Firoz Alam

Firoz Alam I’m a great believer in luck and I find the harder I work, the more I have of it.

10/10/2025

অসুস্থ একটা পৃথিবী!
কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, এই প্রতিযোগীতায় সবাই লিপ্ত!

09/10/2025

মানুষ চেনার একমাত্র মাধ্যম হলো - সময়!

06/10/2025

গ্রামীন সিম দিয়ে ফোনে কথা বলার চেয়ে অটো ভাড়া করে বাসায় গিয়ে কথা বলা বেশি সাশ্রয়ী 😊

24/09/2025

চব্বিশ নয় পঁচিশ

আজকের তারিখ।
২৪/০৯/২৫

23/09/2025

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে গেছি মানসিকভাবে।
ঢাকা মেডিকেল ও তার আশেপাশে যত ব্লাড ব্যাংক আছে তারা প্রায় সবাই এক ব্যাগ রক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে রক্তের পরিবর্তে স্যালাইন/লাল রঙ মিশ্রিত করে সেই প্যাকেট ভর্তি করে এবং সে রক্তগুলো আপনার আর আমার কাছে চড়া দামে বিক্রি করে।
ঘটনা এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার মানুষ যে রক্ত দান করেছিলেন, সেই রক্ত দিয়ে বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।
যাদের কাজ রক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারা যদি স্যালাইন আর লাল রঙ মেশানো রক্ত রোগীর শরীরে প্রবেশ করায়- সেক্ষেত্রে রোগীর অবস্থা কী হবে?
আপনি, আমি হয়তো রক্তের সন্ধান মিলেছে বলে খুশি হয়ে যাবো এই ভেবে- এবার রোগীকে বাঁচানো যাবে। বাই চান্স বাঁচাতে না পারলে কান্নাকাটি করে বলবো- হায়াত ছিল না হয়তো।
অথচ হায়াত ছিল। রোগীকে ঠিকঠাক রক্ত দেয়া গেলে তিনি ঠিকই বাঁচতে পারতেন। কিন্তু যার শরীরে রক্তের পরিবর্তে স্যালাইন বা লাল রঙ ঢুকছে- সেই রোগী কীভাবে বাঁচবে?
বাংলাদেশের প্রতিটা সেক্টরের বেশিরভাগ মানুষ টাকার জন্য আসলে এতটাই নিচে নেমে গেছে যে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পশুর অবস্থানও তাদের চেয়ে একটু উপরে। এত নিকৃষ্ট একটা জাতির ন্যূনতম কোন উন্নতির সম্ভাবনা আছে বলে আমার আর বিশ্বাস হয় না।

©সৈয়দ নাজমুস সাকিব

10/09/2025

মানুষকে সম্মান করা এবং ভালো ব্যবহার করার শিক্ষাটা সবার থাকেনা। এটা নিজের বিবেক ও পারিবারিক শিক্ষা থেকে আসে।

08/09/2025

ডাকসু ভোট হবে ব‍্যালটে, ফেসবুকে না, টেনশনের কোনো কারণ নাই।

02/09/2025

আমি আমার শত্রু চেয়ে বন্ধুকে বেশি ভয় পাই।

31/08/2025

ব্যথা, ক্ষতি, ব্যর্থতা, পরিশ্রম, আবার উঠে দাঁড়ানো – এটাই জীবন।

29/08/2025

"যদি অন্যকে দোষারোপ না করে দুঃখ প্রকাশ করতে পারো, তবে সেটাই প্রকৃত ক্ষমা।"

দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিটলার অবাক হয়ে দেখলেন যে তিনজন অফিসার তার আদেশ অমান্য করেছে। তিনি প্রতিটি অফিসারকে আলাদা একটি কা...
25/08/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিটলার অবাক হয়ে দেখলেন যে তিনজন অফিসার তার আদেশ অমান্য করেছে।
তিনি প্রতিটি অফিসারকে আলাদা একটি কারাগারে রাখলেন। প্রতিটি কারাগারে ক্লাসিক্যাল সংগীত বাজালেন, অফিসারদের শৃঙ্খলিত করলেন, এবং তাদের সামনে ধীরে ধীরে পানি পড়ছে এমন একটি পাইপ রেখে দিলেন।

তিনি তাদের বললেন, সেখানে একটি বিষাক্ত গ্যাসের লিকেজ হয়েছে, যা ছয় ঘণ্টার মধ্যে তাদের মেরে ফেলবে।

চার ঘণ্টা পর তিনি এসে দেখলেন—দুইজন অফিসার ইতিমধ্যেই মারা গেছে, আর তৃতীয়জন খিঁচুনিতে ভুগছে ও শেষ নিঃশ্বাস ফেলছে।

সবচেয়ে বড় চমক ছিল—বিষাক্ত গ্যাসের বিষয়টি ছিল "প্রতারণা ও মানসিক যুদ্ধ"। আসলে সেই গ্যাসের কথা শুনে ভয়েই তাদের মস্তিষ্ক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল।

প্রমাণিত হলো, ওই ভয় শরীরে এমন হরমোন নিঃসরণ করেছিল যা হৃদযন্ত্র ও অন্যান্য অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, এবং ধীরে ধীরে শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

ঠিক এই ঘটনাই আমাদের সাথেও প্রতিদিন ঘটে—ভয় ও মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

আল্লাহ তাআলা বলেন: "আর তোমাদের রবের সিদ্ধান্তের জন্য ধৈর্যধারণ কর; কারণ তুমি আমার চোখের সামনেই আছ, তুমি যখন জেগে ওঠ তখন তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর।" (সূরা আত-তূর: ৪৮)
অতএব, খবরের কারণে ভয় পেও না, এবং মনে রেখো—আমাদের সাথে যা ঘটবে তা কেবল সেটাই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন।
ধন্যবাদ সবাইকে 💝

22/08/2025

⚠️ যাদের ফোনে ডায়ালার চেঞ্জ হয়ে গেছে তারা
Phone By Google নামে একটা এপ্স প্লেস্টোর এ গেলে পাবেন সেটা Uninstall বাটনে চাপ দিলে আপডেট ভার্সন থেকে আগের ভার্সনে চলে যাবে। আগে Dialar যেমন দেখতেন ঠিক তেমন হয়ে যাবে। ✅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Firoz Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firoz Alam:

Share

Category