Islamic Philosophy of Life

Islamic Philosophy of Life S.ALAM

21/07/2025
21/07/2025
21/07/2025

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আগামীকাল দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় .....

21/07/2025

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ .....

21/07/2025

বিমান দু/র্ঘট/নাই এখনো পর্যন্ত
নিহত-১৮
আহত- ১৬৪

وَرَوَاهُ أَبُو هُرَيْرَة مَعَ اخْتِلَافٍ وَفِيهِ: وَإِذَا رَأَيْتَ الْحُفَاةَ الْعُرَاةَ الصُّمَّ الْبُكْمَ مُلُوكَ الْ...
21/07/2025

وَرَوَاهُ أَبُو هُرَيْرَة مَعَ اخْتِلَافٍ وَفِيهِ: وَإِذَا رَأَيْتَ الْحُفَاةَ الْعُرَاةَ الصُّمَّ الْبُكْمَ مُلُوكَ الْأَرْضِ فِي خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ. ثُمَّ قَرَأَ: (إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ) الْاٰيَة (مُتَّفق عَلَيْهِ)
আবু হুরায়রা (রাঃ) থেকে সামান্য শাব্দিক পার্থক্যসহ হাদিসটি বর্ণিত হয়েছে। তাতে আছে: "যখন তুমি দেখবে যে, পদব্রজী, বস্ত্রহীন, বধির, বোবারা পৃথিবীর রাজা হয়ে গেছে; এগুলি পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত, যা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না।" অতঃপর তিনি পাঠ করলেন: "নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে, এবং তিনিই বৃষ্টি বর্ষণ করেন..." (আয়াতটি)। (মুত্তাফাকুন আলাইহি)

20/07/2025
20/07/2025

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعْرِ لَا يُرٰى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأسند رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الْإِسْلَامِ قَالَ:الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا. قَالَ: صَدَقْتَ. فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ. قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الْإِيمَانِ. قَالَ: «أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ» . قَالَ صَدَقْتَ. قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الْإِحْسَانِ. قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ» . قَالَ: فَأَخْبِرْنِي عَنِ السَّاعَةِ. قَالَ: «مَا الْمَسْؤُوْلُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ» . قَالَ: فَأَخْبِرْنِي عَنْ أَمَارَاتِهَا. قَالَ: «أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ» . قَالَ: ثُمَّ انْطَلَقَ فَلَبِثْتُ مَلِيًّا ثُمَّ قَالَ لِي: «يَا عُمَرُ أَتَدْرِي مَنِ السَّائِلُ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «فَإِنَّهُ جِبْرَئِيْلُ أَتَاكُم يُعَلِّمُكُمْ دِيْنَكُمْ» . رَوَاهُ مُسلم
জিবরাইল (আ.)-এর হাদিস: ইসলাম, ঈমান ও ইহসান
উমার ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:
একদিন আমরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসে ছিলাম, এমন সময় আমাদের সামনে একজন লোক এলেন। তার কাপড় ছিল ধবধবে সাদা এবং চুল ছিল কুচকুচে কালো। তার ওপর ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনতও না। তিনি এসে নবী (সা.)-এর কাছে বসলেন। নিজের দুই হাঁটু নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন এবং নিজের দুই হাত নিজের উরুর ওপর রাখলেন। এরপর বললেন:
"হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে জানান।"
রাসুলুল্লাহ (সা.) বললেন: "ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের সাওম (রোজা) পালন করা এবং বাইতুল্লাহর (কা'বার) হজ্ব করা, যদি তোমার সেখানে যাওয়ার সামর্থ্য থাকে।"
লোকটি বললেন: "আপনি সত্য বলেছেন।"
আমরা তার প্রতি আশ্চর্য হলাম যে, তিনি প্রশ্ন করছেন এবং নিজেই তার সত্যায়ন করছেন।
এরপর লোকটি বললেন: "তাহলে আমাকে ঈমান সম্পর্কে জানান।"
রাসুলুল্লাহ (সা.) বললেন: "ঈমান হলো আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসুলগণের প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর তাকদীরের (ভাগ্যের) ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।"
লোকটি বললেন: "আপনি সত্য বলেছেন।"
এরপর লোকটি বললেন: "তাহলে আমাকে ইহসান সম্পর্কে জানান।"
রাসুলুল্লাহ (সা.) বললেন: "ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তাহলে (এটা নিশ্চিত জেনো যে) তিনি তোমাকে দেখছেন।"
লোকটি বললেন: "তাহলে আমাকে কিয়ামত সম্পর্কে জানান।"
রাসুলুল্লাহ (সা.) বললেন: "এ বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না।"
লোকটি বললেন: "তাহলে আমাকে তার (কিয়ামতের) নিদর্শনসমূহ সম্পর্কে জানান।"
রাসুলুল্লাহ (সা.) বললেন: "তার নিদর্শনগুলো হলো এই যে, দাসী তার মনিবকে জন্ম দেবে এবং তুমি দেখতে পাবে যে, নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকরা উঁচু উঁচু দালানকোঠা নির্মাণে প্রতিযোগিতা করছে।"
উমার (রা.) বলেন: এরপর লোকটি চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানে রইলাম। তারপর রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন: "হে উমার, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিল?"
আমি বললাম: "আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।"
তিনি বললেন: "তিনি ছিলেন জিবরাইল (আ.)। তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য এসেছিলেন।"
(সহীহ মুসলিম)

عَنْ عُمَرَ ابْنِ الْخَطَّابِ رَضِيَ اللّٰهُ  عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّی اللّٰہُ عَلَيْهِ وَسَلَّمَ  : «إِ...
20/07/2025

عَنْ عُمَرَ ابْنِ الْخَطَّابِ رَضِيَ اللّٰهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّی اللّٰہُ عَلَيْهِ وَسَلَّمَ : «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَ إِنَّمَا لِإِمْرِئٍ مَا نَوٰى فَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلَی اللهِ وَ رَسُولِهٖ فَهِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُولِهٖ وَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلٰى دُنْيَا يُصِيْبُهَا أَوْإِمْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهِجْرَتُهٗ إِلٰى مَا هَاجَرَ إِلَيْهِ» (مُتَّفَقٌ عَلَيْهِ)
সহীহ বুখারী ও মুসলিম শরীফের প্রথম হাদিসের অনুবাদ
উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: "সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে, সে তাই পায়। সুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই। আর যার হিজরত দুনিয়া হাসিল করার জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত সেদিকেই যার জন্য সে হিজরত করেছে।"

19/10/2024

*স্কাইলার্ক*

🔰 ৪০% কম খরচে চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে জমির শেয়ার স্বল্প মূল্যে ক্রয় করে স্বল্প খরচে তৈরি করুন নিজের ফ্ল্যাট।

🔰 *প্রজেক্টের অবস্থানঃ*
✅ এক্সেস রোডের একদম সন্নিকটে মনোরম পরিবেশে অবস্থিত *এহসান সিটি আবাসিকে*।

বিকল্প যাতায়াতঃ রাহাত্তারপুল ফুলকলি ফ্যাক্টরি পাশে *শাহ আমানত হাউজিং সংলগ্ন,*

✅ *প্রজেক্টের বিবরণঃ*
★ জমির পরিমানঃ ৪.৮০ কাঠা।
★ ভবন সংখ্যাঃ ০১ টি
★ প্রতি ফ্লোরে ফ্ল্যাট সংখ্যাঃ ০২ টি
★ফ্ল্যাট লটারির মাধ্যমে বন্টন করা হবে।

★ *ফ্ল্যাট সাইজ*
গ্রসঃ ১৭০০ বর্গ ফুট (+/-),
নেটঃ ১৪০০ বর্গ ফুট (+/-)

★ *প্রতি ফ্ল্যাটে থাকবেঃ* বেডরুম-৪ টি,
বাথরুম-৪ টি,
বারান্দা-৩ টি,
কিচেন -১ টি,
ড্রইং-১ টি,
ডাইনিং-১ টি।

★ *পার্কিংঃ* যারা পার্কিং নিবে তারা পার্কিং এর জন্য আলাদা পেমেন্ট দিবে এবং লটারির ভিত্তিতে পার্কিং বরাদ্দ দেওয়া হবে।

★ *জমির শেয়ার মূল্যঃ* ১৮ লক্ষ টাকা।

★ *বুকিং মানিঃ* ৫ লক্ষ টাকা, অবশিষ্ট টাকা জমি রেজিস্ট্রেশনের ১০ দিন পূর্বে পরিশোধ করতে হবে।

বিঃদ্রঃ আগামী ১ মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
গাজী মোঃ জামাল উদ্দিন
মোবাইল ০১৮২০২৭৭৬১৯
WhatsApp

--ধন্যবাদ--

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Philosophy of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category