Raju steel furniture -2

Raju steel furniture -2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raju steel furniture -2, Digital creator, North Jatrabari, Dhaka.
(7)

আমাদের সাশ্রয়ী মূল্যের এক্সিকিউটিভ অফিস চেয়ার দিয়ে আপনার কর্মক্ষেত্রকে আপগ্রেড করুন। আমাদের চেয়ারগুলি স্টাইল এবং কার্যকারিতা নিখুঁতভাবে একত্রিত করে, সবই সাশ্রয়ী মূল্যে।
রাজু স্টিল ফার্নিচার -২
" সততা ই আমাদের প্রধাণ বৈশিষ্ট্য "

সেম প্রব্লেম আমাদের ও,,ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,
08/07/2025

সেম প্রব্লেম আমাদের ও,,
ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,

সারাদেশে ভারী বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে স্বাভাবিক ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

#আস্থায়_বিশ্বাসে
#স্টেডফাস্ট

সময় দেখা যায়না,তবে অনেক কিছু দেখিয়ে যায়,,
07/07/2025

সময় দেখা যায়না,
তবে অনেক কিছু দেখিয়ে যায়,,

একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ক্ষতি করতে কি আপনার বিবেকে একবারও বাঁধলো না???আমাদের কিছু অর্ডার ম্যাসেজে নেয়া হলেও বু...
06/07/2025

একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ক্ষতি করতে কি আপনার বিবেকে একবারও বাঁধলো না???আমাদের কিছু অর্ডার ম্যাসেজে নেয়া হলেও বুকিং এর সময় আলাদাভাবে কল দিয়ে কনফার্ম করা হয় এই বাট*পার বলে সে শুধু দাম জিজ্ঞেসা করতে আসছিল আর আমরা তাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি

আমাদের কোনো কাষ্টমার বলতে পারবে না আমরা জোড়াজুড়ি করে অর্ডার নেই

আমরা এত টাকার জিনিস ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বিশ্বাস করে পাঠিয়ে দেই আর আপনারা এভাবে মানুষের ক্ষতি করেন প্রোডাক্ট দেখে আমাদের কোনো ফল্ট থাকলে রিটার্ন করলে আমাদের কোনো কথায় থাকত না আর এই ধরনের কোনো সমস্যা হলে আমরা ডেলিভারি চার্জ পযন্ত নেই না রিটার্ন এর জন্য

শুধু এদের মত কিছু মানুষের জন্য আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়ার সুবিধা বন্ধ করে দিবো ইনশাআল্লাহ

আশুরার তাৎপর্যআশুরা ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: * হজরত আদম (আ.)-এর সৃষ্টি ও...
05/07/2025

আশুরার তাৎপর্য
আশুরা ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* হজরত আদম (আ.)-এর সৃষ্টি ও তাঁর তাওবা কবুল হওয়া।
* হজরত নূহ (আ.)-এর নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে নোঙর করা।
* হজরত ইব্রাহিম (আ.)-এর জন্ম ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ।
* হজরত মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি এবং ফেরাউন ও তার বাহিনীকে নীল নদে ডুবিয়ে মারা। এই কারণেই হজরত মুসা (আ.) এই দিনে রোজা রাখতেন।
* হজরত আইয়ুব (আ.)-এর কঠিন রোগ থেকে মুক্তি লাভ।
* সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত।
আশুরার দিনে যে আমলগুলো করা উচিত
আশুরার দিনে বেশ কিছু আমল রয়েছে, যা অত্যন্ত ফজিলতপূর্ণ:
* রোজা রাখা: আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয়। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়ানোর জন্য রাসূলুল্লাহ (সা.) আশুরার আগের দিন (৯ মহররম) অথবা পরের দিন (১১ মহররম) সহ মোট দুটি রোজা রাখতে উৎসাহিত করেছেন। তাই আপনি ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখতে পারেন।
* দান-সদকা: গরিব-দুঃখীদের সাহায্য করা, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা এবং দান করা উত্তম। হাদিসে এসেছে, "যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবারের উপর ব্যয় বাড়াবে, আল্লাহ তা'আলা সারা বছর তার রিজিক বাড়িয়ে দেবেন।" (বাইহাকি, শুআবুল ঈমান)
* নফল নামাজ: অতিরিক্ত নফল ইবাদত, তাহাজ্জুদ ও কুরআন তিলাওয়াত করা মুস্তাহাব।
* তওবা ও ইস্তিগফার: এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করা।
* জিকির: আল্লাহকে বেশি বেশি স্মরণ করা।
* অন্যান্য নেক আমল: অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, পরস্পরের মধ্যে বিরোধ মিটিয়ে দেওয়া, দ্বীনি কাজে সময় ব্যয় করা ইত্যাদি নেক কাজ করা যেতে পারে।
মনে রাখবেন, আশুরার দিনে হালুয়া-রুটি বিতরণ বা তাজিয়া মিছিলের মতো কিছু রেওয়াজ প্রচলিত আছে, যা সরাসরি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই সুন্নাহসম্মত আমলগুলোর ওপর গুরুত্ব দেওয়া উচিত।

আবেগ হলো মোমবাতি, যে নিজেকে বিলিয়ে ক্ষনিকের জন্য কাওকে আলোকিত করে,,আর বিবেক হলো সুর্য,যে নিজে বেচে থেকে সারা পৃথিবীকেআলো...
28/06/2025

আবেগ হলো মোমবাতি,
যে নিজেকে বিলিয়ে ক্ষনিকের
জন্য কাওকে আলোকিত করে,,

আর বিবেক হলো সুর্য,
যে নিজে বেচে থেকে সারা পৃথিবীকে
আলোকিত রাখে,,❤️

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ ❤️পেইজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ ☺️
28/06/2025

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ ❤️
পেইজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন
দেখতে দেখতে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ ☺️

আলহামদুলিল্লাহ কাষ্টমার রিভিউ ❤️ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন দেখতে দেখতে একদিন ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ☺️
28/06/2025

আলহামদুলিল্লাহ কাষ্টমার রিভিউ ❤️

ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন দেখতে দেখতে একদিন ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ☺️

Address

North Jatrabari
Dhaka

Telephone

+8801916631682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju steel furniture -2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raju steel furniture -2:

Share