05/03/2024
😞😞😞
বিবর্ণ সে পুতুলের মাথার ঝুঁটি গত চারদিনে একটুও এলোমেলো হয়নি, পৃথিবীর ফুলেরা বোধহয় এমন'ই হয়।
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হয়ে মর্গে পড়ে থাকা যে বিবর্ণ পুতুলের কথা বলা হয়েছিলো, যে ফুলের কথা বলা হয়েছিলো– সে পুষ্পপুতুল ফাইরুজ, তাঁর আপন আলয় কক্সবাজারে ফিরেছে মা'বাবার সাথে নিথর দেহ নিয়ে।
মামণি, এই জঘন্য স্বার্থপর পৃথিবী তোমার যোগ্য স্থান নয়। তাই হয়তো ঈশ্বর তোমাকে তার বাগানে ফিরিয়ে নিয়েছেন। তুমি নিশ্চয়ই ঈশ্বরের কাছে অনেক সুন্দর থাকবে, সুখে থাকবে। আমিন। 🌸🙏