দৈনিক আল ইহসান

দৈনিক আল ইহসান আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদায় আক্বীদাভূক্ত একটি দ্বীনি মারকায।

মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদায় প্রতিষ্ঠিত ইসলামী শরীয়ত সম্মত একমাত্র আন্তর্জাতিক দৈনিক পত্রিকা ।

হক্ব ও বাতিলের পার্থক্যকারী একমাত্র দৈনিক যা নিয়মিত পাঠের মাধ্যমে একজন মুসলমান তার আত্মসম্মান ও নিজস্ব স্বকীয়তা অনুধাবন করতে সক্ষম হবেই।

২৪ ঘন্টা সাম্প্রতিক খবরাখবর পেতে সর্বক্ষণ চোখ রাখুন আমাদের সাইটে। লাইক দিয়ে সঙ্গে থাকুন।

26/11/2024

ওহে মুসলমান! হে মুসলমানের সন্তান!
তোমার অন্তর কি একবারো নাড়া দেয় না?
তোমার হৃদয় কি কেপে উঠে না?
তোমার মনুষত্ব্য কি জাগ্রত হয় না?

কোথায় কিভাবে কাটে উনার শিশুকাল❓সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার শিশুকাল কোথায় কাটে?বাংলাদেশের রাজধানী...
13/03/2024

কোথায় কিভাবে কাটে উনার শিশুকাল❓

সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার শিশুকাল কোথায় কাটে?

বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ছাহাবী রঙ্গের মারকাজ রাজারবাগ শরীফে বিলাদত শরীফ গ্রহণ করে রাজারবাগ শরীফেই উনার অবস্থান।

তবে বিষয়টি অন্যান্যদের মত নয়।

মুজাদ্দিদ পিতাজান আর উম্মুল উমাম আম্মাজান উনাদের একান্ত পৃষ্ঠপোষকতায় তিনি লালিত পালিত। বিলাদত শরীফ গ্রহণ হতে অদ্যবধি সুন্নতে নববীতে চলছে উনার প্রতিটি ক্ষণ।

হারাম, নাজায়েজ, বিদয়াত, বেশরা এমনকি দৃষ্টিকটু কাজ হতেও তিনি সংরক্ষিত।

তা'যীন, তাহনীক, আক্বীক্বাহ হতে শুরু করে সবই সুন্নতী নিয়ম মাফিক সম্পাদিত হয়।

রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ ঘেসে উনার হুজরা শরীফ। হাটা-চলা শুরু করার পর হতে জুমুয়া ও ঈদে প্রায়ই মহান পিতাজান উনার সাথে মসজিদে গমন করতেন।

সাধারণ শিশুরা যখন খেল তামাশায় মশগুল হতে চায়, তখন তিনি কুরআন শরীফের সবক নেন। অযথা সময় ক্ষেপন না করে করতেন জিহাদের অনুশীলন। তিলাওয়াত মশক, দৌড় প্রতিযোগিতা, নিশানা ঠিককরণ, দ্রুত হস্ত লিখন এগুলো উনার দৈনিক কাজ। আর সুন্নতী তারতীবে খাদিমদের পাগড়ী বেঁধে দেয়া ও দ্রুত পাগড়ী বাঁধার প্রতিযোগিতা উনার অত্যাধিক পছন্দ।

পবিত্র ৯ই রমাদ্বান শরীফ রাত ৯টায় লাইলাতুল ইছনাইনিল আযীম শরীফ উনার বিলাদত শরীফ। সাইয়্যিদী নসবে আগমনকারী এ মহান মেহমান সাইয়্যিদী শানে সর্বদা প্রস্ফুটিত হতেন।

শৈশবকালেই মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় যাতায়াত করে এ মাদরাসাকে ধন্য করেন। মুবারক পদচারণায় উত্তরোত্তর বৃদ্ধি হয় এ মাদরাসার মান।

কবুতর আর খোরগোশ পালন ছিল উনার প্রশান্তির কারণ। উনার জন্য সংরক্ষিত এলাকায় খাদিমদের নিয়ে দল বেঁধে সাইকেল চালিয়ে পরিবেশ করতেন মুখরিত।

শিশু বয়সেই মহান পিতাজান আর উম্মুল উমাম আম্মাজান উনাদের সাথে দ্বীনি সফরে তিনি যে দেশের অধিকাংশ জেলায় গমন করেছেন, তা বলাই বাহুল্য। যা দীর্ঘ আলোচনার অবকাশ রাখে।

তবে হ্যাঁ, পরিচ্ছন্ন ও গুছানো ভাব আর লাজুকতা উনার আভিজাত্যকে বারবার প্রকাশ করতো।

এ কথা দিবালোকের চেয়েও সুস্পষ্ট যে, কেউ কখনোই উনার শিশু সুলভ আচরণ দেখেনি।

চলবে.........🌹

(ছবি: সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পাগড়ী মুবারক।)


13/03/2024

ঈদ ঈদ আয়োজনে আরো একটি ঘোষণা - 📢

মাওলা মালিক শাহজাদা ক্বিবলা উনার বিলাদতী ঈদের খুশিকে সুদূর বহুদূর ছড়িয়ে দিতে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক ঘোষিত হচ্ছে-
🌹 "শাহজাদা সপ্তাহ ১৪৪৫ হিজরী" 🌹

পবিত্র ৩রা রমাদ্বান শরীফ হতে পবিত্র ৯ই রমাদ্বান শরীফ পর্যন্ত ঘোষিত এ সপ্তাহব্যাপী চলবে ঈদ পালনের মহাসমারোহ।

চোখ রাখুন, এগিয়ে আসুন, নৈকট্য লাভের মহান সুযোগ লুফে নিন.................💝

🔴 নিম্নে ৭দিনের ফাল-ইয়াফরাহু কর্মসূচি তুলে ধরা হলো। ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

১) পবিত্র ৩রা রমাদ্বান শরীফ (খমীস) : ব্যানার ফেস্টুন স্থাপন ও আলোচনা মজলিশ। স্থান - দরবার শরীফ। সময় - বিকাল ৩টা।

২) পবিত্র ৪ঠা রমাদ্বান শরীফ (জুমুয়া) : ৯ মিনিটে পবিত্র কুরআন শরীফ খতম। স্থান - দরবার শরীফ। সময় - বা'দ আছর।

৩) পবিত্র ৫ই রমাদ্বান শরীফ (সাবত) : প্রশ্নোত্তর প্রতিযোগিতা। স্থান - অনলাইন। সময় - বিকাল ৩টা।

৪) পবিত্র ৬ই রমাদ্বান শরীফ (আহাদ) : ভার্চুয়াল সামা শরীফ মাহফিল। স্থান - অনলাইন। সময় - রাত ১টা।

৫) পবিত্র ৭ই রমাদ্বান শরীফ (ইছনাইন শরীফ) : ৯৯ জন মিলে পবিত্র মীলাদ শরীফ পাঠ। স্থান - দরবার শরীফ। সময় - বা'দ যুহর।

৬) পবিত্র ৮ই রমাদ্বান শরীফ (ছুলাছা) : লাইভ অংকন প্রতিযোগিতা। স্থান - দরবার শরীফ। সময় - বিকাল ৩টা।

৭) পবিত্র ৯ই রমাদ্বান শরীফ (আরবিয়া শরীফ) : মুবারক দিদার লাভ। স্থান - দরবার শরীফ। সময় - বা'দ ছোহবত মুবারক।

আয়োজনে: ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত


তিনি কেমন❓সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কেমন?তিনি সবদিক হতে মানানসই।উনাকে দেখলে শামায়েলে তিরমিযীতে...
12/03/2024

তিনি কেমন❓

সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কেমন?

তিনি সবদিক হতে মানানসই।

উনাকে দেখলে শামায়েলে তিরমিযীতে বর্ণিত আখেরী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুলিয়া বা অবয়ব মুবারক চিত্রিত হয়।

স্বাভাবিক উচ্চতায় উনার শরীর মুবারক মহান আল্লাহ পাক উনার বিশেষ সৃষ্টি।

উনার জিসিম মুবারক অতীব নূরানী অত্যাধিক উজ্জ্বল গন্দম রঙ্গের। উনার চুল মুবারক কোকড়ানো নয় আবার পুরো সোজাও নয়।

কুচকুচে কালো উনার চাপ দাড়ি মুবারক, উনার হাসোজ্জল চেহারা মুবারক, টোলপড়া উনার গাল মুবারক, উনার গাড়ো কালো চক্ষু মুবারক, উনার দীর্ঘ নাসিকা মুবারক, উনার কর্ণ মুবারক সবই সাক্ষাতে ধন্য প্রত্যেককে বিমোহিত করে।

অতীব কোমল উনার হাত মুবারক ও পা মুবারক কদমবুছীকারীকে আবেগে আপ্লুত করে।

উনার গাম্ভীর্যতা ইমামুছ ছানী হযরত হাসান আলাইহিস সালাম উনার স্মরণ করিয়ে দেয়।

উনার দৃঢ়চিত্ততায় ইমামুছ ছালিছ হযরত হুসাইন আলাইহিস সালাম উনার জালালিয়ত ফুটে উঠে।

মূলত, সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কেমন তা এক কথায় বলতে হলে তিনি আখেরী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ নকশা মুবারক। উনার মেছাল তিনি নিজেই।

চলবে....🌹


পবিত্র মাহে রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরীর সাহরী ও ইফতারের সময়সূচী...........
12/03/2024

পবিত্র মাহে রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরীর সাহরী ও ইফতারের সময়সূচী...........

তিনি কে❓সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কে?সারা বিশ্বে মশহূর ঢাকা রাজারবাগ দরবার  শরীফের মহান মুরশিদ...
12/03/2024

তিনি কে❓
সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কে?
সারা বিশ্বে মশহূর ঢাকা রাজারবাগ দরবার শরীফের মহান মুরশিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং ঢাকা রাজারবাগ দরবার শরীফের মহান আম্মাজী সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছাহেবযাদা একমাত্র ছেলে সন্তান হলেন সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি।
তিনি পিতৃ-মাতৃ উভয়কুলে আখেরী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ বা বংশধর।
তিনি মুফাসসিরে কুরআন, তিনি হাকিমে হাদীছ, তিনি সর্বোচ্চ মাক্বামের ফক্বীহ, তিনি জাহিরী-বাতিনী সর্বপ্রকার ইলমে অভিজ্ঞ।
চলবে....🌹

25/11/2023
03/09/2023

Address

5 Outer Circular Road, Rajarbag
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আল ইহসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আল ইহসান:

Share

Category