জেরিন আক্তার সুমা

জেরিন আক্তার সুমা আমার পেইজে সবাইকে স্বাগতম 🥰🥰🥰
(6)

22/09/2025

゚viralシfypシ゚viralシalシ

17/09/2025
17/09/2025
এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য ! ১. নিজের পরিকল্পনা গোপন রাখুনসবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখ...
19/08/2025

এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য !

১. নিজের পরিকল্পনা গোপন রাখুন
সবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখে হাসে, মনে পুড়ে।

২. ভ্রমণের খবর না জানিয়ে ঘুরুন
আপনার চলাফেরার উপর নজর রাখে এমন অনেকে আছে, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত।

৩. জীবনসঙ্গী বেছে নিন চুপচাপে
জানালেই হস্তক্ষেপ, হিংসা আর বিশৃঙ্খলা শুরু হয়।

৪. আয় রোজগার গোপন রাখুন
অন্যথায় মানুষ আপনাকে ব্যবহার করবে — সাহায্য নয়, সুযোগ খুঁজবে।

৫. নিজের সুখ গোপন রাখুন
সবাই আপনার হাসিমুখ দেখলেও, মন থেকে আনন্দ দেখে না — বরং নজর দেয় খারাপটা।

৬. স্বপ্ন পূরণের আগে তা প্রচার করবেন না
যতো বেশি বলবেন, তত বেশি বাধা আসবে। নীরব থেকে কাজ করলেই হবেন বিস্ময়ের মানুষ।

৭. নিজেকে নিয়ে বিশ্বাস রাখুন, শান্ত থাকুন
সবাইকে বোঝানোর দরকার নেই, সময়ই একদিন প্রমাণ দেবে আপনি কে।

৮. যে কোনো শারীরিক সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন,যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই ।

- সংগৃহীত;

, , , ., , ....

লাকসাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের স্ত্রী। ৩ জন ছেলে ও ২ জন মেয়ে সহ মোট ৫ জন সন্তান জন্ম দেন ।ম...
17/08/2025

লাকসাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের স্ত্রী। ৩ জন ছেলে ও ২ জন মেয়ে সহ মোট ৫ জন সন্তান জন্ম দেন ।
মা এবং নবজাতকরা সুস্থ আছেন!
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ।

তথ্য ও ছবি সংগ্রহ:- #দৈনিক_লালমাইর_কাগজ

হাত দুটো জোড় করে বলি শেয়ার করুন বোন    টার দিকে তাকিয়ে।সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ...
15/08/2025

হাত দুটো জোড় করে বলি শেয়ার করুন বোন টার দিকে তাকিয়ে।
সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে

শুধুমাত্র টাকার জন্য অপারেশন করাতে পারছেন না হাসপাতালের রয়েছেন
উন্নত চিকিৎসা করা কোন ভাবে সম্ভব নয়।
এখন ভ্যাইন টিইমারে মাথার পানি শ্তকুয়ে গেছে একন মাথা টা নষ্ট হয়েছে গেছে এমন এক টি রুগে অপারেশন করাতে প্রায় অনেক টাকার প্রয়োজন । সব কাছের

চিকিৎসা করাতে। কান্নায় ভেঙে পড়ছ খুবই মর্মান্তিক একটি দৃশ্য। আপনারা সবাই শেয়ার করে দিন যাতে কোন সহৃদয়বান মানুষের চোখে পড়ে। যার যার জায়গা থেকে দয়া করে কিছু সাহায্য করে যাবেন
নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করবেন

বিকাশ নম্বার প্যানাল ও নগদ নম্বর 01882966980

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অ 'স 'হা 'য় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে...
13/08/2025

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অ 'স 'হা 'য় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে বলা যায়, কাকে প্রস্তাব দেওয়া যায়।

কখনো কাস্টমার মিলছে, তখন শুরু হয় দামাদামি।
বাইরে যেখানে বেশি দাম নেয়, ট্রেনের ভেতরে সবাই চান কমে করাতে।

শেষে বিশ টাকায় ঠিক হলো দাম। লোকটার মুখে ফুটে উঠলো এক টুকরো হাসি। আনন্দে বসে পড়লেন জুতা হাতে।

যাত্রী আর হকাররা যাতায়াতের সময় অনিচ্ছায় লা /থি মে 'রে যাচ্ছেন শরীরে। তিনি যেন নিজেকে ছোট করে ফেলছেন, গুটিয়ে নিচ্ছেন শরীর।

কেউ কেউ ধ 'ম 'ক দিয়ে বলছেন, দূরে গিয়ে বসেন। ধ 'ম 'ক খেয়েও লোকটা সাহেবের দিকে তাকিয়ে হাসছেন।

আমার অদ্ভুত লাগে, ধ 'ম 'ক খেয়েও মানুষ কীভাবে হাসতে পারে! জুতা কালি শেষ করে দুই হাতে এগিয়ে দিলেন মালিকের দিকে।

মনে হলো, মালিক সন্তুষ্ট নন। বললেন, আরেকটু কালি দেন। লোকটা বিনা প্রশ্নে আরও যত্ন করে কালি করে দিলেন।

তারপর বিশ টাকার নোট হাতে নিয়ে খুশি মনে এগিয়ে গেলেন। সম্ভবত অন্য কোনো ধ 'ম 'কে 'র দিকে। আমার চোখ ভরে উঠলো। পরিবারের জন্য মানুষ কত ক /ষ্ট /ই না করে!

12/08/2025

বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য!
কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে!
আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভিশাপ লাগে!
দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে
পারে না,শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃ*ত্যু হয়!

খোকা বাড়ি আসবি কবে!দেখতে দেখতে কেটে গেলো ১২টি বছর ১৩৬ মাস,জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসে।প্রথম যখন বিদেশ আসার ...
12/08/2025

খোকা বাড়ি আসবি কবে!

দেখতে দেখতে কেটে গেলো ১২টি বছর ১৩৬ মাস,জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসে।

প্রথম যখন বিদেশ আসার নাম নেই, কত হিসাব কশেছি,হাতের আঙ্গুল দিয়ে,আর বলতাম মা তোমাদের সকল কষ্ট আমি দূর করে দিবো!

বিমানের ছোট্ট জানালা দিয়ে মা কে আরেকবার দেখার চেষ্টা করতাম,আরেকটু উপরে উঠলে নিজেদের বাড়িটা ও খুঁজার চেষ্টা করতাম।

প্রথম যখন বিমানবন্দরে এসে নামি, কাউকেই চিনি না ভাষা বুঝি না, অপেক্ষায় ছিলাম ৬ ঘন্টা যে ছেলেটা বাড়িতে থাকতে সময়ের কাজ সময়ে করতো, সে দীর্ঘ ১৪ ঘন্টা না খেয়ে অপেক্ষা করছে তার কোম্পানি থেকে
থেকে এসে থাকে নিয়ে যাবে বলে!

সেদিন আমাকে বুঝিয়ে ছিলো ক্ষুধার কষ্টটা কি,একটা সময় কেঁদেই দিয়েছিলাম ক্ষুধার জ্বালায়।পরে একজন ভাই তার ব্যাগ থেকে কয়েক পিস বিস্কেট দেয় তা খেয়ে কিছুটা ক্ষুধা নিভানোর চেষ্টা করলাম।

অবশেষে কোম্পানি থেকে লোক আসলো এসে একে একে সবার নাম ডাকলো,আমার নাম ও আসলো সবার শেষে।একটা ছোট্ট গাড়িতে ১৫ জন লোক বসলাম।
যেখানে বসার আসন ছিলো ৮ জনের,একজন আরেক জনের উপর নিচ হয়ে বসলাম।
ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই বসে।

রাত তখন ১১.৩০ আমাদের কে একটা বাড়ি সামনে নামানো হয়,বলে সিঁড়ি বেয়ে ৭ তালায় উঠতে হবে,দুই হাতে লাগেজ, শরীর ক্লান্ত তবুও মনের জোরে উঠলাম।
ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই উপরে উঠে

আমাদের ১৫ জনকে একই রুমে রাখা হলো,যেখানে হয়তো কষ্ট করে হলেও ৭/৮ জন ঘুমানো যেত সেখানে ১৫ জন।
তারপর ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই ঘুমায়।

অবশেষো কোম্পানি আমাদের জন্য রাতে কিন্তু খাবার কিনলো, কিন্তু আমরা কেউ সেই খাবার খেতে পারিনি,উল্টো পেটে যা ও ছিলো তা ও বেরিয়ে এসেছে বুমি করে!
ক্ষুধার জ্বালা নিয়ে জালানা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দুচোখ দিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আর বললাম মাগো তোমার দোয়ায় ভালো আছি মা।

এদিকে পরিবার আমার একটা ফোনের অপেক্ষায় ঘুমাতে পারে নি সারারাত, এদিকে তাদের কিভাবে বুঝাবো কান্নায় আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত।

পরের দিন মেডিকেল করতে নিয়ে গেলো সবাইকে, সকালে ২ পিস শক্ত পরটা দেওয়া হলো সাথে মিস্টি বাজি।তা পেয়েও মনে হলো আকাশের চাঁদ পেয়েছি সবাই।মেডিকেল করার সময় একজন দেশি ভাইকে দেখতে পেলাম, তিনি ফোনে কথা বলছিলেন, আমি তার পাশে বসে রইলাম।তার ফোন শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন কিছু বলবেন?

আমি চাতক পাখির মত অশ্রুশিক্ত চোখে তাকে বলি ভাই আজ ২ দিন হলো মার লগে কথা বলি

একটি হারানো বিজ্ঞপ্তি 🔴গত এক বছর আগে দুপুর ১:১৫ মিনিটে  বাসায় রাগ করে কোথায় জেনো চলে গেছে। এখনো বাসায় আসেনি। বয়স আনুমানি...
12/08/2025

একটি হারানো বিজ্ঞপ্তি 🔴
গত এক বছর আগে দুপুর ১:১৫ মিনিটে বাসায় রাগ করে কোথায় জেনো চলে গেছে। এখনো বাসায় আসেনি।
বয়স আনুমানিক ৭৭
পরনে ছিলো সাদা শাড়ি
মাথায় একটু সমস্যা আছে উল্টা পাল্টা কথা বলে।
কেউ যদি দেখে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন...
জিরো ওয়ান পাক পাক নাইন জিরো সেভেন আপ।🤣😳

মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো কে বা কারা ধ' র্ষ 'ণ করে হাত পা বেঁ'ধে রাস্তার পাশে ফেলে যায় পরিচয় পাওয়া যাচ্ছে না। নারায়ণ...
10/08/2025

মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো কে বা কারা ধ' র্ষ 'ণ করে হাত পা বেঁ'ধে রাস্তার পাশে ফেলে যায় পরিচয় পাওয়া যাচ্ছে না। নারায়ণগঞ্জ বেসিক হাসপাতালে আছে

Address

Cumilla
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জেরিন আক্তার সুমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share