02/06/2025
যে মেয়ে স্বামীর প্রতি যত কম এডিকটেড,সে হয়তো তত বেশি সুখী!
যত কম এটাচমেন্ট, তত কম মিস করা,তার জন্য মন কম আনচান করা,বাড়িতে সে দেরিতে আসলেও মন উদাস হবে না।মানসিক ভাবে ভালো থাকতে চাইলে হয়তো স্বামীর প্রতি টান কমাতে হবে, তার অনুপস্থিতিতেও ভালো থাকার অভ্যাস গড়তে হবে।
কোন মেয়ের সাথে হেসে কথা বললো,কোন মেয়ের আইডি সার্চ করলো,কার সাথে ইনবক্সে সময় কাটে সেসবে হৃদয়ে আর ব্যথা অনুভব হবে না।যারা এমন তারাই বোধহয় ভালো থাকে।আর স্বামীকে ছাড়া যাদের সময় কাটে না,সারাক্ষণ মিস করে,অপেক্ষায় থাকে,অন্য নারীর ছায়াও সহ্য করতে পারে না তারাই বেশি কষ্ট পায়।
মানসিক স্বস্তি পেতে হয়তো স্বার্থপর হয়ে যাওয়াই ভালো।তখন হয়তো আবার তারা অজুহাত দিবে,বউ কেয়ার করে না!💔