Animation with Shinchon

Animation with Shinchon Hey, it's Shinchon
I am an Animator & Digital Artist
I share my work, Tips, and tutorials on this page. Follow for a Creative dose every day.

19/10/2025

"Tabiz Baba at his Peak" Drawing Time-lapse

Send a message to learn more

এটা প্রায় ৪ বছর আগে আঁকা। Procreate দিয়ে একেছিলাম।
19/10/2025

এটা প্রায় ৪ বছর আগে আঁকা। Procreate দিয়ে একেছিলাম।

নতুন কোর্স লঞ্চ করছি দেখে একজন শুভাকাঙ্ক্ষী বলেছিলেন-"Tabiz Baba at His Peak"যাইহোক, ০১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের ...
18/10/2025

নতুন কোর্স লঞ্চ করছি দেখে একজন শুভাকাঙ্ক্ষী বলেছিলেন-
"Tabiz Baba at His Peak"
যাইহোক, ০১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের লাইভ ড্রয়িং কোর্স
-Learn to Draw in 30 Days- মোট ১২ টি লাইভ ক্লাসে আমরা শিখবো
ড্রয়িং এর বেসিক এবং দক্ষ আর্টিস্ট হওয়ার সকল নিঞ্জা টেকনিক।

হাদিয়া- মাত্র ৩,০০১ টাকা
এখনই নিয়ে নিন আপনার ক্রিয়েটিভিটির তাবিজ
(লিঙ্ক দানবাক্সে)

© Animation with Baba

শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম লাইভ ড্রয়িং কোর্স!-Learn to Draw in 30 Days-৩০ দিনব্যাপী এই কোর্সে একদম বেসিক থেকে হাতে কলম...
16/10/2025

শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম লাইভ ড্রয়িং কোর্স!
-Learn to Draw in 30 Days-

৩০ দিনব্যাপী এই কোর্সে একদম বেসিক থেকে হাতে কলমে শেখানো হবে ড্রয়িং এর ফান্ডামেন্টালস। এখানে কোনো দামি ট্যাবলেট লাগবে না শুধু একটা পেন্সিল আর খাতা থাকলেই হবে!
শিক্ষার্থীরা ধীরে ধীরে প্র্যাক্টিকাল টাস্কের মাধ্যমে একটা কমপ্লিট ড্রয়িং তৈরি করবে। যেকোনো বয়সের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এখানে।
কোর্স শুরু হচ্ছে ১লা ডিসেম্বর।
সিট সংখ্যা সীমিত, তাই এখনই জয়েন করুন।

১০ হাজারেরও বেশি লার্নারস!! 🎉Correct me if I’m wrong - but I think we’ve created the biggest Animation course in Banglad...
11/10/2025

১০ হাজারেরও বেশি লার্নারস!! 🎉
Correct me if I’m wrong - but I think we’ve created the biggest Animation course in Bangladesh (in terms of enrolment)!

আমাদের ব্রান্ড নিউ Clip Studio Paint কোর্সে এই ব্যাকগ্রাউন্ড টি করে দেখিয়েছি। একদম বিগিনার ফ্রেন্ডলি এই কোর্সে মাত্র ১২ ...
10/10/2025

আমাদের ব্রান্ড নিউ Clip Studio Paint কোর্সে এই ব্যাকগ্রাউন্ড টি করে দেখিয়েছি। একদম বিগিনার ফ্রেন্ডলি এই কোর্সে মাত্র ১২ টা লেসনে কভার করা হয়েছে সফটওয়্যার বেসিক থেকে শুরু করে সব কিছু। যারা আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ডিজিটাল আর্ট দেখেছেন হয়তো জানেন ক্লিপ স্টুডিও পেইন্ট আমার খুবই পছন্দের সফটওয়্যার। আপনি যদি এই অসাধারণ সফটওয়্যার টি শিখতে চান তাহলে জয়েন করতে পারেন।

আজকে জয়েন করলে ৫০% ডিস্কাউন্ট পাবেন।
কুপন কোড ব্যবহার করুন- clip50

কোর্সের লিংক- কমেন্ট বক্সে

অবশেষে চলে আসলো আমার নতুন কোর্স "Clip Studio for Beginners"এই প্রথম ডিজিটাল ড্রয়িং এর উপর আমি একটি কোর্স বানালাম। আমার প...
09/10/2025

অবশেষে চলে আসলো আমার নতুন কোর্স "Clip Studio for Beginners"
এই প্রথম ডিজিটাল ড্রয়িং এর উপর আমি একটি কোর্স বানালাম। আমার পছন্দের সফটওয়্যার Clip Studio Paint কে বেইস করে কোর্স টি বানিয়েছি। আমি এযাবৎকালে প্রচুর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছি এই সফটওয়্যার টি তে। অনেক ভিডিও তে আপনারা হয়তো দেখেছেন। খুবই ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ার ফুল একটি সফটওয়্যার। ডিজিটাল আর্টিস্ট এবনহ কার্টুনিস্টদের মধ্যে ভিষণ জনপ্রিয় এটি। আর যেহেতু জাপানিজ সফটওয়্যার তাই একটা অন্যরকম একটা ব্যাপার আছে।

এই কোর্সে মোট ১২ টি বাইট-সাইজ লেসনে এই সফটওয়্যারটির পরিস্কার একটি ধারণা দেয়ার চেষ্টা করেছি। সব শেষে চমৎকার একটি আর্টওয়ার্ক করে দেখানো হয়েছে। মোটামুটি ২ ঘন্টার একটি ছোট কোর্স, যেটা সম্পন্ন করলে আপনার ক্লিপ স্টুডিও পেইন্ট সফটওয়্যার টি নখ-দর্পণে চলে আসবে বলে আমার বিশ্বাস।

নতুন কোর্স পাবলিশ উপলক্ষে প্রথম ২০ জনের জন্য থাকছে ৫০% ডিসকাউন্ট।
কুপন কোড ব্যাবহার করুন- clip50

লিংক কমেন্টে - এক্সাইটেড থাকলে তারাতাড়ি জয়েন করে ফেলেন।

01/10/2025

একটা কথা বলি, শুনেন। সাকসেস এর কোনো শর্টকাট নাই। আর তার থেকে বড় কথা সাকসেস কোনো ডেসটিনেশন না, সাকসেস একটা জার্নি। আপনাকে চালিয়ে যেতে হবে, কাজ করতে থাকতে হবে। থামলেই হেরে গেলেন। স্কিল একদিনে হয় না, সময় লাগে, পরিশ্রম লাগে, একাগ্রতা লাগে।
"এনিমেশন করলে অনেক তাই এনিমেশন শিখবো"
"ডিজিটাল মার্কেটিং শিখলে ডলার কামানো যায়"
"ভিডিও এডিটিং করে অমুক বড়লোক হইছে তাই আমিও করবো"
এগুলা দয়া করে বাদ দেন। আপনার মটিফ যদি শুধুমাত্র টাকা ইনকাম করা হয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না লিখে রাখেন। আপনার প্যাশন খোজেন। কাজ টা কি আপনার আসলেই ভালো লাগে? শিখে আনন্দ পান? তাহলে করেন। প্যাশনের জন্য কাজ করেন সব এক এক করে আসবে। শর্টকাট শেখা বন্ধ করেন, স্কিলের পেছনে সময় দেন, কাজ, টাকা, সম্মান, সো-কল্ড সাকসেস সবই আসবে। কোনো শর্টকাট নাই।

আমি এনিমেশন করি, কারন আমার এনিমেশন করতে আনন্দ লাগে, শিখতে আনন্দ লাগে। আমার কাজ নিয়ে আমার প্রাউড ফিল হয়, আমার একটা কাজ স্ক্র্যাচ থেকে ধিরে ধিরে প্রাণ পাচ্ছে, এই পুরো প্রসেস টা দেখতে অনেক শান্তি লাগে। মোট কথা কাজ টা আমার ভীষণ পছন্দ।

আপনি যদি কোনো কাজ নিয়ে এককই রকম ফিল না করেন, তাহলে সেটা শেখা আপনার উচিৎ হবে না।

(video for attention)

এগুলা জ্ঞান দেয়া দেখলে মাঝে মাঝে মাথার তার টা ছিড়ে।
30/09/2025

এগুলা জ্ঞান দেয়া দেখলে মাঝে মাঝে মাথার তার টা ছিড়ে।

29/09/2025

Drawing with a Pencil - Animation Tutorial

Yeee.. 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজজজ... এবার ভালোয় ভালোয় গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন।
29/09/2025

Yeee.. 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজজজ...
এবার ভালোয় ভালোয় গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন।

27/09/2025

গতকাল লাইভ ক্লাসে এই এনিমেশন টি করে দেখিয়েছিলাম।
এটা একবার Procreate দিয়ে আমি বানিয়েছিলাম। তারপর ভাবলাম Adobe Animate দিয়ো কি একই জিনিস বানানো যায় নাকি, তাই ট্রাই করলাম আর লাইভে বাচ্চা-কাচ্চাদেরও এনিমেশন টা করে দেখালাম। পুরো প্রসেস টা রেকর্ড ও করেছি। সময় পেলে এডিট করে ভিডিও টা আপলোড দেয়ার ইচ্ছা আছে।
কেমন লাগল জানাতে পারেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Animation with Shinchon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share