Islamic videos

Islamic videos লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসূলুল্লহ।
(2)

আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন ২,০০০ টাকা।
04/11/2025

আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন ২,০০০ টাকা।

তিনটি জলাধারের পানি যখন একত্রিত হয়।
04/11/2025

তিনটি জলাধারের পানি যখন একত্রিত হয়।

৩০/১০/২০২৫ ইং তারিখ হতে আগামী তিন মাসের জন্য নিয়মিত কমিটি গঠনের আদেশ স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন...
03/11/2025

৩০/১০/২০২৫ ইং তারিখ হতে আগামী তিন মাসের জন্য নিয়মিত কমিটি গঠনের আদেশ স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

-----------------জেনে নিন সুদান তথ্য------------আর যা গোপন! তা আরও বিস্ময়কর…"২০০ মিলিয়ন একর জমি কৃষির উপযোগী,যার মধ্যে ...
01/11/2025

-----------------জেনে নিন সুদান তথ্য------------
আর যা গোপন! তা আরও বিস্ময়কর…

"২০০ মিলিয়ন একর জমি কৃষির উপযোগী,
যার মধ্যে বর্তমানে চাষ হচ্ছে মাত্র ৬৪ মিলিয়ন একর!

" ১১৫ মিলিয়ন একর প্রাকৃতিক চারণভূমি।

" প্রতিবছর প্রায় ৪০০ বিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত হয়।

"বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম পশুসম্পদভাণ্ডার!
মোট ১৩ কোটি গবাদিপশু।

" প্রতিবছর ৪২ হাজার টন মাছ উৎপাদিত হয়।

"সোনার মজুত ১৫৫০ টন,
এবং আফ্রিকায় তৃতীয় বৃহত্তম উৎপাদক! বছরে ৯৩ টন সোনা আহরিত হয়।

" রুপার মজুত ১৫০০ টন।

"তামা ৫০ লাখ টন।

"ইউরেনিয়াম ১৪ লাখ টন।

"পৃথিবীর ৮০% আরবিক গাম উৎপাদন হয় সুদানে!
যা ১৮০ ধরনের খাদ্য ও ঔষধ শিল্পে ব্যবহৃত হয়।
কিন্তু এর ৭০% প্রতি বছর পাচার হয়, স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে!

" সুদান উৎপাদন করে
বিশ্বের ৩৯% সাদা তিল এবং ২৩% লাল তিল।

আর যখন সৌদি ব্যবসায়ী সালেহ আল-রাজহি একটি দাতব্য প্রকল্পের মাধ্যমে সুদানে ধানচাষ শুরু করেন,
এবং তিনি স্থানীয়দের সেই চাল বিক্রি করেন প্রতি টন ৭০ ডলারে,
যেখানে আগে তারা আমদানি করত ৩২০ ডলারে!
তখনই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়!

এই সব কারণেই আজ সুদান হয়ে উঠেছে লোভনীয় লক্ষ্যবস্তু!

31/10/2025
যদি এমন হতো!1ঃ4 নয় ১ঃ৬ গ্রেড সংখ্যা 12 নয় 16 টি করে আনুপাতিক হারেই (সর্বোচ্চ ১,৪৪,০০০ ও সর্বনিম্ন ২৪,০০০) হিসেবে চূড়া...
31/10/2025

যদি এমন হতো!
1ঃ4 নয় ১ঃ৬ গ্রেড সংখ্যা 12 নয় 16 টি করে আনুপাতিক হারেই (সর্বোচ্চ ১,৪৪,০০০ ও সর্বনিম্ন ২৪,০০০) হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত....
বার্ষিক প্রবৃদ্ধি হার (৩.৫০% থেকে ৬% পর্যন্ত) ।

(সংগৃহিত)

আলহামদুলিল্লাহ।এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের ১৫% বাড়ি ভাড়া প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।৭.৫ শতাংশ বেতন বৃদ্ধির জিও (০১/...
30/10/2025

আলহামদুলিল্লাহ।
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের ১৫% বাড়ি ভাড়া প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
৭.৫ শতাংশ বেতন বৃদ্ধির জিও (০১/১১/২৫ ইং হতেই কার্যকর নিশ্চিত হলো)।

30/10/2025

এ আই দিয়ে তৈরি শিলাবৃষ্টি যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে নিম্নরূপ বেতনের আবেদন করা হয়েছে।
29/10/2025

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে নিম্নরূপ বেতনের আবেদন করা হয়েছে।

29/10/2025

পে স্কেল নিয়ে সুসংবাদ-------------------------

অনলাইনে মতামত সংগ্রহের পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেছে কমিশন। সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় কমিশনের সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে এসব বৈঠকে অংশ নিচ্ছেন।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল বিষয়ে তাদের মতামত জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে ২৫০ থেকে ৩০০টি সংগঠনকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও অনেক সংগঠন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার আবেদন জানাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় চলবে। এরপর প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সুপারিশের খসড়া তৈরি করবে কমিশন। খসড়া নিয়ে সব সদস্যের সম্মতি পাওয়ার পরই তা চূড়ান্ত আকারে সরকারের কাছে জমা দেওয়া হবে।


কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার জানান, অনলাইনে মতামত গ্রহণ শেষ হয়েছে ১৫ অক্টোবর। এখন আমরা বিভিন্ন সমিতি ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করছি। ৩০ অক্টোবরের মধ্যে এই ধাপ শেষ হবে। এরপর আমরা বসে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ শুরু করব।

সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, কমিশন গঠনের সময়ই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে—সর্বোচ্চ ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে। তাই নির্দিষ্ট কোনো তারিখ নয়, আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চাই।


কমিশনের একাধিক সদস্যের মতে, এই পে কমিশনের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য হ্রাস করা। এজন্য বিদ্যমান গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষায়, গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে, এটি নিশ্চিত। তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কী হবে, তা চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময় জানা যাবে।

অর্থাৎ, নতুন বেতন কাঠামোতে ন্যায্যতা ও ভারসাম্যের ওপরই গুরুত্ব দিচ্ছে পে কমিশন—যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে নতুনভাবে পূরণ করতে পারে।
#

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic videos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share