Munawara Mehreen Maya.

Munawara Mehreen Maya. ~ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট•!💖🤍

16/10/2025

✨ ইস্তিগফারের শক্তি ✨🌹 আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই, কীভাবে ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা) এক বোনের ...
16/10/2025

✨ ইস্তিগফারের শক্তি ✨

🌹 আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই, কীভাবে ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা) এক বোনের জীবনে পরিবর্তন এনেছিল।

❤️‍🩹 তিনি বহু বছর ধরে জাদু এবং অজানা বাঁধার কষ্টে ভুগছিলেন। এক রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন—সূরা আল-বাকারাহ তাঁর সামনে উপস্থিত হলো এক মহিলার রূপে, যিনি কালো আবায়া ও হিজাব পরিহিতা। তাঁর পাশে দেয়ালে লেখা ছিল ❝শান্তি❞ এবং চেয়ারে লেখা ছিল ❝স্বস্তি❞। তিনি বুঝলেন, এটি আল্লাহর পক্ষ থেকে বার্তা, সূরা আল-বাকারার সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকার জন্য।

🍂 কিন্তু যখন তিনি তা ধারাবাহিকভাবে করতে পারছিলেন না, তখন শুরু করলেন এক নতুন যাত্রা—প্রতি রাতে ১,০০০ বার ইস্তিগফার...🌼

💝 শীঘ্রই তিনি বরকতময় স্বপ্ন দেখতে শুরু করলেন—এরই মধ্যে একবার স্বপ্নে এক ব্যক্তি তাঁকে বললেন: ❝আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন।❞

🌺 এরপর থেকে তাঁর ইবাদতের দরজা খুলে গেল, তিনি প্রতি ৩ দিনে একবার পুরো কুরআন শেষ করতে সক্ষম হলেন। এর পর তিনি নবী করীম ﷺ-কে স্বপ্নে দেখলেন—একবার নয়, বরং ১৪ বার!
সুবহানাআল্লাহ...💚

🌿 তিনি বললেন, তিনি নিম্নলিখিত দরুদটি পাঠ করছিলেন—

❝আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❞

🌷 তিনি এটিকে প্রতিদিনের অভ্যাস বানালেন এই নিয়তে যে, তিনি নবী ﷺ-কে স্বপ্নে দেখতে চান, আর আল্লাহ তাঁর এই ইচ্ছাকে কবুল করলেন।

🌻 ইস্তিগফার ও সূরা আল-বাকারাহ চালিয়ে যেতে যেতে তিনি শারীরিকভাবেও আরোগ্য লাভ করতে লাগলেন, তাঁর দেহ থেকে জাদুর প্রভাব সরে যেতে থাকল। বহু বছরের কষ্টের পর তাঁর জীবন সম্পূর্ণ বদলে গেল। জীবনে নতুন অধ্যায় শুরু হলো— তিনি একটি ছোট ব্যবসা শুরু করলেন, আর আল্লাহর বরকতে তা ক্রমেই বড় হতে লাগলো, সাফল্য লাভ করলো...🌸

✅ তাঁর গোপন রহস্য হচ্ছে—

◾ ইস্তিগফার
◾ কুরআন
◾ রাসূল ﷺ-এর ওপর দরুদ
◾ধৈর্য ও নেক নিয়ত

🌹 এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই—

➡️ ইস্তিগফার আল্লাহর রহমতের দরজা খোলে।
➡️ কুরআন হলো শিফা অর্থাৎ আরোগ্যের উৎস।
➡️ দরুদ আমাদেরকে রাসূল ﷺ-র কাছে নিয়ে যায়।
➡️ ধৈর্য ও নেক নিয়ত সফলতার চাবিকাঠি।

🌷 তাই কখনো ইস্তিগফার থামিও না—এটি হতে পারে তোমার শিফা (আরোগ্য), রিজিক, বিবাহ এবং হৃদয়ের প্রশান্তির চাবিকাঠি.....💖

✍🏻

©

ভোরের বাতাসে শুনি রবের জিকির।হজরত ফাতেমা (রা.) নবীজির মেয়ে। তিনি বলেন, আমি সকালবেলার অলস ঘুমে ছিলাম। হজরত রাসূল (সা.) আম...
16/10/2025

ভোরের বাতাসে শুনি রবের জিকির।

হজরত ফাতেমা (রা.) নবীজির মেয়ে। তিনি বলেন, আমি সকালবেলার অলস ঘুমে ছিলাম। হজরত রাসূল (সা.) আমার ঘরে এলেন। আমাকে নাড়া দিলেন। ডেকে বললেন, মা ওঠো! তোমার রবের রিজিক গ্রহণ করো। অলসদের (সকালের ঘুমে কাতর) দলভুক্ত হয়ো না। কেননা আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের রিজিক বণ্টন করে থাকেন। (আত-তারগিব: ২৬১৬)।

সকালের নরম আলোতে ঘুম সত্যিই ভালো লাগে। আরামও বটে। শহুরে মানুষের জীবনের প্রধান অনুষঙ্গ সকালের ঘুম। রাত-বিরাতে দেরি করে ঘুমানোই এর কারণ।

তবে রাতে দেরি করে ঘুমানোটা খুব যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না। কর্মস্থল থেকে দেরি করে ফেরার একটি অজুহাত আছে। তাছাড়া রাতে দীর্ঘ সময় টেলিভিশনের চ্যানেলে ঘোরাঘুরি! সময় খেকো সোশ্যাল মিডিয়ায় অলস টাইমপাস কিংবা বাজে আড্ডা ছাড়া মুখ্য কোনো কারণ নেই।

হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মতালিকায় এশার নামাজের পর কোনো কাজ রাখতেন না। খেয়ে নিতেন এশার নামাজের আগেই। শুভ্রতা ছড়ানো ভোর কিংবা বরকতময় সকাল উপভোগ করতে নবীজি আগেভাগেই ঘুমিয়ে যেতেন। উম্মতের প্রতিটি সকাল বরকতময় করার জন্য দোয়া করেছেন নবীজি।

হজরত সাখার আল-গামেদি (রা.) সূত্রে বর্ণিত, রাসূল (সা.) এ দোয়া করেছেন, হে আল্লাহ! আমার উম্মতের (কাজকর্মে) ভোরকে বরকতময় করুন। নবীজি বড় কিংবা ক্ষুদ্র কোনো যোদ্ধাদল কোথাও পাঠালে ভোরেই পাঠাতেন। (এ হাদিসের বর্ণনাকারী) হজরত সাখার (রা.) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ী কাফেলাকেও কোথাও পাঠালে ভোরে পাঠাতেন। ফলে তিনি ধনী ও প্রভূত সম্পদের অধিকারী হন। (তিরমিজি শরিফ : ১২১২) নবীজি আরও বলেছেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো। কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। (মাজমাউজ জাওয়ায়েদ : ৬২২০)।

সকালের অলস ঘুম কেড়ে নিচ্ছে জীবনের বরকত। ঘুমের আড়ালেই বরকত কমে যাচ্ছে আয়-রোজগার ব্যবসার! ফজরের আজানের সুরে ভেসে বেড়ায় প্রভুর প্রেমবন্ধন গাছ-মাছের জিকিরে কাজে ভোরের বাতাসে! সকালের বাতাসে ছড়িয়ে আছে সুস্থতা। মন-মগজ ও আত্মা শীতল করার মন্ত্র। ভোরের শ্বাস-নিঃশ্বাসে সজীব হয়ে ওঠে মন-মেজাজ। কর্মসচল হয় মানবদেহ।

আমাদের প্রভুর কাছে ভোরের সময়টা বেশ পছন্দের। তিনি শপথ নিয়েছেন এ ভোরে। কোরআন বলছে- শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়। নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদগুলোর অন্যতম।
(সূরা মুদ্দাসিসর : ৩৩-৩৫)।

একটু পিছন ফিরে তাকালেই দেখি , আমাদের ভীষণভাবে ক্ষতি করে যাওয়া মানুষ গুলো কেউ ভালো নেই।না না অভিশাপ নয়, সবই নিয়তির পরিহা...
15/10/2025

একটু পিছন ফিরে তাকালেই দেখি ,
আমাদের ভীষণভাবে ক্ষতি করে যাওয়া মানুষ গুলো কেউ ভালো নেই।
না না অভিশাপ নয়, সবই নিয়তির পরিহাস।-

“বিশ্বাস করো, তোমার স্ত্রী যখন বিছানা গুছিয়ে দেয়, শয়তান তখন বিছানায় আসে। সে এসে বিছানায় লাঠি, পাথরের মতো আজেবাজে জিনিস ছ...
15/10/2025

“বিশ্বাস করো, তোমার স্ত্রী যখন বিছানা গুছিয়ে দেয়, শয়তান তখন বিছানায় আসে। সে এসে বিছানায় লাঠি, পাথরের মতো আজেবাজে জিনিস ছুড়ে মারে; যাতে স্বামী স্ত্রীর ওপর গোস্বা হয়। কাজেই কেউ যদি এটা বুঝতে পারো, তাহলে স্ত্রীর ওপর রাগ করো না। কারণ, এটা শয়তানের কাজ।”

— আবূ উমামাহ (রদ্বি.)
(আল-আদাবুল মুফরাদ, ১১৯১; হাদীসের মান: হাসান, শাইখ আলবানি, ১: ৪৬৩)

15/10/2025

৭০টি বি/পদ থেকে হেফাজত থাকবেন!

ভেতরে ভেতরে ক্লান্ত।কিন্তু আমি ফিসফিসিয়ে বলতে থাকি:“ইন্নাল্লাহা মা’আস-সাবিরীন।  নিশ্চয়ই সবরকারীর সাথে আল্লাহ রয়েছে"❤️‍...
15/10/2025

ভেতরে ভেতরে ক্লান্ত।
কিন্তু আমি ফিসফিসিয়ে বলতে থাকি:
“ইন্নাল্লাহা মা’আস-সাবিরীন। নিশ্চয়ই সবরকারীর সাথে আল্লাহ রয়েছে"❤️‍

আল কুরআন (২:১৫৩)

15/10/2025

প্রত্যেক রাতে দোয়াটি বেশি বেশি পড়বেন!

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munawara Mehreen Maya. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share