Sadman Sadik

Sadman Sadik Author & Educator Sadman Sadik is an online educator. He is also a daily vlogger. He makes tutorials for different software.
(403)

He is now doing his BBA in IBA while learning motion graphics and designing, all the while creating quality contents. He is interested in making contents that have large social impact. If you want to work with him on any project that will help other people to improve their lives or any other experimental ideas, do knock him!

20/09/2025

Sensitive হওয়াটা দোষের কিছু না।

Sensitive মানুষদেরকে অনেকেই দূর্বল ভাবে। কিন্তু অন্য মানুষের জন্য দয়া, মায়া, সহানূভুতি থাকাটা কী খারাপ ব্যাপার?

অবশ্যই খেয়াল রাখতে হবে যে sensitive হতে গিয়ে যেন আমরা অন্য মানুষের জন্য emotional burden না হয়ে যাই। এটাও খেয়াল রাখতে হবে যেন কেউ আমাদের emotion-কে পুঁজি করে আমাদের ব্যবহার না করতে পারে।

কিন্তু দুনিয়া লাথি-গুতো খেয়ে আমার নিজের মনটা ছোট করে ফেলিয়েন না। বরং এতো কিছুর পরও যদি আপনি মানুষের জন্য sympathy, empathy ধারণ করতে পারেন, তাহলেই না আপনি আসলে strong একটা মানুষ।

18/09/2025

আপনি যদি গুছিয়ে কথা বলতে চান, তাহলে কথা বলার আগে সেটা একবার অন্তত লিখে দেখার চেষ্টা করেন।

আপনি যদি কথা বলার আগে শুধু একবার, যা বলতে চান সেটা লিখার চেষ্টা করেন, তাহলে আপনার কথা আরও অনেক গুছিয়ে আসবে।

কথা বলার সময়, চাইলেই অনেক কিছু বলা যায়। চামড়ার মুখ দিয়ে কথা বলাটা একটু বেশিই সুন্দর। না বুঝলে আরেকটা extra কথা বলেই দিলাম না হয়! কিন্তু প্রথমেই গুছিয়ে বলতে পারলে আর extra কথা বলা লাগে না। আর extra কথা বলা না লাগলে, কথা-বার্তা এমনিই গুছানো থাকে।

তাই যেই idea-টা আপনার মাথায় ঝাপসা-ঝাপসা লাগে, সেই একই জিনিস যদি আপনি লিখতে যান, তাহলে অটোমেটিক দেখবেন চিন্তা-গুলো কত গুছিয়ে আসছে। লিখার জন্য একটা এফোর্ট লাগে এবং সময় লাগে যেটা আপনাকে আপনার কথা সংক্ষিপ্ত আর to-the-point রাখতে আরও বেশি ফোর্স করবে।

তাই, যেই জিনিসটা জটিল, যেই কথাটা বলা মুশকিল, যেই আইডিয়াটা বুঝানো কঠিন- সেটা আপনি আগে দেখেন যে লিখতে পারেন কী না। লিখতে পারলে আপনার কথা এবং চিন্তা গুছিয়ে আসবে। আর সেই লিখাটা রিভিশন দিতে পারলে আর sharp হয়ে যাবে আপনার কথা আর চিন্তা-ভাবনা।

তাই একটু লিখে চিন্তা করেন আর কী।

16/09/2025

যারা পেশাদারভাবে ভিক্ষা করে, তারা শুধু আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এমন না। বরং সবথেকে বড় যেই ক্ষতিটা আমদের হয় বলে আমার হয়, সেটা হচ্ছে আমাদের মনে একটা সন্দেহ ঢুকে যায়, 'যাকে টাকাটা দিলাম, সে কী আসলেও সেটা পায় না কী আমাকে ঠকায় নিলো?'

টাকাটা যে গেল সেটা এক কথা, কিন্তু দান করার সন্তুষ্টিটা যে চলে গেল- সেটার লসটা কী আরও বড় না?

15/09/2025

ইনিয়ে বিনিয়ে কথা বলাটা আমার খুব একটা ভালো লাগতো না। ভাবতাম সরাসরি বললেই তো হয়। এতো নাটকের কী আছে?

কিন্তু,
আমি কী enough approachable যে আরেকটা মানুষ এসে সরাসরি আমাকে কথাগুলো বলতে পারবে?
আমি কি personally offended হই যেই কারণে অন্যরা আমার সাথে কথা বলতে দুইবার চিন্তা করে নেয়?

হয়তো আমার নিজের দোষের কারণেই ইনিয়ে বিনিয়ে অনেক কথাবার্তায় আটকে যেতে হয়।

কিন্তু, এটাও কী ঠিক না যে, সব কথা সরাসরি বলার মত না।

কিছু কথায় suspense থাকলে ভালো হয়।
Robotic কয়েক লাইনের Congratulations দেয়ার সময় নিজের কয়েকটা কথা জুড়ে দিলে বেশি ভালো হয়।
কিছু কথা সময় নিয়ে বললেই বেশি ভালো হয়।

14/09/2025

একদম শেষ মুহুর্তে হুরোহুরি করা অনেকের স্বভাব।

অবশ্য এটা আদতে স্বভাব না কী awereness-এর অভাব সেটা আরেক আলাপ।

জীবনের ছোটখাটো মুহুর্তগুলোর জন্য যদি আমরা প্রস্তুত থাকতে না পারি, তাহলে জীবনের বড় মুহুর্তগুলোতে কী করবো?

How you live your days is how you live your life. Are we gracefully going through our lives or are we waiting for the very last moment to spur us into an hectic spree of action?

25/03/2025

ঈদ তো আর বেশি দূরে নেই, প্রায় এসেই গেছে! সময় হয়ে গেছে ঈদের শপিং করার। এখনও যদি শপিং না করে থাকেন, তাহলে জেনে রাখুন এখন কিন্তু চলছে IlliyeenExperience Campaign!

মনে হচ্ছে কিছু লাকি মানুষের ঈদটা এবার একটু বেশি স্পেশাল হবে—দেখি কারা ওই লাকি লিস্টে থাকে!

26/02/2025

Rajshahi University Campus Tour 🎯
Thank you 'Rajshahi University Business Club' for hosting me!

17/10/2024

Dhaka Residential Model College Campus

DRMC বাংলাদেশের সবচেয়ে বড় কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে একটা। তার উপর এখানে এতোগুলা হরিণও আছে। সত্যিই ঘুরে দেখার মত একটা ক্যাম্পাস।

আজেক DRMC যাওয়ার উপলক্ষ ছিল 1st DRMC National Math Summit. কলেজের মধ্যে এতো বড় আয়োজন আসলে সচরাচর হয় না। অধিকাংশক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলাতেও এতো বড় আয়োজন হয় না সাধারণত। তিন দিন ধরে এই Math Summit হবে আর প্রথম দিনেই প্রায় ২/৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। So, great job DRMC Math Club!

আশা করি এই Math Summit প্রতি বছর হবে এবং আরও বড় পরিসরে হবে ইণশা আল্লাহ্‌।

Address

Mirpur DOHS
Dhaka
1206

Telephone

+8801940977357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadman Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadman Sadik:

Share

Category