Astrologer Selim Chishti

Astrologer Selim Chishti I Am A Best Astrologer, Plamist And Gemologist In Bangladesh

26/12/2023
26/12/2023
26/12/2023
09/12/2023

হীরা(Diamond).....

হীরের প্রতি মানুষের আকর্ষণে সেই প্রাচীনকাল থেকেই। সংস্কৃত ভাষায় এই রত্নকে বজ্রমণি বা ইন্দ্রমণি বলা হয়ে থাকে। পৃথিবীর উপরিস্তরেই পাওয়া যায় হীরে। মিনারেলোজি এবং জেমোলজি অনুযায়ী হীরে সবচেয়ে খাঁটি বস্তু। আজকের দিনে সবচেয়ে ভালো হীরে পাওয়া যায় ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার অঙ্গোলা, বত্‍‌সোয়ানার মতো দেশে।

হীরে কারা ধারণ করবেন?

জ্যোতিষমতে হীরের দ্বারা শুক্র গ্রহ প্রভাবিত হয়। এই শুক্রের খারাপ দৃষ্টি থাকলে হীরে ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা। বৃষ, তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতকদের জন্য হীরে ধারণ করা খুবই ভালো। যারা শিল্পের সঙ্গে যুক্ত, এছাড়া ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং ডাক্তারদের জন্য হীরে বেশ উপযোগী।

Astrological Benefits of Wearing Diamonds) হীরে শুক্রের রত্ন। বিশেষজ্ঞদের মতে শুক্র গ্রহের অবস্থান জোড়াল হয়ে উঠলে একদিকে যেমন মনের মতো জীবনসঙ্গীর খোঁজ মেলে, তেমনি বৈবাহিক জীবনও অনন্দে ভরে ওঠে। শুধু তাই নয়, শুক্র গ্রহের সুপ্রভাবে আরও একাধিক উপকার মেলার পথও প্রশস্ত হয়, যেমন ধরুন- শারীরিক সৌন্দর্যতা বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নতি ঘটে, পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে, ক্রিয়েটিভ কাজে উন্নতির পথ প্রশস্ত হয় এবং কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে। তবে এখানেই শেষ নয়, এমনও বিশ্বাস করা হয় যে হীরের আংটি ধারণ করলে বাড়ি-গাড়ির মালিক হয়ে ওঠার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধির পথও প্রশস্ত হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এত সব উপকার পেতে কিন্তু মধ্যমায় হিরের আংটিটি পরতে হবে। হীরা বা ডায়মন্ড অংটি পরলে একদিকে যেমন খারাপ চিন্তা দূরে পালাতে সময় লাগে না, তেমনি মনের জোর বাড়ে চোখে পরার মতো। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কবি, লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড় এবং যারা নাটক-সিনেমার সঙ্গে যুক্ত তাদের হীরের আংটি পরা বেজায় জরুরি। কারণ এমনটা করলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়।

(২) কারা ডায়মন্ড পাথর পরবেন? কারা ভুলেও ধারণ করবেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে হীরা বা ডায়মন্ড শুক্র গ্রহের অশুভ খারাপ ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। হীরা ডায়মন্ড পাথরের গুনাগুন জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ করে বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি এই রাশির জাতক/জাতিকাদের যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল হীরা বা ডায়মন্ড স্টোন। তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা হীরে বা ডায়মন্ড পাথর ধারনে খুব সাবধান ডায়মন্ড রত্ন উপযোগী না হলে সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে গ্রহ দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য হীরা বা ডায়মন্ড ধারণ করা হয়ে থাকে, (What Carat Diamond Design is Right For You) গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের হীরা বা ডায়মন্ড পাথর ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে?

এই বিষয়টি অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ, জহুরীদের কাছ থেকে সঠিকভাবে জেনে তা ধারন করবেন। পরামর্শ অনুযায়ি কত সাইজের মধ্যে আংটি বা লকেট করে আপনি ধারন করতে পারবেন সঠিক ভাবে জানার পরই হীরা বা ডায়মন্ড পাথর কেনার চেষ্টা করবেন। অভিজ্ঞ একজন (জহুরী) রত্ন বিশেষজ্ঞ অথবা তান্ত্রিক জ্যোতিষবিদই বলতে পারবেন কত ওজনের হীরা বা ডায়মন্ড পাথর আপনার জন্য শুভ হবে। না জেনে পড়লে হীরা পাথরের ব্যাপক ক্ষতিকর প্রভাবে আমাদের সামাজিক মর্যাদা, চাকরি ব্যবস্থাপনা বাধা বিপত্তি দেখা দেয়, রাজনৈতিক ক্ষেত্রে অতিষ্ঠ করে তুলতে পারে। তখন হতাশ হয়ে পড়তে পারেন। ডায়মন্ড পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ২০ বছরের অভিজ্ঞ জ্যৌতিষরাজ ` Astrologer Md.Selim Chishti`জ্যোতিষ রাজ (সেলিম চিশতীর) সঙ্গে পরামর্শ করুন...

জ্যোতিষমতে হীরের উপকারিতা

* হীরে ধারণ করে স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া হীরে ধারণ করলে সৌন্দর্য বাড়ে, বুদ্ধির বিকাশ হয়। হীরে ধারণ করলে মন শান্ত হয়। হীরে ধারণ করলে সাফল্য, সম্পদ ও সমৃদ্ধি লাভ হয়। সামাজিক সম্মানও বাড়ে হীরের প্রভাবে।

* হীরে যদি আপনার জন্য উপযুক্ত হয়, তাহলে হীরে ধারণ করে আপনার শত্র‌ুনাশ হবে দাম্পত্যজীবন মধুর হবে।

জীবনের মোড় ঘোরাতে পারে দক্ষিণ-পূর্ব দিক! কী বলছে বাস্তুশাস্ত্র?

* হীরে ধারণ করলে অর্থলাভ হয়। জীবনে সাফল্য পাওয়া যায় হিরের ফলে।

* শারীরিক ও মানসিক শক্তিবৃদ্ধি হয় হীরের প্রভাবে। এছাড়া শারীরিক সম্পর্কেও হিরের প্রভাবে বেশি তৃপ্তি পাওয়া যায়।

* চোখ এবং গলায় কোনও সমস্যা থাকলে হীরে ধারণ করে উপকার পাওয়া যায়। হজমের সমস্যা থাকলেও হীরে উপকারী। গলব্লাডার বা কিডনিতে স্টোন থাকলেও হীরে ধারণ করা যেতে পারে।

* হীরে যারা ধারণ করেন, হীরে প্রভাব তাঁদের বাস্তববোধ বাড়ে। যে কোনও বিষয়ে বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা বৃদ্ধি পায়। তবে হীরে ধারণ করলে অনেক সময় অহংকার বৃদ্ধি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল হীরা,গোমেদ, রুবি, পান্না , পোখরাজ , ইন্দ্র নীলা , ক্যাটস আই, রক্ত প্রবাল,ফিরোজা ও অন্যান্য গ্রহ- রত্ন পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

জ্যোতিষরাজ – মোঃ সেলিম চিশতী
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্তের উপর দীর্ঘ ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। তাই, আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801701317106
☎ imo / Whatsapp: +8801987452913

09/12/2023

পান্না (Emerald):-

Benefits of Wearing Panna Stone Ring (রাশিরত্ন পান্না পাথরের উপকারিতা) : জ্যোতিষশাস্ত্র মতে পান্না খুব গুরুত্বপূর্ণ একটি রত্ন পাথর। ইংরেজিতে এই পাথরকে বলা হয় (Emerald Gemstone) । খাঁটি পান্না পাথর ধারণ করার নানা উপকারিতা আছে। তবে যে কেউ পান্না পাথর ধারণ করলেই হবে না। এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন দক্ষ জ্যোতিষীই বলতে পারবেন। কিন্তু সব রত্ন কি সবাই ধারণ করতে পারেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রয়োজন না থাকলেও কেউ কোনও রত্ন ধারণ করলে লাভের বদলে উলটে ক্ষতি হতে পারে। আসল পান্না রত্ন পাথর ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে পান্না রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। কাদের, কখন এবং কেন পান্না পাথর ধারণ করা উচিত জেনে নিন —

(১) পান্না রত্ন পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
(২) কোন রাশির জন্য রাশিরত্ন পান্না পাথর উপকারি?
(৩) ভালো পান্না রত্ন কোথায় পাওয়া যায়? কি পরিমান দাম?
আসুন বিস্তারিত জেনে নেই.....

(১) পান্না রত্ন পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
রাশিরত্ন পান্না পাথরের উপকারিতা : হস্তরেখা বিজ্ঞানে এবং রাশিচক্রে বুধ গ্রহের (Mercury Planet) রুক্ষ দৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য ও বুধের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য পান্না পাথর রত্ন ধারণ করা হয়। বুধ গ্রহ যে বিষয় গুলোতে প্রভাব বিস্তার করে থাকে তা হল, ব্যবসায়, যোগাযোগ, প্রেম-ভালবাসা, একজনের সাথে অন্য জনের সম্পর্ক, ইচ্ছা শক্তি, কোন কিছু শেখার ইচ্ছা, আত্ম শক্তি। যখন বুধ গ্রহ কারো রাশি চক্রে ভালো ভাবে অবস্থান করে তখন মানুষের উন্নতি খুব দ্রুত হতে থাকে। কিন্তু যদি বুধ গ্রহ রাশিচক্রে খারাপ ভাবে অবস্থা করে তাহলে ঠিক এর উল্টো হতে পারে। তাই যাদের বুধ গ্রহের খারাপ অবস্থানের জন্য খারাপ সময় যাচ্ছে তাদের জন্য পান্না পাথর ব্যবহার খুব খুব উপকারী হতে পারে।
পান্না পাথর মানুষের মনোযোগ বৃদ্ধি, স্মৃতি শক্তি বৃদ্ধি, কোন কিছু অর্জনের ইচ্ছা শক্তিকে বৃদ্ধি এবং বিচার বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। (Emerald Gemstone – Panna Stone) পান্না পাথর ধারনে সন্তান, স্বামী-স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকে এবং উচ্চ শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। যে কোন ব্যবসায়িক কাজে পান্না পাথর ব্যবহারে মুনাফা বৃদ্ধি এবং সফলতা আসার সম্ভাবনা অনেক বেশী হতে পারে। পান্না পাথর ধারনে দুশ্চিন্তা দূর হয় এবং এটি কুষ্ঠ রোগ নিরাময়ে সাহায্য করে। পান্না পাথর ব্যবহারে দারিদ্রতা দূর হয় এবং আর্থিক দিকে উন্নতি সাধিত হয় এবং যে পান্না পাথরের আংটি ব্যবহার করবে সে আর্থিক দুর্দশা থেকে মুক্ত থাকবে যদি মহান আলাহতালা ইচ্ছা করেন”। পান্না পাথর ব্যবহারে শত্রুদের পরাজিত করতে সাহায্য করে।

(২) কোন রাশির জন্য রাশিরত্ন পান্না পাথর উপকারি?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে পান্না বুধের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মিথুন রাশি Gemini Horoscope (21 May – 20 Jun ) - (Mithun Rashi) / কন্যা রাশি Virgo Horoscope (22 Aug – 22 Sep) -(Kanya Rashi) / তুলা রাশি Libra Horoscope (23 Sep – 22 Oct) - (Tula Rashi) এবং ধনু রাশি Sagittarius Horoscope (22 Nov 20 Dec) – (Dhanu Rashi) এই রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে পান্না পাথর। মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা পান্না পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই (Gem Expert – Astrologer/Plamist ) একজন অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে পান্না পাথর ব্যবহারে আপনার অনেক ক্ষতি হয়েও যেতে পারে।

(৩) ভালো পান্না রত্ন কোথায় পাওয়া যায়? কি পরিমান দাম হয়?
এই রত্ন – পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। মূলত ব্রাজিল – কলম্বিয়া , জাম্বিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান পান্না পাথর সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। (Brazil Panna Stone) ব্রাজিল পান্না পাথর জগৎবিখ্যাত ও বহু মূল্যবান রত্ন।

রত্ন পাথরটি ভিবিন্ন রকম দামের আছে, তবে দাম নির্ভর করে – (Emerald Gemstone Weight) পান্না রত্ন পাথরের ওজন, – (Emerald Stone Color)পান্না পাথরের ভাল কালার, – (Good Cutting of Panna Gemstones) পান্না রত্ন পাথরের ভাল কাটিং,- পান্না ভাল স্থানের পাথর , – এবং ভাল কোয়ালিটির পান্নার উপর, যেমন ব্রাজিল পান্না পার ক্যারেট সর্বনিন্ম ২০০০/- হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে, এমন ভাবে রত্নের ভিবিন্ন রকম দাম – দেশ ও কোয়ালিটি অনুযায়ি হয়ে থাকে। তাই পান্না পাথরের সঠিক দাম জানতে (Gem Expert – Gemologist ) অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞে সাথে আলোচনা করে কেনার চেষ্টা করুন।

আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক যে কোন আসল রত্ন - পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
জ্যোতিষরাজ – মো: সেলিম চিশতী- একাধিক
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ -জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্তের উপর দীর্ঘ ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন আমাদের অফিসে । রত্ন বিশেষজ্ঞের সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801701317106
☎ imo / Whatsapp: +8801987452913

09/12/2023

গোমেদ(Gomed):-

গোমেদ পাথরের গুনাগুন (Properties of Gomed Stone) : জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু গ্রহের শুভ রত্ন পাথর হল গোমেদ পাথর। রাহু যদিও সৌর জগতের কোনও অংশ নয়, তবু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু ও কেতু হল একটি ছায়া গ্রহ। জ্যোতিষশাস্ত্রে (Rahu Dosha) রাহুর প্রচুর গুরুত্ব রয়েছে। রাহু যাদের নিয়ন্ত্রক, তাদের প্রকৃতির মধ্যে প্রচুর গোপনীয়তা থাকে। রাহুর কুদৃষ্টির ফলে কারোর মানসিক শান্তি নষ্ট হতে পারে। রাাহুর প্রভাবে মানুষের মনে নানা ধরনের দ্বিধা দেখা দিতে পারে। রাহুর কু-দশা কাটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গোমেদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রয়োজন না থাকলেও কেউ গোমেদ পাথর ধারণ করলে লাভের বদলে উলটো ক্ষতি হতে পারে। জেনে নিন গোমেদ পাথরের গুনাগুন সর্ম্পকে —

(১) গোমেদ পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
গোমেদ পাথরের গুনাগুন : রাহুর দশা যাদের চলে, তাদের মনে দ্বিধা দূর করার জন্য (Garnet Stone – Gomed Pathor – Hessonite Gemstone ) গোমেদ ধারণ করার পরামর্শ দেওয়া হয়। গোমেদ হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। জীবনে পজিটিভ এনার্জি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে গোমেদ। রাহু দুর্বল থাকলে জীবনে বারবার ব্যর্থতা, শারীরিক অসুস্থতা এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারে গোমেদ রাশিরত্ন। এছাড়া গোমেদ শত্রু নাশ করে এবং মন থেকে ভয় দূর করতে সাহায্য করে। গোমেদ রত্ন ধারণ করলে সেই ব্যক্তির ওপর কোনও কালো জাদু বা (Black Magic) ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে না বলেও মনে করা হয়। যে সকল মানুষের পায়ে পায়ে সমস্যা, একটার পর একটা সমস্যা লেগেই থাকে অথবা কোন কাজে হাত দিলেই সমস্যা এসে হাজির হয়, তাদের জন্য উপকারী রাশিরত্ন (Rashi Ratno) পাথর হচ্ছে গোমেদ পাথর। গোমেদ পাথর ব্যবহারে মনোযোগ বৃদ্ধি পায়, লক্ষ্য অর্জনে পরিষ্কার দিকনির্দেশনা পাওয়া যায়, বিশেষ করে যে সকল শিক্ষার্থী বা চাকুরীজীবীরা গবেষণা মূলক কাজের সাথে জড়িত তাদের জন্য। এটা ব্যবহারে মৃগী রোগ, অ্যালার্জি, চোখের সংক্রামক, সাইনাস, পাইলস ও বুক ধরফরানো রোগে উপকার পাওয়া যেতে পারে। গোমেদ পাথর ধারনে এর ব্যবহারকারী ৫টি প্রধান উপকার পেতে পারেন, যেমনঃ ধ্যান করা, আর্থিক উন্নতি, ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি, যৌ**ন শক্তি বৃদ্ধি এবং মানুষিক শান্তি। পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি জন্য স্বামী স্ত্রী দুজনেই গোমেদ পাথর ব্যবহার করে দেখতে পারেন। গোমেদ পাথর ধারনে ভালোবাসা, মিল এবং শান্তি বৃদ্ধি পেতে পারে। যে সকল মানুষ অনলাইন সম্পর্কিত চাকুরী, সরকারী চাকুরী, আইন পেশায় জড়িত এবং বৈজ্ঞানিক গবেষণার সাথে জড়িত তাদের জন্য গোমেদ পাথর ব্যবহার করা অতিব জরুরী।

(২) কারা গোমেদ পাথর পরবেন? কারা ভুলেও ধারণ করবেন না?
হস্তরেখা বিজ্ঞানে এবং রাশিচক্রে (Rahu Dosha) রাহুর রুক্ষ দৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য ও রাহুর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য সিলংকান গোমেদ রত্ন ধারণ করা হয়। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী বৃষ রাশি/Taurus Horoscope (21 April – 20 May) (Vrish Rashi), কুম্ভ রাশি/Aquarius Horoscope (20 Jan – 18 Feb) (Kumbh Rashi) এবং মীন রাশি/Pisces Horoscope (Feb 19 – March 20) (Meen Rashi) এই রাশির জাতক/জাতিকাদের শুভ রত্নপাথর বার্থস্টোন হলো গোমেদ পাথর। বৃষ রাশি ও কুম্ভ রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা গোমেদ পাথর পরবেন না। তবে গোমেদ ধারণ করার আগে অবশ্যই কোনও জ্যোতিষবিদের পরামর্শ নিয়ে নেবেন। আপনার সত্যিই গোমেদ ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা, তা দেখে নিয়ে তবেই আঙুলের আংটি বা গলায় হারের লকেট করে গোমেদ পরতে পারেন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে গোমেদ পাথর গ্রহণ করেন, তাহলে রাহুর গ্রহের অশুভ প্রবাভ কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি বা সর্বনাশ এনে দিতে পারে আপনার জীবনে।

(৩) আর্থিক ক্ষতি ও বারবার ব্যর্থতা দূর করবে গোমেদ? কিভাবে জানতে চান?
গোমেদ ধারণ করলে (Rahu Dosha) রাহুর পজিটিভ এনার্জি পাওয়া যায়। ফলে রাহু দুর্বল থাকলে তার নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। ব্যবসা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাঁদের জন্য গোমেদ বেশ উপযোগী। রত্নটি ব্যবহারে মামলা-মোকদ্দমা, হঠাৎ বিপদ, ঋণ ইত্যাদি বিষয়ে রক্ষা পাওয়া যায়। রাহুর কুপ্রভাবে অগ্নি ভয়, অস্ত্র ভয়, শক্র ভয়, মামলা মকদ্দমা ভয়, সম্মান ভয়, পরস্ত্রীতে আসক্তি, বিনা কারণে দুর্নাম, ঋণ গ্রস্থতা, আকস্মিক দুর্ঘটনা সহ সকল বিপদ আপদের কারক একমাত্র রাহু। এছাড়া চিকিৎসা বিদ্যায় পক্ষাঘাতিক বাত, কলেরা বসন্ত, কুৎসীৎ যৌণরোগ প্রভৃতিতে গোমেদ ব্যবহারে এক আশ্চার্য্য রকমের ফল পাওয়া যায়। এর প্রধান উপাদান সিলিকন, জির্কেনিয়াম নামক এক প্রকার দুষ্প্রাপ্য ধাতুর সংমিশ্রনে আসল গোমেদ সৃষ্টি হয়। এটি ঠিকমত শোধন করে না পরলে ধারণকারীর বিপদের ভয় থাকে। গোমেদ পাথর ব্যবহারে যে কোন পেশায় উন্নতি এবং সামাজিক ও আর্থিক দিকে উপকার পাওয়া যেতে পারে। একটি ভাল গোমেদ পরায়, সম্পদ, সাফল্য, অবস্থান, খ্যাতি, সুখ, সমৃদ্ধি, ভাল সন্তান, প্রশংসা, খ্যাতি, এবং স্বাস্থ্য বয়ে আনে। এটা প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুদের বিরুদ্ধে রক্ষা করে, এবং যুদ্ধে যাওয়ার সময় এইভাবে পরিধান করা ভাল। এটি খারাপ চিন্তাধারার মনকে প্রশ্রয় দেয় না এবং মানসিক শান্তি দেয়। এটি একজনের সামাজিক অবস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং অন্যদের কাছ থেকে এক সম্মান নিয়ে আসে। এটি মন্দ আত্মার বিরুদ্ধে এবং বিষাক্ত হওয়ার সম্ভাবনা রক্ষা করতে সহায়তা করে।

আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল সিলনী গোমেদ/গার্নেট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
জ্যোতিষরাজ – মোঃ সেলিম চিশতী
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টির অধিকারী মোঃ সেলিম চিশতী (Md.Selim Chishti ) রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। তাই,
আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801701317106
☎ imo / Whatsapp: +88011987452913

05/12/2023

Welcome To Astrologer Selim Chishti

Address

Dhaka Sopping Tower, Sonir Akhra
Dhaka
1236

Telephone

+8801701317106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrologer Selim Chishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astrologer Selim Chishti:

Share