20/09/2025
Sensitive হওয়াটা দোষের কিছু না।
Sensitive মানুষদেরকে অনেকেই দূর্বল ভাবে। কিন্তু অন্য মানুষের জন্য দয়া, মায়া, সহানূভুতি থাকাটা কী খারাপ ব্যাপার?
অবশ্যই খেয়াল রাখতে হবে যে sensitive হতে গিয়ে যেন আমরা অন্য মানুষের জন্য emotional burden না হয়ে যাই। এটাও খেয়াল রাখতে হবে যেন কেউ আমাদের emotion-কে পুঁজি করে আমাদের ব্যবহার না করতে পারে।
কিন্তু দুনিয়া লাথি-গুতো খেয়ে আমার নিজের মনটা ছোট করে ফেলিয়েন না। বরং এতো কিছুর পরও যদি আপনি মানুষের জন্য sympathy, empathy ধারণ করতে পারেন, তাহলেই না আপনি আসলে strong একটা মানুষ।