16/06/2025
গুগল সার্চে এআই-ভিত্তিক নতুন ফিচার ‘অডিও ওভারভিউ’
গুগল তাদের সার্চ সেবায় ‘অডিও ওভারভিউ’ নামে একটি নতুন সুবিধা যুক্ত করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। এই ফিচারের মাধ্যমে সার্চ রেজাল্টের গুরুত্বপূর্ণ সারাংশ এখন অডিও আকারে শোনা যাবে। ফলে কাজের ফাঁকে বা চলার পথে চোখ না রেখে কানে শুনেই প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া সম্ভব হবে।
বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, এআই অডিও ওভারভিউ ৩০ থেকে ৪৫ সেকেন্ডের সংক্ষিপ্ত অডিও ক্লিপ তৈরি করবে, যা একটি পডকাস্টের মতো শোনাবে। অডিওর পাশাপাশি, আগের মতোই স্ক্রিনে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা চাইলে বিস্তারিত তথ্য পড়তেও পারেন।
গুগল জানিয়েছে, এই অডিও ক্লিপগুলো উপস্থাপন করবেন একটি এআই-চালিত ভার্চ্যুয়াল উপস্থাপক, যার কণ্ঠ ও কথোপকথনের ভঙ্গি মানুষের মতো। এতে করে ব্যবহারকারীরা সহজেই সারাংশটি বুঝতে পারবেন।
অডিও প্লেয়ারের ইন্টারফেসও রাখা হয়েছে সহজ ও ব্যবহারবান্ধব। এতে প্লে-পজ বাটনের পাশাপাশি রয়েছে শব্দ নিয়ন্ত্রণ, দ্রুত মিউট এবং অডিও গতি কমানো বা বাড়ানোর অপশন।
গুগল আশা করছে, নতুন এই ফিচার সার্চ ব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও সময়সাশ্রয়ী করে তুলবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস