05/11/2025
কুখ্যাত রাজাকার মশিউর রহমান জাদু মিয়ার হাত ধরে, রাজাকার মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী করার অঙ্গীকারে বিএনপি নামক রাজনৈতিক দল গঠন করে জিয়াউর রহমান॥
কুখ্যাত রাজাকার শাহ আজিজুর রহমানকেও জিয়াউর রহমান সরকারের প্রধানমন্ত্রী করে দেশের ইতিহাসে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রাজাকারদের প্রতিষ্ঠা করেছে॥
অন্যদিকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট বিশ্বাসঘাতক ও দালাল শ্রেণির ফইন্নির ঘরের রাজাকার সংগঠন জামায়াত ইসলামী যেখানে বাহাত্তরের সংবিধানে নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান সেই বাহাত্তরের সংবিধানকে ক্ষত-বিক্ষত করে স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলামীর রাজনীতি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল॥
খালেদা জিয়াও স্বাধীনতাবিরোধী রাজাকার সংগঠন জামায়াত ইসলামীর সাথে জোট বেধে কুখ্যাত রাজাকারদের মন্ত্রী বানিয়ে লাল-সবুজের পতাকা রাজাকারদের হাতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, ত্রিশ লাখ শহীদ, দুই লাখের বেশি সম্ভ্রমবিনাশ নারী মুক্তিযোদ্ধাদের অপমান করেছিল॥
আর এবার তারেক রহমান সমাজের সবচেয়ে নিকৃষ্ট চাকর ও দালাল শ্রেণির ফইন্নির ঘরের রাজাকার শাবক, রাজাকার নাতি-পুতিদের সাথে আতাঁত করে শুধু সাঁজানো গোছানো বাংলাদেশই ধ্বংস করেনি, ক্ষমতার ভাগাভাগিতেও ষড়যন্ত্র করছে॥
গত ৫৩ বছর মানবতা, গণতন্ত্র আর মানুষের অধিকারের কথা বলে যে ভুলগুলো করা হয়েছে, সেটি অব্যাহত থাকলে একদিন বাংলাদেশ নামটিও থাকবে না॥
আপনি কি বলেন?