Sonaly village bg

Sonaly village bg I went to say, Daily life video of my village...
(122)

04/08/2025
04/08/2025

ভলোবাসা যদি প্রথম দিনের মতোই থাকতো, তাহলে হয়তো চারদিকে এতো বিচ্ছেদ হতো না।

24/02/2025

পৃথিবীতে গাছের মূল্য থাকলেও আগাছার কোনো মূল্য হয় না! আমিও ঠিক আগাছার মতো। অযত্নে-অবহেলায় ফেলে রাখো। ঠিক যেমন করে ফেলে রাখে মানুষ শুকনো ফুল, ভাঙ্গা কাঁচ, ব্যবহৃত টিস্যু।

পৃথিবীর সবকিছুর গুরুত্ব আছে, শুধু এই আমিই ত
নিদারুণ অবহেলা পাত্রি! কতকিছুই তুমি যত্ন করে রেখে দাও–অথচ আমি যেন আগাছা হয়ে পড়ে থাকি এক কোণে।

অনাদর-অবহেলায় পড়ে থেকে আমিও যে জীবনের স্বাদ ভুলে গেছি,,ভালোবাসা বাড়ে, শুধু অনুভূতি তীলে তীলে নষ্ট হয়! বিবেকের অজুহাতে আবেগকে বিসর্জন দিয়ে তুমি মানুষ হও....

আর আমি মানুষ হতে পারি না!
আগাছার মতো পড়ে থাকি অযত্নে-অবহেলায়! বুকের ভেতর তীব্র হাহাকার নিয়ে আমি নিঃসঙ্গতায় মৌন পাহাড় হয়ে যাই। সুনসান নীরবতায় আমি ফুরিয়ে যাই! অথচ তুমি দিব্যি তৃপ্তির ঢেঁকুর তুলে স্বচক্ষে দেখো, আমার অধঃপতন–ফুরিয়ে যাওয়া!

তবে আমিও আর কিছুর পরোয়া করিনা,,,সময় আমাকে নিষ্ঠুর হতে শিখিয়েছে,,, এটাকে জীবন বলেনা,,,,,,সব অসময়ের সামনে দাড়াতে আমি প্রস্তুত।,,,

24/02/2025

আমি জানি না, ঠিক কতটা বদলেছি।
কিন্তু একটা বিষয় বুঝতে পারি-
আগের মতো আর ভেঙে পড়ি না,
সহজে কাউকে দোষ দিতেও ইচ্ছে করে না।

_আর কাউকে বুঝতে ইচ্ছে করেনা,,
কাউকে বুঝাতেও ইচ্ছে করেনা,,,আসলে কি পরিমান পাগল ছিলাম কারো জন্য।,,

❤️হয়তো আজও টিকে আছি শুধু তোদেরি জন্য,, ❤️

কাঠকলমের লেখাগুলো যেভাবে মুছা যায়,,সেভাবে যদি সব মুছে ফেলা যেত বা,,যা হয়েছে জীবনে তা যদি স্বপ্ন হতো, সপ্ন ভেঙ্গে যাবার পর আর কখনো দিতামনা ভূল পথে পা,,,

এক আকাশ বিশ্বাস নিয়ে ডুব দিয়েছিলাম সমুদ্রে,, কে জানতো সমুদ্রের তলদেশে গিয়ে উপরে উঠার রাস্তা যাবে হারিয়ে,,,

পথ খুজে আর পাবনা,, এটা যেনেই পরে আছি সমুদ্রের ভয়ংকর স্থানে,,

Address

Narayanganj, Siddirganj
Dhaka
ILOVEMA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaly village bg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share