CineVas

CineVas we are providing service for cinema related contents along with standard audio visual contents - writ

*What We Do: writing, executing, content production, editing and proofing content standards, publishing standard content, content distribution, content marketing & every possible best output for unique contents. We are focusing on Cinema related Value Added Contents along with any type of standard audio visual contents.

*Who We Are: We are experienced team with ethics and value who has amazing e

xperience for dealing with local and international contents for world market. our team is young, energetic & committed to deliver quality contents in max audience. we buy, produce, share content rights & manage contents for all platform, global market.

ধানমণ্ডি মহিলা কমপ্লেক্স মাঠ রেডি।আপনারা রেডি তো?
25/06/2025

ধানমণ্ডি মহিলা কমপ্লেক্স মাঠ রেডি।
আপনারা রেডি তো?

শুভ নববর্ষ!!!
14/04/2025

শুভ নববর্ষ!!!

21/02/2025
02/02/2025
কোরিয়ান বিনোদন জগতের নাম শুনলেই মনে পরে সিনেমা ‘ট্রেন টু বুসান’ কিংবা সিরিজ ‘স্কুইড গেইম।’ কোরিয়ান-ড্রামা সিরিজের গতানুগ...
31/10/2024

কোরিয়ান বিনোদন জগতের নাম শুনলেই মনে পরে সিনেমা ‘ট্রেন টু বুসান’ কিংবা সিরিজ ‘স্কুইড গেইম।’ কোরিয়ান-ড্রামা সিরিজের গতানুগতিক ভক্তদের ছাড়িয়ে পুরো বিশ্বে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা ও সিরিজ। তবে ভৌতিক ধারায় ট্রেন টু বুসানের রেকর্ড ছাড়িয়ে আলোড়ন তুলেছে এবছর মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘এক্সহুমা।’
সিনেমাটির মুক্তি পাওয়ার আগে থেকেই লি দো-হিয়ানের, কালো কালির ট্যাটু অঙ্কিত হাত ও সাথে সাদা পোশাকে সজ্জিত হওয়া ছবি কিংবা কিম গো ইউনের পাশে প্লেনে বসে কানে হেডফোন গোঁজানো ছবি বেশ ভাইরাল হয়েছে।
এক্সহুমার মূলত এক কোরিয়ান শামান তথা ওঝাবৃত্তি সংস্কৃতি যা এখনো কোরিয়ার বেশ কিছু অঞ্চলে চালু রয়েছে। তার দলকে কেন্দ্র করে, যারা এক ধনী কোরিয়ান বংশোদভুত আমেরিকান পরিবারের ছোট্ট শিশুকে পীড়াদায়ক অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করে।
এরই পরিপ্রেক্ষিতে একে একে উন্মোচিত হতে থাকে পরিবাররের সঙ্গে সম্পর্কিত কবরের রহস্য যা এক ছোট পাহাড়ের চুড়ায় অবস্থিত। প্রধান চরিত্র লি হোয়া-রিম (কিম গো-ইউন) তার সহযোগী বং-গিলের (লি দো-হিয়ান) উচ্চস্বরে প্রার্থনা এবং গানের তালে তালে যেন শামানবিদ্যার নানা অদ্ভুত আচরনের সাথে পরিচয় করিয়ে দেয় দর্শকদের। শেষ পর্যন্ত মৃত্যু ঝুঁকি নিয়ে তারা গাড়িতে কবর তোলে পাড়ি দেয় অন্য জায়গায়। কিন্তু যাত্রাতেই উন্মোচিত হয়ে যায় কবরের আরো বিদঘুটে এবং ভয়ঙ্কর রহস্য, শুরু হয় রক্তপাত।
কোরিয়ার অনান্য সাধারণ সিনেমায় শামানদের সব সময় সাদা কিংবা শামানের গতানুগতিক পোশাকেই দেখা যায়। তবে এই সিনেমায় শামান সংস্কৃতির সাথে আধুনিকায়নের কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে কোরিয়ান নেটিজেনরা।
মজার বিষয় চলচ্চিত্রটির পরিচালক জাং জে-হিয়ান কোরিয়ার অন্যতম শীর্ষ পরিচালক বং জুন-হো এর মতো তেমন বিখ্যাত না হলেও বং জুন-হো এর বিখ্যাত সিনেমাগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে জাং জে-হিয়ানের এই সিনেমা।

২০১৬ সালে মুক্তি পাওয়া ট্রেন টু বুসানের দর্শক সমাগমের সর্বোচ্চ রেকর্ড ছিল সাড়ে ১১ কোটির বেশি। এক্সহুমার মুক্তির দুই মাসেই এই রেকর্ড ছাড়িয়েছে।

আমার লেখায় আমি আগেও বলেছি, বেশিরভাগ সম্মানিত ফিল্ম ডিরেক্টরগণ ফিল্ম বানানো ছাড়া আর কিছুই জানেন না। এমনকি ফিল্ম বানানোর প...
20/08/2024

আমার লেখায় আমি আগেও বলেছি, বেশিরভাগ সম্মানিত ফিল্ম ডিরেক্টরগণ ফিল্ম বানানো ছাড়া আর কিছুই জানেন না। এমনকি ফিল্ম বানানোর পর কিভাবে তার ফিল্মকে মার্কেটিং করবেন, কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন তার ন্যূনতম ধারণাটুকুও নেই।এটা আমার কথা না। উনারাই গর্বের সাথে সব জায়গায় প্রচার করে থাকেন। সিনেমা বানানো ছাড়া অন্যকিছু না জানা দোষের কিছু নয়। সবাই সব কিছুতে স্পেশালিস্ট হয়না।তবে আমাদের দেশে ফিল্ম ডিরেক্টরদের জন্য একটা ফিল্ম বানানোর পর কি করতে হবে এই বিষয়ে কিছুটা জ্ঞান থাকাটা খুবই জরুরী হয়ে পড়ে। কারন আমাদের ওয়ান-টাইম সুইট প্রডুসারগণ সিনেমা বিক্রি বাট্টার ভার খোদ ডিরেক্টরের উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পছন্দ করেন।
যাইেহাক,গত কয়েকদিন ধরে চলচ্চিত্রের অনেক নামকরা পরিচালক বা নির্মাতাদের বক্তব্যই বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। কোন কোন নির্মাতা বলছেন এ প্রজেন্মর ছেলেপুলেদের সিনেমা হলে আনতে গেলে লাগবে মৌলিক গল্প। কেউ বলছেন সময়োপযোগি ভালো গল্প। তবে বেশিরভাগ নির্মাতারাই দেখছি প্রায় অভিন্ন সুরে সেন্সরশীপের পরিবর্তে গ্রেডেশন সার্টিফিকেট চাচ্ছেন।
গুড জব! সমেয়াপযোগী চাওয়া।
আশা করছি তরুণ 'তথ্য উপদেষ্টা মহোদয়' সিনেমার এই সার্টিফিকেশনের ব্যবস্থাটাও সুন্দরভাবে বাস্তবায়িত করে দিবেন।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইযে নানান পদের এবং নানান গ্রেডেশনের টপ ক্লাস সিনেমাগুেলো বানালেন তারপর কোথায় চালাবেন বা কিভাবে চালাবেন? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে প্রেক্ষাগৃহ আছে কি? প্রডুসােরর টাকা (ইনভেস্টমেন্ট) ফেরত আসেব তো (ROI)?
এই বিষয়ে কেউ কথা বলেন না। ডিরেক্টরদের কথা না হয় বাদ দিলাম যাদের বলার কথা তারা কী বলবেন না?
প্রযােজক ও পরিবেশক, প্রদর্শক?
কারো কিছু বলার না থাকলে আমার কী! আমি কে???

17/07/2024

নাটক: "ভালোবাসার প্রত্যাবর্তন"
রচনা: রাকেশ বাসু
পরিচালনা: MD Abdullah Al Harun
শ্রেষ্ঠাংশে: পার্থ শেখ, আয়শা তাবাসসুম, আনন্দ খালেদ ও শেখ স্বপ্না।

শুভকামনা অভিনেত্রী আয়েশা তাবাসসুম, আপনার প্রথম নাটকের জন্যে। আপানার অভিনয়ের আগামী সুন্দর হোক।

এবারের ঈদে ৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। সবচেয়ে বেশি স্ক্রিন পেয়েছে তুফান। ১২০ টি।আমরা চাই তুফান দেখার পর অন্যান্য ছবিগুলোও...
17/06/2024

এবারের ঈদে ৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। সবচেয়ে বেশি স্ক্রিন পেয়েছে তুফান। ১২০ টি।

আমরা চাই তুফান দেখার পর অন্যান্য ছবিগুলোও সবাই দেখুক। গল্প বলার নৈপুণ্যতা আর নতুনত্ব থাকলে হাড়িয়ে যাওয়ার কথা না।
ঈদ মুবারক!

Address

74, Kakrail
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when CineVas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share