24/07/2023
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
সরকারি চাকরিতে বেতন বৃদ্ধির 'বিশেষ সুবিধা'র প্রজ্ঞাপন ||Govt Employee Salary Grade #৫ শতাংশ প্রণোদনা
মহার্ঘ ভাতা নয়, বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের | Government Job Salary | Increament
সরকারি চাকরিজীবিদের বেতন বাড়ছে। মহার্ঘ্যভাতা নয়, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়নো হচ্ছে এই বেতন। একই সঙ্গে অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও। এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আাগামী বাজেটে থাকছে এ সংক্রান্ত ঘোষণা। পরিকল্পনামন্ত্রী বলেন, মহার্ঘ্যভাতায় এখন যাচ্ছে না সরকার। তবে অন্য কৌশলে বেতন বাড়বে।
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত কর্মচারীদের সর্বনিম্ন বেতন বেড়েছে এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।
Welcome to the official -vg7vv Job Tech News Bd, YouTube channel. This channel is broadcasting news and talk shows related to news and current affairs, business, sports, entertainment and many more.
Contents of Independent Television are available In this YouTube channel with regular updates.
Tune into জব টেক নিউজ বিডি for 24 hour news on You tube channel. Check out our facebook Pasge জব টেক নিউজ বিডি for regular updates
#সরকারি কর্মচারীদের প্রণোদনা জুলাই থেকেই চালু, পাবেন সাময়িক বরখাস্তরাও