07/05/2025
মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তানের প্রতি আমার যে ক্ষোভ, সেটার জন্য সারাদিন পাকিস্তানিদের গালিগালাজ করা আমার পক্ষে সম্ভব না…
… প্রসঙ্গ যখন মুক্তিযুদ্ধ, তখন পাকিস্তান আমার শত্রু।
আবার প্রসঙ্গ যখন ভারত-পাকিস্তান যুদ্ধ, সেখানে আপাতদৃষ্টিতে ভারত আমার বন্ধু নয়।
এই বিষয়কে যদি একদম সহজভাষায় এক্সপ্লেইন করতে হয়, তাহলে বলবো - বিগত সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতীয়দের যে আচরণ, বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার যে নির্লজ্জ মিথ্যাচার, সংখ্যালঘু ইস্যুকে উস্কে দেয়া ইত্যাদি ইত্যাদি; এসবের পর এত দ্রুত ভারতের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবো, প্রতিটা ক্ষেত্রে তাদের সমর্থন জানিয়ে যাবো, তা সম্ভব নয়।
অন্য সব বাদ, কেবল জাতীয় সংগীতের একটা ভিডিও একবার পোস্ট করেছিলাম। সেখানে কলকাতার হাজারখানেক মানুষ এসে কমেন্টবক্সে গালিগালাজ করে গেলেন। কেনো করলেন, কি সমস্যা ছিলো, আর গালিগালাজ করেই বা কি লাভ হলো; কিছুই বুঝলাম না…
… বর্ডার কিলিং সহ অন্যান্য ইস্যুতে আর বিস্তারিত না যাই।
খেয়াল করুন, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমার ভালো লাগে। পাকিস্তান ক্রিকেট টিমকে নয়। কিন্তু প্রসঙ্গ যখন ভারত-পাকিস্তান যুদ্ধ, সেখানে ভারতের প্রতি আমার সমর্থন নেই…
কিঞ্চিত মাথামোটা ব্যক্তিবর্গের জন্য আবারো উল্লেখ করছি, "প্রসঙ্গ যখন মুক্তিযুদ্ধ, তখন পাকিস্তান আমার শত্রু।" এর বাইরে কোনো বিষয়েই আপাতত পাকিস্তান আমার শত্রু নয়। অনুগ্রহপূর্বক রাজাকার রাজাকার বলে এখানে লাফঝাঁপ করবেন না।
ভারত-পাকিস্তান দুই দেশেরই অসংখ্য কলিগ ছিলো আমার। একসাথে একই ছাদের নিচে দীর্ঘদিন কাজ করেছি। তিন দেশের তিন পরিবার একসাথে অসংখ্যবার ডিনার করেছি। ওসব ইস্যু নিয়ে কারো সাথে কখনো ঝগড়া বাধে নাই।
মনে রাখবেন, মুক্তিযুদ্ধের পরই পাকিস্তানের সাথে আমাদের সব লেনদেন শেষ। ওদের সাথে আমাদের কোনো সম্পর্কও নাই, ঝগড়াও নাই। একাত্তরের নৃশংসতার জন্য শুধু সংশ্লিষ্টদের উপর ঘৃণা আছে। কিন্তু সেই ঘৃণা পাকিস্তানের বর্তমান জেনারেশনের উপর জিইয়ে রেখে আমার লাভ নাই। যে পাকিস্তানির বয়স ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর; তার উপর ক্ষোভ রেখে আমার কি লাভ? গণহত্যা কিংবা যুদ্ধেই বা তার কি ভূমিকা ছিলো?
অন্যদিকে, ভারতের সাথে আমাদের লেনদেন কখনো শেষ হবেনা। কারণ তারা আমার প্রতিবেশী দেশ। একাত্তরের পর থেকে সীমান্তে তারা আজপর্যন্ত যত মানুষ হত্যা করেছে, পানি নিয়ে যত সমস্যা তৈরি করেছে, ফারাক্কা বাধ দিয়ে নদী মেরে ফেলেছে, আমাদের দেশে কে ক্ষমতায় যাবে, কে না যাবে, তা নির্ধারণ করার চেষ্টা করছে; এসব বিবেচনায় আমাদের বর্তমান শত্রু কোনোভাবেই পাকিস্তান নয় বরং ভারত। তবে হ্যাঁ, এটাও উল্লেখ করে রাখি, ভারতের জনগণকে আমরা শত্রু মনে করিনা। শত্রু তাদের সরকার ও নীতিনির্ধারকরা।
তারচেয়েও বড় কথা, দিনশেষে ভারত পাকিস্তান কাউকেই শত্রু ভাবতে চাইনা। এই যুদ্ধ বাংলাদেশের জন্য তো ভালো না ই, সেইসাথে আমাদের উপমহাদেশের জন্যও ভালো কিছু বয়ে আনবেনা…