
24/08/2024
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে আকিজ পরিবারের ত্রাণসামগ্রী প্রদান
回 আদ-দীন হাসপাতলের পক্ষ থেকে ১৬ হাজার বনরুটি দেওয়া হয়েছে।
回 আকিজ বেকার্সের পক্ষ থেকে ৩৭৮০ পিস বনরুটি এবং ১ হাজার ৫০০ পিস পাউন্ড কেক দেওয়া হয়েছে।
回 আকিজ বেভারেজের পক্ষ থেকে ৭ হাজার ২০০ বোতল পানি (২২৫০ এমএল), ৭ হাজার ২০০ প্যাকেট গুড়াদুধ (৫০ গ্রাম), ৫ হাজার ৫৬০ প্যাকেট মুড়ি (৫০০ গ্রাম) প্রদান করা হয়েছে।
এগুলো ইতোমধ্যে ফেনীতে দুর্গত এলাকায় পৌঁছে গেছে।