28/09/2023
ইমোশনাল, বোকা মানুষটা শেষে যাইয়া বইলাই ফেললো, আমাকে মনে রাইখেন, ভুলে যায়েন না।
বোকা না হলে সে জানতো, তারে চাইলেও কি ভুলতে পারবে কেউ?
জহির খানরে ডাউন দ্য উইকেটে এসে অমন জাদরেল ছক্কা আর কে মারতে পারতো?
ব্রিটিশ বোলারদের নাকের জল চোখের জল এক করে লর্ডস আর ম্যানচেস্টারে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আর কোন বাঙাল বাপের ব্যাটা করতে পারসিলো?
ভাঙা হাত নিয়াও আর কোন প্লেয়ার মাঠে নাইমা পড়সিলো দলরে জেতানোর জন্য?
আপনারে মনে রাখবো না তো আমরা কারে মনে রাখবো, বলেন তো?