
18/09/2023
এতগুলো ফুল হাতে নিয়ে এ শহরে ভিজতে পারিনি কখনো। কাঁচের ওপাশে দেখি কি ভারি বর্ষণ! লোকজন ছুটোছুটি করছে,তাবু টাঙিয়ে ভ্যানগাড়ির ফলগুলো ঢাকছে,একশটাকার টিশার্টের বান্ডিলগুলো টাইট করে বাঁধছে। এত এত ভীড় ঠেলে রাত নটা বাদে এ শহরে সুখে কেউ ভেজে না।
মাসখানেক আগে বাসায় মেহমান আসলো,গেলাম তাদের জন্য কেনাকাটা করতে। রিক্সা নিলাম,দীর্ঘপথ… ফেরার পথে যেমন যানবাহনের জট তেমনি বৃষ্টি। রিক্সাওয়ালা ভাই রীতিমতো আমাদের উপর বিরক্ত,কষ্ট পাচ্ছিলাম আমরাও কিন্তু সে বলেই ফেললো এরপর থেকে রিক্সা না নিয়ে সিএনজিতে যাবেন।কপোত কপোতি তাবু টাঙিয়ে পা ঢেকে আরামে বসে আছে,আর সে দীর্ঘক্ষন বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে প্যাডল চেপে দাঁড়িয়ে আছে।
অসুখ বাঁধিয়ে কাকভেজা কে-ই বা হতে চায়??
ধরুন ছুটির দিনে ঘন্টাখানেক মুষলধারে বৃষ্টি হলো,মন চাইলো তো কাছের মানুষজনকে নিয়ে উঠোনে কিংবা ছাদে দাঁড়িয়ে ভিজলে বেশ ভালো লাগবে।কিন্তু কাজের সময়ে এগুলো কি আর ভালো লাগে!!
তবু কেন যেন এই ব্যস্ততাতেই বার বার মনে হয় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সেই কবিতাটুকু-
“সৌন্দর্য আমাকে ডেকেছিলো
প্রাচুর্য আমাকে ডেকেছিল
আমি যাইনি-
তুমি আমাকে ডাকোনি কখনো
আমি শুধু তোমারই কাছে যাবো।”
বৃষ্টি থেমে গেছে ঠিকই,কিন্তু ঘরভর্তি করে দোলনচাপার সুবাস তীব্র হয়েছে।কি দারুন!