Firoz Alam

Firoz Alam I’m a great believer in luck and I find the harder I work, the more I have of it.

22/08/2025

⚠️ যাদের ফোনে ডায়ালার চেঞ্জ হয়ে গেছে তারা
Phone By Google নামে একটা এপ্স প্লেস্টোর এ গেলে পাবেন সেটা Uninstall বাটনে চাপ দিলে আপডেট ভার্সন থেকে আগের ভার্সনে চলে যাবে। আগে Dialar যেমন দেখতেন ঠিক তেমন হয়ে যাবে। ✅

22/08/2025

ফোনের Dial Pad দেখে আমি প্রথম ভাবছি সেটিংসে কোন সমস্যা হলো নাকি! 🙂

22/08/2025

পুকুরের পানি সব একসাথে থাকলেও সব পানি এক না। পুকুরের একেক স্তরের পানি একেক রকম। পানির গন্ধ, রং,ঘনত্ব, অক্সিজেনের পরিমাণ, ফাইটোপ্লাংটন ইত্যাদি একেক স্তরে একেক রকম। এমনকি সব মাছও একই পুকুরের সব পানিতে থাকে না। একেক গভীরতায়, আলাদা জাতের সাথে বাস তাদের। অন্য জাত গিলে খায়, ছাড়ে না নিজেরটাও।

মানুষও তাই। একই কিন্তু একই না। হাজার রং,আর হাজার তার জাত।

22/08/2025

বিয়ে এমন একটা সাবজেক্ট। যেটা দেখে কখনো শিক্ষা হয়না। নিজে করার পর শিক্ষা হয়।

১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা"জুলিয়া মার্কিন" শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন -- "এটা নিলাম করত...
19/08/2025

১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা"জুলিয়া মার্কিন" শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন -- "এটা নিলাম করতে চাইছি,,,বলুন কতো টাকা দেবেন ??"উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে।।নিলামে ৩০০০ ডলার পর্যন্ত দাম ওঠে।।গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন।।তিনি বলেন -- "তোমরা অত্যন্ত বোকা মানুষ।। যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না,, এটা জেনেও আমার ব্রা কেনার জন্য ৩০০০ ডলার খরচ করতে চাইছো??"" অথচ,,কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে,,তাকে এক ডলার ও দিতে চাইবে না।।""তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত।এটাই আমাদের সমাজের বাস্তবতা।ধর্মের কাজে ডোনেশন চাইলে ওরা অভাবে থাকে।সামাজিক কাজে ডোনেশন চাইলে ওরা দেনায় থাকে।কিন্তু যখনই নাচ গানের আয়োজন হয়,ওরাই থাকে প্রথম সারিতে।তখন ডোনেশনের অভাব হয়না।
©সংগৃহীত

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
19/08/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

16/08/2025

একমাত্র বাংলাদেশের মানুষ জীবন নিয়ে খুব সিরিয়াস। প্রাণ খুলে হাসে না। সারাক্ষণ রাজনীতি করে। মনে হয় ৩০০ বছর বাঁচবে সবাই।

15/08/2025

অতিরঞ্জিত কিছু না করেও যে একজন জাতীয় বীরকে স্মরণ করা যায় আপনারা তা শিখিয়ে দিতে পারতেন। ভবিষ্যতে সব দলের জন্যই তা উদাহরণ হয়ে থাকত।

30/07/2025

মনে রাখবেন টাকা-পয়সার জন্য ভালো আছেন তা কিন্তু নয়। আপনি আমি মূলত ভালো আছি শুধুমাত্র আল্লাহর রহমতের উছিলায়।

30/07/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Firoz Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firoz Alam:

Share

Category