ক্লাবের প্রায় ১০০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী উপস্থিত ছিল।

সমাজের প্রবীণদের মাঝে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে, একটি দিন তাঁদের সাথে বসে, তাঁদের কথা শোনার জন্য ক্লাবের সদস্যরা মিলে নানান আয়োজনে মেতেছিল- কখনো আধুনিক প্রজন্মের জনপ্রিয় গেইম পিলো পাসিং খেলার মাধ্যমে, কখনো পুরনো দিনের গানের আয়োজনের মাধ্যমে। এবং এই বিশেষ মুহূর্তকে আরো রঙিন করতে সামিল হয়েছিল কার্টুনিস্ট সাঈদ রাশেদ ইমাম তন্ময়। যার রঙের জাদু ছড়িয়ে ছিল চারপাশে। এর পাশাপাশি, পরিবেশকে তাঁদের জন্য উপযোগী করে তোলার লক্ষ্যে ক্লাবের সদস্যরা বৃক্ষরোপণেরও কর্মসূচী রেখেছিল। এই উদ্যোগটি সফল করতে পেন্ট পার্টনার হিসেবে ছিলেন এশিয়ান পেইন্টস।

এছাড়াও, তারা চেষ্টা করেছে তাঁদের প্রয়োজনীয় সব ধরনের ঔষধ ও মেডিকেল সরঞ্জাম এবং হুইলচেয়ার তাঁদের মাঝে পৌঁছে দেওয়ার। আরো একটি বিশেষ আয়োজন থাকে তাদের মলিন ঠিকানাটির দেয়ালে ও আঙিনায় রঙ ও আলপনা দিয়ে সাজিয়ে আসার।

ক্লাব প্রেসিডেন্ট মৌরিন ইসলাম এছাড়াও সামাজিক দায়িত্ব পালন রক্ষার্থে বলেন, “শিক্ষার্থী হিসেবে, আমরা প্রায়ই আমাদের ব্যস্ত জীবনে আটকে যাই, কিন্তু আমাদের ‘'অনুষঙ্গ’' ইভেন্ট আমাদের ফিরিয়ে দেওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। বয়স্কদের সাথে সময় কাটানো একটি শক্তিশালী অভিজ্ঞতা, যা বোঝায় যে আমাদের যত্ন অন্যদের কাছে কতটা অর্থ বহন করতে পারে৷ আমি আশা করি এটি আমাদের সকলকে অনুপ্রাণিত করবে সমাজে অবদান রাখার উপায়গুলি খুঁজে বের করতে ৷”

এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর, মেজবাউল হাসান চৌধুরী বলেন, “আমাদের ছাত্রদের 'অনুষঙ্গ'-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। বয়স্কদের যত্ন নেওয়া একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে।

আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।”

সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তারা তরুণ প্রাণে ভবিষ্যৎ এর জন্য আলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ চায়।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।

A historical meet Between Two Chief of World.
23/09/2024

A historical meet Between Two Chief of World.

I gained 4 followers and created 2 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have...
23/08/2024

I gained 4 followers and created 2 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

10/08/2024

বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার উপর হামলা | Bagerhat News | Channel 24 Welcome to the Official YouTube Channe...

Hasina lands in Hindon Air Base in India's UPMore in commentsCollect The Daily Star
05/08/2024

Hasina lands in Hindon Air Base in India's UP

More in comments

Collect The Daily Star

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে “বৈশাখী মেলা ১৪৩১"১১ই মে, ২০২৪ অনুষ্ঠিত হলো নর্থ সাউথ বিশ্ববিদ্...
16/05/2024

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে “বৈশাখী মেলা ১৪৩১"

১১ই মে, ২০২৪ অনুষ্ঠিত হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বাঙ্গালী ঐতিহ্যের অন্যতম প্রধান আকর্ষন “বৈশাখী মেলা ১৪৩১”। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির পুরনো সংস্কৃতি “বৈশাখী মেলা” যেনো দিন দিন মলিন হয়ে যাচ্ছে বিশ্বায়নের এই অভিযাত্রায়। বাঙালির এই সংস্কৃতি নতুনরূপে উপস্থাপনের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান এর উপস্থিতিতে সকালে বৈশাখী মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী সহ ক্লাব সদস্যদের সরব উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। মেলায় স্টলের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্টলের মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেন। স্টলগুলোতে বাহারি পদের খাবার, মাটির তৈরি জিনিসপত্র, শখের হাঁড়ি, আকর্ষণীয় অলঙ্কারসহ অসংখ্য রঙিন দর্শনীয় বস্তু লক্ষ করা গেছে। স্টলগুলো ছিলো বাংলা শিল্প-সংস্কৃতির প্রতিচ্ছবি। এছাড়াও শিক্ষার্থীদের আনন্দ বাড়িয়ে তুলতে নাগরদোলার ব্যবস্থাও করা হয়‌। বিশ্ববিদ্যালয়ের সকল সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের কোলাহলে সরগরম হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি যেনো এভাবেই চিরদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে অবারিত ডানা মেলতে পারে সেই আশা ব্যাক্ত করেন আয়োজক ক্লাবটির প্রেসিডেন্ট মৌরিন ইসলাম। এছাড়াও তিনি সকল উপস্থিতির জন্য সর্বোচ্চ আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করায় তাঁর সকল ক্লাব সদস্য ও ভলান্টিয়ারদের ধন্যবাদ জানান।
বৈশাখী মেলার আয়োজন নিয়ে ক্লাবটির ফ্যাকাল্টি অ্যাডভাইসর জনাব মেসবাহ উল হাসান চৌধুরী বলেন, “বাঙালি ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে বৈশাখী মেলা। কিন্তু সময়ের সাথে আধুনিকতায় আমাদের এই ঐতিহ্য হারাতে বসেছে। আমাদের তরুণ প্রজন্মকে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পুনরায় পরিচয় করিয়ে দিতেই এই বৈশাখী মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে সকলে নতুন করে বাঙালি শিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে উদ্বুদ্ধ হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে এমন একটি কার্যকরী পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত”।

Address

Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when The DAILY GOOD Morning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The DAILY GOOD Morning:

Share