01/05/2024
আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের নতুন বই "কৃষক হবে কোটিপতি - কৃষি ও কৃষকের দিন বদলের ফর্মুলা" প্রকাশিত হয়েছে সম্প্রতি। বইটির ই-সংস্করণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে আমাদের ই-বুক পোর্টালে।
পোর্টালের এড্রেস www.ifd-ebooks.com
আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পোর্টালে গিয়ে বইটি পড়ার জন্য। ওয়েবপেজে গিয়ে স্ক্রল করে নিচে নামলেই পাবেন বইয়ের ডাউনলোড বাটন।
এই বইটি বেশ আগে একবার প্রকাশিত হলেও বর্তমান সংস্করণটি অনেক পরিমার্জিত।
কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিয়ে কথাবার্তা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সমস্যাটি আজ থেকে ত্রিশ বছর আগে যেমন ছিল, বর্তমানে তার চেয়েও খারাপ হয়েছে।
আমাদের সবার সাথে কৃষকের পণ্যের ন্যায্যমূল্যের বিষয়টি জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। কারণ কৃষক যদি তার ফসলের ন্যায্যমূল্য না পায়, তাহলে সে একদিন তার পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাবে। ফলে কৃষকের সংখ্যা দিন দিন কমবে। তাই এমন এক সময় আসবে, যখন আমাদের প্রতিদিনের খাদ্যের যোগান দেয়ার জন্য পর্যাপ্ত কৃষক আর দেশে থাকবে না।
এমন পরিস্থিতি যখন চলে আসবে, তখন আমরা কী করব? আমাদের খাদ্য তখন কে ফলাবে?
এই ধরনের একটি পরিস্থিতি যাতে না হয়, তার জন্যই একটি সমাধানের প্রস্তাব করা হয়েছে এই বইতে।
তাই এই বইটি সকলের জন্যই প্রাসঙ্গিক।
আপনাদেরকে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই বইয়ের ই-সংস্করণ সবার কাছে পৌঁছে দিন। শেয়ার করুন। নিজের ওয়েবসাইটে আপলোড করুন। সমস্যাটি সমাধানের ব্যাপারে বইয়ে যে পরামর্শ দেয়া হয়েছে, তা অন্যদের সাথে আলোচনা করুন। মানুষকে এই বিষয়ে সচেতন করে তুলুন।
বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে। তাকে সমাজে সম্মান দেয়া শিখতে হবে। এটা আমাদের সকলের এবং আমাদের সন্তানদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এর কোন বিকল্প নেই।
বইটি পড়ে কেমন লাগল জানাবেন। আপনার রিভিউ ছাপা হবে আমাদের ফেসবুক টাইমলাইনে।