Anan Fashion

Anan Fashion Welcome to shamima's page
this page is about cooking food in an easy way & sharing some sweet moment
(7)

প্রচন্ড গরমের পর এক পসলা বৃস্টি  আহ!কি শান্তি শুভ সকাল🌹🌹       #ফটোচ্যালেঞ্জ
01/10/2025

প্রচন্ড গরমের পর এক পসলা বৃস্টি আহ!কি শান্তি

শুভ সকাল🌹🌹



#ফটোচ্যালেঞ্জ

একজন মিথ্যাবাদী পুরুষ------- কখন ও একটা সৎ নারীকে সামলাতে পারে না,   কারণ,,,,,,,,,,,,,   মিথ্যাবাদী পুরুষ যত  ই যুক্তি দ...
27/09/2025

একজন মিথ্যাবাদী পুরুষ-------
কখন ও একটা সৎ নারীকে সামলাতে পারে না,
কারণ,,,,,,,,,,,,,
মিথ্যাবাদী পুরুষ যত ই যুক্তি দিয়ে বোঝাক না
কেন,,,,,,
দিন শেষে কিন্তু সেই নারী টা সব ধরে ফেলতে পারে।।।।।।


#শুভরাত্রি

অন্যের দোষ না ধরে নিজের দোষ ধরা বুদ্ধি মানের কাজ।শুভ দুপুর
27/09/2025

অন্যের দোষ না ধরে নিজের দোষ ধরা বুদ্ধি মানের কাজ।

শুভ দুপুর




ভালো এবং সুন্দর মনের মানুষ কখনো অন্যের অমঙ্গল-অনিষ্ঠ কামনা করে না.আর ছোট এবং নিচু মনের মানুষ কখনোই অন্যের ভালো সহ্য করতে...
26/09/2025

ভালো এবং সুন্দর মনের মানুষ কখনো অন্যের অমঙ্গল-অনিষ্ঠ কামনা করে না.আর ছোট এবং নিচু মনের মানুষ কখনোই অন্যের ভালো সহ্য করতে পারে না.!




আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে যারা ভুলেও খবর নে...
25/09/2025

আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না; তারা আপনার কেউ না! ❤️




নিজেকে ছোট করে দেখা বা অন্যের তুলনায় নিজেকে বিচার করা বন্ধ করো। নিজের ক্ষমতা, শক্তি ও সম্ভাবনার উপর বিশ্বাস রাখো। তুমি য...
25/09/2025

নিজেকে ছোট করে দেখা বা অন্যের তুলনায় নিজেকে বিচার করা বন্ধ করো। নিজের ক্ষমতা, শক্তি ও সম্ভাবনার উপর বিশ্বাস রাখো। তুমি যতটা বিশ্বাস করবে, জীবন ততটাই পথ খুলে দেবে।

শুভ দুপুর 🌹🌹

আমার মা ছিলেন খুবই রাগী! তাঁকে দেখলে বোঝা যায়? কি মাইরটাই না মারতেন! কই কিছুই তো হয়নি তাতে? আমরা 90's এর কিড যারা, তার...
24/09/2025

আমার মা ছিলেন খুবই রাগী! তাঁকে দেখলে বোঝা যায়? কি মাইরটাই না মারতেন! কই কিছুই তো হয়নি তাতে?

আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম।

যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।

ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা ঝাড়ু দিয়ে বারি দেওয়া 🙄🙄।

আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦‍♀️🤦‍♀️।

তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুচড়ানি। যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।

তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাই রে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।

তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।

আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাড়ি থেকে বানিয়ে ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হইতো 🫣🫣।

এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার, সিলেট বা দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি দাদার বাড়ি 🥱🥱।

আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।

আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে।

সমাপ্ত
Collected

ভেজা শহর, ক্লান্ত আকাশ,বৃষ্টি ঝরে ,থেমে থেমে,অচেনা কোনো সুরে ভিজে যায় পথ,জলকণা গড়িয়ে নামে মনের গভীরে। খোলা জানালার পা...
23/09/2025

ভেজা শহর, ক্লান্ত আকাশ,
বৃষ্টি ঝরে ,থেমে থেমে,
অচেনা কোনো সুরে ভিজে যায় পথ,
জলকণা গড়িয়ে নামে মনের গভীরে।
খোলা জানালার পাশে বসে,
শুনতে পাই মেঘের গুঞ্জন,
হৃদয়ে জমে থাকা কিছু কথা,
বৃষ্টির সাথে মিলিয়ে যায় সলীল সমাধি।
এ শহরের রঙিন আলো,
আজ স্নান যেনো বৃষ্টির ছোঁয়ায়,
ক্লান্ত আকাশের চোখে জল,
গোপনে যেন বলে যায় কিছু কথা।
ভেজা শহর ,ক্লান্ত আকাশ ,
কত স্মৃতি মুছে যায় বৃষ্টির ধারায়,
তবুও কোথাও রয়ে যায় কিছু আশা,
নতুন সূর্যের অপেক্ষায়, এক নির্জন প্রহর।।🌧️🌺🧡
কালেক্টেড 🌹🥀🥀

আত্মমর্যাদাআত্মমর্যাদা হলো নিজকে নিজ সম্মানে আবৃত্ত করে রাখা। আত্মমর্যাদা হীন মানব আর উলঙ্গ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য ...
23/09/2025

আত্মমর্যাদা
আত্মমর্যাদা হলো নিজকে নিজ সম্মানে আবৃত্ত করে রাখা। আত্মমর্যাদা হীন মানব আর উলঙ্গ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মমর্যাদা শব্দের ইংরেজী সেল্ফ রেসপেক্ট । যার ভাব অর্থ নিজের প্রতি সম্মান । আপনি আপনার সম্মানের দিকে না তাকালে বুঝতে পারবেন না আপনি কতটা সম্মানিত। নিজের সম্মান নিজের জানা না থাকলে সম্মানের প্রতি দরদ জন্মে না এবং সম্মান বৃদ্ধির চেষ্টা হয় না। নিজ সম্মানের প্রতি দরদ থেকেই মানুষের মধ্যে অসম্মানজনক কাজের প্রতিবন্ধকতা তৈরি হয় । আমরা প্রত্যেকে নিজ সম্মানের দিকে তাকালে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
নিজ সম্মানের প্রতি দরদ থেকেই মানুষ চিন্তা করতে শিখে কোন কাজটি করা ঠিক হবে আর কোন কাজটি থেকে বিরত থাকতে হবে । যে কাজটি অন্য দশ জনের জন্য বৈধ একি কাজ আপনার জন্য বৈধ নয়, কারণ আপনি অন্য দশ জনের চেয়ে সম্মানের দিক থেকে আলাদা। আত্মমর্যাদা তথা সম্মানের পরিধি ও পরিসরের আলোকে যশ, খ্যাতি, প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব জন্ম নেয় ও প্রতিষ্ঠা লাভ করে ।
* আত্মমর্যাদা এক প্রকার নিরাপত্তা হেলমেট।
* আত্মমর্যাদাবান ব্যক্তির পথ চলা স্বচ্ছ দর্পণে দৃশ্যে নিরাপদ ।
* আত্মমর্যাদাবান হবেন বিস্তীর্ণ আকাশের ন্যায় উদার ও বিনয়ী, যার মধ্যে থাকবে না
অহংকার, হিংসা বিদ্বেষ, অন্যকে ক্ষতি থেকে রক্ষায় তিনি হবেন প্রতিবন্ধকতার মহা প্রাচির । আত্মমর্যাদা ও ভালোবাসার কোনো ওজন নেই, ইচ্ছে করলে বর্তমান বিশ্বের আটশত কোটি লোকের সম্মান ও ভালোবাসা নিয়ে সম্মানিত হতে পারেন। চেষ্টা তথা সাধনা করে আপনি আত্মমর্যাদাবান হয়ে বর্তমান ও আগামী বিশ্বকে আত্মমর্যাদাবান করে গড়ে তুলতে পারলে আগামী বিশ্ব হবে নির্লজ্জ মুক্ত শান্তি ও সমৃদ্ধির বিশ্ব । আসুন সবাই মিলে চেষ্টা করি ।

ভাললাগলো তাই রেখে দিলাম🌺🌺মানুষ এই পৃথিবীতে আসে একা, বিদায়ও নেয় একা। এর ম‌ধ্যে যে পথচলা, সেখানে অসংখ্য মানুষ পা‌শে থাক‌লে...
22/09/2025

ভাললাগলো তাই রেখে দিলাম🌺🌺

মানুষ এই পৃথিবীতে আসে একা, বিদায়ও নেয় একা। এর ম‌ধ্যে যে পথচলা, সেখানে অসংখ্য মানুষ পা‌শে থাক‌লেও শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকে কেবল নিঃসঙ্গতা। সু‌দি‌নে পাশে থা‌কে হাজারো মানুষ— হাসি, প্রশংসা আর সঙ্গের আসর জমে ওঠে। অথচ দুঃসময়ের অন্ধকার নামলেই সেই প্রিয় মানুষগু‌লোই মুহূর্তে হা‌রি‌য়ে যায়। তখন বোঝা যায়, দিনশেষে মানুষ সত্যিই একা।

এই পৃথিবীতে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে স্বার্থের মুখোশ। অনেকেই কাছে আসে, কিন্তু তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে লাভ-লোকসানের হিসাব। স্বার্থ শেষ হলে তারা হা‌রি‌য়ে যায়, কষ্টের সময়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। এমনকি পরিবারের সম্পর্কও সবসময় অটুট নয়— কা‌রো কা‌রো ভালোবাসায় থাকে শর্ত, প্রত্যাশা আর দাবি। তাই, যে য‌ত কম প্রত্যাশা করে, সে তত কম কষ্টই পায়।

জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো— অন্যকে খুশি রাখার চেয়ে নিজেকে খুশি রাখা বেশি জরুরি। কেননা, বাইরের পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু নিজের ভেতরে খুঁজে পাওয়া সুখই স্থায়ী। আত্মার গভীরে যদি প্রশান্তির দীপ জ্বালানো যায়, তবে বাইরের অন্ধকার আমাদের স্পর্শ করতে পারে না।

একাকীত্ব ক‌ষ্টের কিছু নয়, বরং এ এক আশীর্বাদ। একা থাকলে মানুষ নিজের সাথে কথা বল‌তে শে‌খে। তখন বই হ‌য়ে ও‌ঠে বন্ধু, প্রকৃতি হ‌য়ে ও‌ঠে সঙ্গী, আর নীরবতার ভেতর থেকে শোনা যায় নিজের হৃদয়ের ধ্বনি। গান শুনে মনের ক্ষুদ্র ক্ষত সারানো যায়। কলম হাতে নিয়ে লিখে ফেলা যায় অশ্রুর গল্প। হাঁটতে হাঁটতে আকাশের তারা গোনাও হয়ে ওঠে একধরনের নিরাময়।

পৃ‌থিবীর যত মায়ার খেলা— অব‌শে‌ষে, মানুষ নিজের ভেতরেই আশ্রয় খুঁজে পায়। পৃথিবী কারো নয়, কেবল নি‌জেই নি‌জের জ‌ন্যে। সুখের সন্ধ‌্যা‌নে অন্যের পানে চেয়ে থাকা বৃথা— বরং নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়াই মুক্তি। একাকীত্ব কো‌নো অভিশাপ নয়— বরং মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ভু‌লে যাওয়া উ‌চিত নয়— এ‌সে‌ছি এ‌কেলা, যা‌বো এ‌কেলা। কালেক্টেড।

Rumon Ahnaf
#ফটোচ্যালেঞ্জ



শুভ রাত্রি  #ফটোচ্যালেঞ্জ
20/09/2025

শুভ রাত্রি
#ফটোচ্যালেঞ্জ



20/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Anan Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anan Fashion:

Share