IFD Publications LTD

IFD Publications LTD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IFD Publications LTD, Publisher, Uttara, Dhaka.

29/07/2025

আইএফডি পাবলিকেশনস থেকে প্রকাশিত প্রথম উপন্যাস "রক্তের স্বাক্ষর"। প্রতিশ্রুতিশীল তরুণ লেখক হাসান শাওনের জুলাই, ২০২৪ বিপ্লবকে উপজীব্য করে লেখা উপন্যাস "রক্তের স্বাক্ষর" অর্ডার করতে কল বা হোয়াটস এপ করুন আমাদের মোবাইল নম্বরেঃ 01321199069
অর্ডার করার আগে উপন্যাসের কিছু অংশ পড়ে দেখুন। লিঙ্ক কমেন্ট সেকশনে।

এই উপন্যাস বিক্রির সকল অর্থ দান করা হবে জুলাই ফাউন্ডেশনে। তাই এই ভাল কাজের সাথে শরীক হন......

প্রচ্ছদ মূল্যঃ ৪০০ টাকা
ডিসকাউন্ট মূল্যঃ ৩০০ টাকা + ডেলিভারি চার্জ

[ভিডিওতে এআই ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহপাকের সৃষ্টির অনুকরণ করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ সর্বশক্তিমান।]

29/07/2025

আইএফডি পাবলিকেশনস থেকে প্রকাশিত প্রথম উপন্যাস "রক্তের স্বাক্ষর" বের হচ্ছে শীঘ্রই। প্রতিশ্রুতিশীল তরুণ লেখক হাসান শাওনের জুলাই, ২০২৪ বিপ্লবকে উপজীব্য করে লেখা উপন্যাস "রক্তের স্বাক্ষর" প্রি অর্ডার করতে কল বা হোয়াটস এপ করুন আমাদের মোবাইল নম্বরেঃ 01321199069

প্রি অর্ডার করার আগে উপন্যাসের কিছু অংশ পড়ে দেখুন। লিঙ্ক কমেন্ট সেকশনে।

এই উপন্যাস বিক্রির সকল অর্থ দান করা হবে জুলাই ফাউন্ডেশনে। তাই এই ভাল কাজের সাথে শরীক হন......

[ভিডিওতে এআই ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহপাকের সৃষ্টির অনুকরণ করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ সর্বশক্তিমান।]

মা বাবার মূল্য-------------------এই দুনিয়ার তরে আসিতে ছিল যাদের অবদান,সবার উপরে আছেন তারা, তারা মোর ভগবান।জন্মের পরে দেখ...
08/06/2024

মা বাবার মূল্য
-------------------

এই দুনিয়ার তরে আসিতে ছিল যাদের অবদান,
সবার উপরে আছেন তারা, তারা মোর ভগবান।
জন্মের পরে দেখি নি তো আমি ঈশ্বর, প্রভু কভু;
মা-বাবার মাঝে খুঁজিয়া পেয়েছি জগদ্বিশ্বর তবু।
এসেছি যখন দুনিয়ার তরে নব অতিথির বেশে;
তখন শুধু মা বাবাই মোরে কোলে তুলে নিলো হেসে।
আসিয়া ভবে, ছিলাম প্রথমে এতই যে অসহায়;
মা বাবার স্নেহ- পরশের তরে বাঁচিয়া ছিলাম তায়।
শত জনমের তপস্যা দ্বারা যায় না শোধা এ ঋণ;
মা বাবার প্রতি সন্তানের এ ঋণ বেড়ে যায় দিন দিন।
সারাটি জীবন ত্যাগ করে তবু ফুরাবে না কোনোদিন;
মা বাবার কাছে জমিয়া রয়েছে সন্তানের চির ঋণ।
মায়ের দুগ্ধ, বাবার রক্ত পান করে উঠি বেড়ে;
তবুও আজ স্বার্থের বশে তাদের দেই না ছেড়ে।
তাদের কষ্ট- পরিশ্রমের বুকে ভর করে চলি;
তবুও তাদের ক্রোধের বশেতে কত বাজে কথা বলি!
হবে কি না এই পাপের ক্ষমা যতই চেষ্টা করি?
কোনো ফল তাতে নাহি হবে যদি নামাজ- রোজাও পড়ি।
মায়ের কষ্টে যায় যে খোদার দরবারও হায় নড়ে;
মা বাবার মনে কষ্ট দিলে, ফেরত পাবে তা পরে।
মা বাবার ঋণ আজ ভুলে গিয়ে করো তাদের অবহেলা!
এটুকু ভেবো তোমারও আসিবে প্রবীণত্বের বেলা।
তখন তোমার অনুতাপে ভুগে আত্মা যাবে যে মরে;
অতীতের ভুল ভাঙিলেও হায় সময় পাবে না ফিরে।
জীবনে তোমার বিপদ সময়ে কেউ না থাকিলে কাছে;
জেনে রেখো এই মা বাবাই আজ তোমার পাশেতে আছে।
মা বাবা থাকিতে যে ছেলে মূল্য দেই নি তো কোনোদিন;
তাদের হারিয়ে এ জগতে ঐ পাপিষ্ঠই নিচু দ্বীন।
----------------

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তমাল কৃষ্ণ মৃধার প্রথম কবিতার বই "স্বপ্নকুঞ্জ" প্রকাশ করেছে আইএফডি পাবলিকেশনস। ই-বুকটি ডাউনলোড করতে পারবেন আমাদের ই-বুক পোর্টালে গিয়ে। পোর্টালের এড্রেস www.ifd-ebooks.com

তমালের কবিতা ভাল লাগলে শেয়ার করুন প্লিজ।

আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের নতুন বই "কৃষক হবে কোটিপতি - কৃষি ও কৃষকের দিন বদলের ফর্মুলা" প্রকাশিত হয়েছে...
01/05/2024

আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের নতুন বই "কৃষক হবে কোটিপতি - কৃষি ও কৃষকের দিন বদলের ফর্মুলা" প্রকাশিত হয়েছে সম্প্রতি। বইটির ই-সংস্করণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে আমাদের ই-বুক পোর্টালে।

পোর্টালের এড্রেস www.ifd-ebooks.com

আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পোর্টালে গিয়ে বইটি পড়ার জন্য। ওয়েবপেজে গিয়ে স্ক্রল করে নিচে নামলেই পাবেন বইয়ের ডাউনলোড বাটন।

এই বইটি বেশ আগে একবার প্রকাশিত হলেও বর্তমান সংস্করণটি অনেক পরিমার্জিত।

কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিয়ে কথাবার্তা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সমস্যাটি আজ থেকে ত্রিশ বছর আগে যেমন ছিল, বর্তমানে তার চেয়েও খারাপ হয়েছে।

আমাদের সবার সাথে কৃষকের পণ্যের ন্যায্যমূল্যের বিষয়টি জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। কারণ কৃষক যদি তার ফসলের ন্যায্যমূল্য না পায়, তাহলে সে একদিন তার পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাবে। ফলে কৃষকের সংখ্যা দিন দিন কমবে। তাই এমন এক সময় আসবে, যখন আমাদের প্রতিদিনের খাদ্যের যোগান দেয়ার জন্য পর্যাপ্ত কৃষক আর দেশে থাকবে না।

এমন পরিস্থিতি যখন চলে আসবে, তখন আমরা কী করব? আমাদের খাদ্য তখন কে ফলাবে?

এই ধরনের একটি পরিস্থিতি যাতে না হয়, তার জন্যই একটি সমাধানের প্রস্তাব করা হয়েছে এই বইতে।

তাই এই বইটি সকলের জন্যই প্রাসঙ্গিক।

আপনাদেরকে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই বইয়ের ই-সংস্করণ সবার কাছে পৌঁছে দিন। শেয়ার করুন। নিজের ওয়েবসাইটে আপলোড করুন। সমস্যাটি সমাধানের ব্যাপারে বইয়ে যে পরামর্শ দেয়া হয়েছে, তা অন্যদের সাথে আলোচনা করুন। মানুষকে এই বিষয়ে সচেতন করে তুলুন।

বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে। তাকে সমাজে সম্মান দেয়া শিখতে হবে। এটা আমাদের সকলের এবং আমাদের সন্তানদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এর কোন বিকল্প নেই।

বইটি পড়ে কেমন লাগল জানাবেন। আপনার রিভিউ ছাপা হবে আমাদের ফেসবুক টাইমলাইনে।

আমাদের নতুন ই-বুক পোর্টাল লঞ্চ করা হয়েছে সম্প্রতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পোর্টাল ভিজিট করার জন্য।
28/04/2024

আমাদের নতুন ই-বুক পোর্টাল লঞ্চ করা হয়েছে সম্প্রতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পোর্টাল ভিজিট করার জন্য।

Menu Home E-Books My account Cart Register Members Login কৃষক হবে কোটিপতি কৃষি ও কৃষকের দিন বদলের ফর্মুলা বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলিতে দারিদ্.....

আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের পরবর্তী বই "ছোট গল্পের হাট ২" বই-এর নির্বাচিত সম্মানিত লেখক/লেখিকাদের তালিক...
09/11/2022

আসসালামু আলাইকুম।
দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের পরবর্তী বই "ছোট গল্পের হাট ২" বই-এর নির্বাচিত সম্মানিত লেখক/লেখিকাদের তালিকা নিচে প্রকাশ করা হলো। খুব শীঘ্রই আমরা বইটি প্রকাশ করতে যাচ্ছি ইন শা আল্লাহ।

আমাদের এই তালিকায় যারা রয়েছেনঃ
১। এস.এম. রায়হান চৌধুরী
গল্পঃ রং বদল

২। তাসিন আহমেদ জিম
গল্পঃ মিউচুয়ালিজম

৩। মুতাছিম নয়ন
গল্পঃ মানুষ

৪। মাসুমা আখতার জাহান মিনু
গল্পঃ সেদিন দু’জনে

৫। নাবিহা নুপুর
গল্পঃ রবীময় প্রণয়

৬। তাশরিফা খান
গল্পঃ যৌতুকের নতুন রূপ

৭। অনিকা
গল্পঃ তমসাবৃত প্রহর

৮। মোল্লা রিফাত রায়হান
গল্পঃ মোগলাই

৯। যাহিদ সুবহান
গল্পঃ ইয়ার আলী উপাখ্যান

১০। মোঃ মাইদুল সরকার
গল্পঃ একাকীত্বের অন্ধকার

১১। সায়মা আক্তার জোনাকি
গল্পঃ ক্লান্ত দিন

১২। কপিল দেব ঘরামী
গল্পঃ মৃত্যু স্বাদ

১৩। মোঃ রাকিবুল হাসান
গল্পঃ রক্ত

১৪। কামরুল হাছান মাসুক
গল্পঃ একটি ডাইরী

১৫। সৈয়দ জুনায়েদ
গল্পঃ চাপা কান্নার সুর

১৬। সাজিদ আহম্মেদ
গল্পঃ তবুও সন্ধ্যা।

১৭। মেহেরুন ইসলাম
গল্পঃ অবশেষে

১৮। কাজী সাইফুদ্দিন আব্বাস
গল্পঃ সন্তান

১৯। অনিকা আক্তার সিনথিয়া
গল্পঃ শূন্যতায় পূর্ণতা

২০। নাসিম কবির
গল্পঃ সাঁঝবেলার রোজনামচা

২১। রাহুল দেব বিশ্বাস
গল্পঃ পথশিশুদের স্কুল

২২। ফারহানা রহমান
গল্পঃ আঁখি

২৩। রহমান মাজিদ
গল্পঃ ডাস্টবিন

২৪। এসপিএন ক্রোন্দসী
গল্পঃ অন্তিম সিদ্ধান্ত

২৫। সানজানা কায়েস
গল্পঃ পরকালের বাসিন্দা ইহকালে

২৬। নাবিল মাহমুদ
গল্পঃ অমানুষ

২৭। তীর্থ রাজ রায়
গল্পঃ কাকতালীয়

২৮। সাদ্দাম বিশ্বাস
গল্পঃ বিদায় অভিশাপ

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when IFD Publications LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IFD Publications LTD:

Share

Category