Moringa Gain

Moringa Gain মরিঙা গেইন সাপ্লিমেন্ট
(1)

10/10/2025

Big shout out to my newest top fans! নীল আকাশে থাকি, MD Shahen Hossen, Md Riyaz Khan, মদিনা ইলেকট্রনিক্ম নবাবপুর, Sofi Kamal

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
09/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔




01824375148,01793748891মরিঙ্গা গেইন প্লাস: আপনার সুস্থতার সঙ্গীমরিঙ্গা গেইন প্লাস আপনার স্বাস্থ্যকে আরও শক্তিশালী করতে স...
29/09/2025

01824375148,01793748891
মরিঙ্গা গেইন প্লাস: আপনার সুস্থতার সঙ্গী
মরিঙ্গা গেইন প্লাস আপনার স্বাস্থ্যকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে! এটি প্রাকৃতিকভাবে শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, শক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। প্রতিদিনের ব্যস্ত জীবনে সুস্থ ও শক্তিশালী থাকার জন্য মরিঙ্গা গেইন প্লাস একটি আদর্শ পছন্দ।
যোগাযোগ:01793748891
01824-375148
📞 অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।https://moringgagain.com

#ব্যথারউপশম

01793748891,01824375148👉"মরিঙ্গা গেইন" পুরুষ এবং মহিলাদের প্রচন্ড ব্যাথা অষ্টিঅর্থারিটিস হাড়ক্ষয়,👉রিউমাটয়েড ফেভার (বা...
27/09/2025

01793748891,01824375148
👉"মরিঙ্গা গেইন" পুরুষ এবং মহিলাদের প্রচন্ড ব্যাথা অষ্টিঅর্থারিটিস হাড়ক্ষয়,
👉রিউমাটয়েড ফেভার (বাত জনীত ব্যাথা)
👉হাটু-কোমর ব্যাথা জয়েন্টে বা আঙ্গুলে ব্যাথা
👉নার্ভের ব্যাথা,
👉মেরুদণ্ড ও কাধের ব্যাথা,
👉 মাইগ্রেনের ব্যাথা, শরীরে ব্লাড সার্কুলেশনের অভাবজনিত তীব্র জ্বালাপােড়া ও ব্যাথা যন্ত্রণা করে। এমন রােগীদের "মরিঙ্গ গেইন ভেষজ ঔষধ সেবন করতে দেয়া হয়। হাটু হাত পায়ের আঙ্গুল, জয়েন্টে জয়েন্টে ব্যাথা। পরীক্ষিত ভাবে "মরিঙ্গ গেইন" স্বাস্থ্য বিষয়ক একটি ঔষধী পণ্য। নারীদের স্বাস্থ্য দূবর্লতা অপ্রত্যাশিত স্রাব (লিকু*রিয়া) অস্বস্তিকর দুর্গন্ধ, ব্যাকটেরিয়া, ছাত্রাক প্রদাহ, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত ঋতুস্রাব, হিমােগ্লোবিন এর ঘাটতি, ইউরিন ইনফেকশন ভিটামিন ও আয়রণ এর ঘাটতি,চোখে ঝাপসা দেখা, মাথা ঘােরানাে, হাত পা জ্বালাপােড়া সহ এ ধরণের রোগের কাজ করে ।
ব্যথাযুক্ত শরীর পূণরায় চালু করুন।
ডা:ক্যারেন ভিয়েরা (পি.এইচ.ডি) ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়, বিশ্ব বিখ্যাত আশ্চর্য পথ্য মরিঙ্গ গেইন-এর মূখ্য বৈজ্ঞানিক পরামর্শদাতা যা আন্তর্জাতিকভাবে USDA , FDA , NSF , GMP সংস্থা দ্বারা স্বীকৃত।
👉তাই নিয়মিত Moringa Gain গ্রহণ করুন ও সুস্থ থাকুন! 🌿 এটি শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আপনাকে রাখে ফিট ও একটিভ। অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট :www.moringgain.com
অথবা কল করুন 01793-748891
01824375148

✅ আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে/অর্ডার করতে নিচের লিংক এ ভিজিট করুন।https://moringgagain.com☎ অথবা ফোন করুন ...
25/09/2025

✅ আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে/অর্ডার করতে নিচের লিংক এ ভিজিট করুন।
https://moringgagain.com
☎ অথবা ফোন করুন এই নাম্বারে=01793-748891 ধন্যবাদ ।
🚛 সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে এখনি- অর্ডার করুন।

🚫 সস্তায় পেয়ে "মরিঙ্গা গেইন" কিনে প্রতারিত হচ্ছেন??বিস্তারিত পড়ুন বুঝতে পারবেন।👇👇👇কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের সহজ-সর...
23/09/2025

🚫 সস্তায় পেয়ে "মরিঙ্গা গেইন" কিনে প্রতারিত হচ্ছেন??
বিস্তারিত পড়ুন বুঝতে পারবেন।👇👇👇
কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের সহজ-সরল মানুষকে টার্গেট করে হুবহু মরিঙ্গা গেইন-এর আদলে নকল প্রডাক্ট বাজারজাত করছে এবং অনেক কম দামে বিক্রি করছে।
😔 সাধারণ মানুষ আসল–নকল বুঝতে না পেরে সেই প্রডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন এবং নকল প্রডাক্ট সেবনের ফলে নানান রকম শারীরিক জটিলতা ও সাইড ইফেক্টে ভুগছেন।

🤔 সবার মনে এখন একটাই প্রশ্ন—
👉 তাহলে অরিজিনাল "মরিঙ্গা গেইন" পাবেন কোথায়??

✅ আমরা আপনাকে বিশ্বাসের সাথে আশ্বস্ত করে বলতে চাই—
গত ৫ বছরেরও অধিক সময় ধরে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা ১০০% অরিজিনাল মরিঙ্গা গেইন মেডিসিন বিক্রি করছি।
🌟 হাজারো গ্রাহক আমাদের উপর আস্থা রেখে মরিঙ্গা গেইনের সেবা নিয়েছেন এবং উপকৃত হয়েছেন—আলহামদুলিল্লাহ।

⚠️ আমরা কখনো সস্তার প্রলোভন দেখিয়ে কম দামের নকল প্রডাক্ট বিক্রি করি না।

📝 মনে রাখবেন:
👉 সস্তার তিন অবস্থা
👉 সস্তায় কখনো খাঁটি বা অরিজিনাল জিনিস পাওয়া যায় না।

💚 তাই নির্ভরতার সাথে অরিজিনাল "মরিঙ্গা গেইন" পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
☎️ 01793-748891

🌿 অরিজিনাল পণ্য কিনুন ✔️
🌿 দেখে শুনে বুঝে কিনুন ✔️
✅ আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে/অর্ডার করতে নিচের লিংক এ ভিজিট করুন।
☎ অথবা ফোন করুন এই নাম্বারে=01793-748891 ধন্যবাদ ।
🚛 সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে এখনি- অর্ডার করুন।👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
👉মরিঙা গেইন,বাঁ দিকের বোতলটার ক্যাপ এর দিকে তাকান ,আর ডান দিকের বোতলের ক্যাপের দিকে তাকান তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন।
👇👇👇👇👇👇👇👇👇👇




#নকল #নকলমরিঙাগেইন

Moringa gain plus Moringa Gain

২০২৫ সালে দাঁড়িয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইউটিউব দেখি, ফেসবুক স্ক্রল করি…তবুও যখন শুনি কেউ এখনো কবিরাজের কাছে যায়, ত...
23/09/2025

২০২৫ সালে দাঁড়িয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইউটিউব দেখি, ফেসবুক স্ক্রল করি…
তবুও যখন শুনি কেউ এখনো কবিরাজের কাছে যায়, তখন সেটা শুধু হতাশাজনক নয় ভয়াবহও।

বাগেরহাটের মাত্র ৩০ বছরের এক মহিলা…
একটা দুর্ঘটনায় হাতের দুইটা হাড় ভেঙে যায়।
অপারেশনে ঠিক হয়ে যেত, হয়তো কয়েক মাস পর আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতেন।

কিন্তু
তিনি গেলেন পাশের কবিরাজের কাছে।
কবিরাজ আশ্বাস দিলেন
“এক সপ্তাহে হাড় জোড়া লাগিয়ে দেব!”

এক সপ্তাহ পেরোল…
তীব্র ব্যথা সহ্য করতে না পেরে যখন ব্যান্ডেজ খোলা হলো—

হাতের মাংস পচে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে,
শেষমেশ হাতটাই চলে গেলো।

এভাবেই অজ্ঞতার কাছে হারিয়ে যায় একজন মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ।

হাড় ভাঙা মানে অর্থোপেডিক ডাক্তার,

সংক্রমণ মানে সার্জন

কখনোই জীবনের দাম দিয়ে অবিশ্বাস আর ভ্রান্ত চিকিৎসায় ভরসা করবেন না।

লেখা:
Dr-Abdur Rahman

ছবি: Dr-Saifur Rahman

11/09/2025

#ট্রাফিকআপডেট:অবশেষে তিন ঘণ্টা পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধের অবসান ঘটে।
কিছু হলে রাস্তা অবরোধ জনদুর্ভোগ পরে সাধারণ মানুষের উপরে।

গ্রামের মানুষ তাকে চিনত মিনারুল মাস্টার নামে। পড়াশোনায় খুব বেশি না পড়লেও, সবার কাজে সাহায্য করত। কিন্তু ভাগ্য সবসময় তো এ...
09/09/2025

গ্রামের মানুষ তাকে চিনত মিনারুল মাস্টার নামে। পড়াশোনায় খুব বেশি না পড়লেও, সবার কাজে সাহায্য করত। কিন্তু ভাগ্য সবসময় তো একরকম থাকে না।

দিn দিন সংসারে অভাব বাড়তে লাগল। ছোট্ট একটি ঘরে স্ত্রী আর এক ছেলে আর এক মেয়ে নিয়ে বেঁচে থাকাটা হয়ে উঠল বোঝা।

ছেলে মেয়ে ছিল মিনারুলের পৃথিবী। বড় মেয়ে মিথিলা স্বপ্ন দেখত ডাক্তার হবে, আর ছোট ছেলে মাহিন ছিল বাবার বুকের ধন—চোখে-মুখে সবসময় হাসি।

কিন্তু এই হাসি টিকিয়ে রাখা দিন দিন অসম্ভব হয়ে উঠছিল। বাজারে দেনা বাড়ছিল, মানুষ গালমন্দ করছিল, ছেলে মেয়েস্কুলে টিফিন দিতে পারত না। রাতে যখন মেয়েরা ক্ষুধার্ত হয়ে কেঁদে ঘুমাত, মিনারুলের বুক ফেটে যেত।

একদিন রাতে স্ত্রীর দিকে তাকিয়ে মিনারুল বলল,
– “আমাদের কষ্টের শেষ আর নেই। আমি একা ম*রলে তো তোমরা আরও বিপদে পড়বে। যদি সবাই মিলে চলে যাই, তবে আর কেউ কষ্ট পাবে না।”

স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারল না। কিন্তু চিরকুট লেখার পর তার বুক কেঁপে উঠল।

প্রথম চিরকুটে লেখা হলো:
“আমি মিনারুল… আমরা চারজন আজ রাতে মা*রা যাব। এই মৃ*ত্যুর জন্য কারও কোনো দোষ নেই। প্রথমে আমার বড় মেয়েকে মে*রে*ছি, তারপর ছেলে মাহিনকে তারপর স্ত্রীকে,!শেষে আমি গ*লা*য় দ*ড়ি দিয়ে ম*রে*ছি।”

দ্বিতীয় চিরকুটে লেখা:
“আমি নিজ হাতে সবাইকে মে*রে*ছি। কারণ আমি একা ম*রলে তারা বাঁচতে পারবে না, শুধু কষ্ট পাবে। আমাদের ম*রার পর আর খাওয়ার দায়, ঋণের দায়, সমাজের লজ্জা থাকবে না।”

ভোরবেলায় প্রতিবেশীরা ঘরে ঢুকে দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল পুরো গ্রাম। চারটা লা #শ আর মিনারুলের ঝু #লন্ত দে*হ—এক হৃদয়বিদারক দৃশ্য😭।

গ্রামের এক বৃদ্ধা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলেন,
– “অভাব মানুষকে পাগল করে দেয়, কিন্তু তাই বলে নিজের সন্তানকে কেউ এভাবে মা+রে?”

অন্য এক প্রতিবেশী উত্তর দিলেন,
– “ওরা ম*রতে চায়নি, সমাজ আর অভাব ওদের মে*রে ফেলেছে।”😭

মৃ*ত্যুর পরও মিনারুলের চিরকুট মানুষকে কাঁপিয়ে দেয়। কারণ কেউ জানে না, হয়তো এমনই কোনো রাতের অন্ধকারে আবারও কোথাও একটা পরিবার ধীরে ধীরে শেষ !!
জামিল মাহমুদ

 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্...
08/09/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার


#ইসলামিক #ইসলামীবার্তা

Address

Dhaka
1212

Telephone

+8801824378148

Website

https://moringgagain.com/shop/

Alerts

Be the first to know and let us send you an email when Moringa Gain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moringa Gain:

Share