চোখে আঙ্গুল দিয়ে আপনাকে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়, ভুল দেখিয়ে দিবো আমরা। বাস্তবতা কথা বলবে এখানে। আমরা ভাষাহীনদের ভাষা। আমরা আপনার বিদ্রোহী মনোভাবের ভাষা। যে সত্য আপনার মেনে নিতে কষ্ট হয় বা আপনি এড়িয়ে যেতে চান এখানে তাই তুলে ধরা হয়। আমরা তুলে ধরি ঘটনার পিছনের ঘটনা।
প্রথম থেকেই আমাদের কার্যক্রম চলছে বিকল্প মিডিয়া হিসেবে। যেখানে মূলধারার মিডিয়া চুপ, সেখানেই আমরা সরব। যা আপনি বলতে চাইলেও
বলতে পারেন না কিংবা প্রতিবাদ করতে চাইলেও পারেন না সেখানেই আমরা। আমরা বোবা হয়ে থাকতে চাইনা, অন্যায়-অসঙ্গতি মেনে নিতে পারিনা বলেই আমাদের পথ চলা এই দুর্গম পথে।
আমরা নিরপেক্ষ নই - আমরা আপনার পক্ষে, আমরা জনগনের পক্ষে। বলে যাই যা সত্য তাই। আপনি যদি কোন দলের পা চাটা সমর্থক হয়ে থাকেন এবং আমাদের কোন পোস্টে আঘাত পেয়ে থাকেন তাহলে আমাদের কিছুই করার নেই। সত্যের স্বাদ তো একটু বাজে হবেই। তবে, আপনার সফট কর্নারে আঘাত লাগলে আমরা আন্তরিকভাবে খুশি।
আমরা বাংলাদেশি। একটাই পরিচয়। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি। আমরা বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলি।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
۞ কিছু নিয়ম ۞
# পেইজে গালিগালাজ করবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না।
# পেইজ ওয়ালে, পোস্টে স্প্যাম করবেন না। আপত্তিকর কোন ছবি, লিংক শেয়ার করবেন না। স্পামিং করলে ব্যান করা হবে।
# পারসোনালি কাউকে অ্যাটাক করবেন না।
# কোন ধর্ম নিয়ে তামাশা করবেন না।
# পেইজ প্রমোট করার জন্য রিকুয়েস্ট করবেন না। সবার পেইজ আমাদের পক্ষে প্রমোট করা সম্ভব হয়না। আপনার পেইজের কার্যক্রম ভালো লাগলে আমরা আপনাকে সাপোর্ট দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
আমাদের এই প্রয়াস দেশের স্বার্থে। সেই লক্ষ্যেই আমাদের পথ চলা। আপনাদের সবার সহযোগিতা কাম্য। তো, হচ্ছেন কি সত্যের মুখোমুখি ??