Prache Khan

Prache Khan "মাটির বুকে মাটির গন্ধ মেখে 😒🥀
আকাশ ছোঁয়া কল্পনা যখন মিথ্যে হয়ে যায়"। 🙄🥀
(5)

খুব ভয়ংকর অনুভূতি 💔
10/07/2025

খুব ভয়ংকর অনুভূতি 💔

🎋🙄আমার একটা দোষ আছে…একবার করো সাথে পরিচয় হলে মনের সব কথা বার্তা খুইল্লা কইয়া দেই !!🎋🙂
10/07/2025

🎋🙄আমার একটা দোষ আছে…
একবার করো সাথে পরিচয় হলে মনের
সব কথা বার্তা খুইল্লা কইয়া দেই !!🎋🙂

🎋😒সবাই টাঙ্গুয়ার হাওরে নয়তো কক্সবাজারে..আমার আপডেট ও জানানো উচিত..আমি বাসায়….!!🎋🙂
09/07/2025

🎋😒সবাই টাঙ্গুয়ার হাওরে নয়তো কক্সবাজারে..

আমার আপডেট ও জানানো উচিত..আমি বাসায়….!!🎋🙂

আপনি আমি অনেকেই এটার শিকার হচ্ছি—❤️ মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিংয়ের গল্প২৮ বছর সংসার করার পর এক পরিচিত নারী ডিভো...
09/07/2025

আপনি আমি অনেকেই এটার শিকার হচ্ছি—
❤️ মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিংয়ের গল্প

২৮ বছর সংসার করার পর এক পরিচিত নারী ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ? তিনি বুঝতে পেরেছেন, তিনি ছিলেন লাভ বোম্বিং-এর শিকার।

শব্দটা শুনতে যতটা রোমান্টিক, বাস্তবতা কিন্তু ঠিক উল্টো এ এক ভয়ংকর মানসিক ফাঁদ।

লাভ বোম্বিং কী?

লাভ বোম্বিং কোনো নিছক ভালোবাসা বা যত্ন নয়। এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যেখানে কাউকে অতিরিক্ত ভালোবাসা, প্রশংসা, উপহার আর মনোযোগে ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে তার মানসিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়।

প্রথম ধাপ: আবেগে ভাসিয়ে দেওয়া

ভাবুন তো, আপনার জীবনে এমন কেউ এসেছে যে হঠাৎ করেই আপনাকে বলে "তুমিই আমার সব!"
প্রতিদিন আপনার প্রশংসা, উপহার, আদর-যত্ন আর অতিরিক্ত মনোযোগে ভরিয়ে দিচ্ছে।
আপনি ভাবছেন, "এই তো, এমন কাউকেই তো আমি খুঁজছিলাম!"
এটাই হচ্ছে লাভ বোম্বিংয়ের প্রথম ধাপ অসাধারণ মুগ্ধতা আর মানসিক আসক্তি তৈরি করা।

মুখোশ খোলার পর...

কিন্তু এই স্বপ্নজাল চিরকাল টেকে না।
আপনি যখন তার প্রতি সম্পূর্ণ মানসিকভাবে নির্ভরশীল হয়ে যাবেন, তখন আচমকাই সে বদলে যাবে।
দূরে সরে যাবে, যোগাযোগ কমাবে, বিরক্তি দেখাবে, আপনাকেই ভুলের দায় দেবে।

আপনি নিজেকে প্রশ্ন করবেন "আমি কি কিছু ভুল করলাম?"
আস্তে আস্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, নিজের উপর সন্দেহ তৈরি হবে।

এটা নিছক প্রেম নয়, একধরনের নিয়ন্ত্রণ

লাভ বোম্বিং হলো নিয়ন্ত্রণের অস্ত্র যার মাধ্যমে একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে তোলা হয়।
তাদের লক্ষ্য, আপনাকে নিজের উপর থেকে বিচ্যুত করে ফেলা—যাতে আপনি কেবল তাদের কথাই মানেন, তাদের দিকেই চেয়ে থাকেন।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

আজকের দিনে লাভ বোম্বিং-এর মতো কৌশল অনেক সম্পর্কের ভিত নষ্ট করছে।

তাই মনে রাখুন
👉 যে ভালোবাসা হঠাৎ বিস্ফোরিত হয়, তা হঠাৎ করেই নিভে যেতে পারে।
👉 ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই হয় স্থায়ী এবং গভীর।
👉 অতিরিক্ত যত্ন বা প্রশংসায় চোখ বুঁজে বিশ্বাস না করে, বরং নিজেকে প্রশ্ন করুন—"এই যত্নটা কি সত্যি? নাকি এর পেছনে আছে কোনো উদ্দেশ্য?"

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অনুভূতি, আত্মসম্মান আর মানসিক সুস্থতার যত্ন নেওয়া।

আপনিও কি এই লাভ বোম্বিং-এর শিকার হচ্ছেন সামাজিক মাধ্যমে, সম্পর্কের নামে কিংবা সমাজের কারো দ্বারা?

👉 সচেতন হোন।
👉 প্রয়োজনে পেশাদার সাহায্য নিন।
👉 এবং নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন।

ভালোবাসা কোনো ফাঁদ নয়, হোক সত্যিকারের নিরাপত্তা ও সম্মানের জায়গা।

😒উচিত কথার ভাত নাই…তারপরেও আমি উচিত কথা বলা ছাড়বো না 🧐কারণ আমার ভাত ভালোলাগে না….!!🫩
09/07/2025

😒উচিত কথার ভাত নাই…
তারপরেও আমি উচিত কথা বলা ছাড়বো না 🧐
কারণ আমার ভাত ভালোলাগে না….!!🫩

🎋😔আমি জানি,অবশ্যও এটা আমার ও হয় খুব,-যখন খুব বেশি কষ্ট হয় তখন খুব “মা”এর কথা মনে পড়ে !!🎋🫩
09/07/2025

🎋😔আমি জানি,
অবশ্যও এটা আমার ও হয় খুব,-

যখন খুব বেশি কষ্ট হয় তখন খুব “মা”এর
কথা মনে পড়ে !!🎋🫩

🎋😔কোনো সম্পর্কের মাঝে …যদি ঠিক মতো কথা না বলা হয়….সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়…!🎋🙂
09/07/2025

🎋😔কোনো সম্পর্কের মাঝে …
যদি ঠিক মতো
কথা না বলা হয়….
সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়…!🎋🙂

09/07/2025

বৃষ্টি র craving 😋😋😋

হুমায়ূন আহমেদের এর জনপ্রিয় উপন্যাস ❛অপেক্ষা❜ এর অসাধারণ কিছু উক্তি ⤵️১) ❝মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের স...
09/07/2025

হুমায়ূন আহমেদের এর জনপ্রিয় উপন্যাস ❛অপেক্ষা❜ এর অসাধারণ কিছু উক্তি ⤵️

১) ❝মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!❞

২) ❝পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধর জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা..❞

৩) ❝কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা!❞

৪) ❝প্রতিটা মানুষ কোন না কোন অপেক্ষায় থাকে। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়!!❞

৫) ❝মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!❞

৬) ❝এ শহরে আছে বিচিত্র ধরনের মানুষ। আর আছে তাদের বিচিত্র ধরনের অপেক্ষা!❞

৭) ❝জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা!❞

৮) ❝ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ংকর!❞

৯) ❝বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না!❞

১০) ❝বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত!❞

১১) ❝জগতের কোন দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান!❞

১২) ❝মানুষ অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন!❞

১৩) ❝হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তারচেয়ে দশগুণ বেশি সুন্দর লাগে!❞

বই : অপেক্ষা
লেখক : হুমায়ূন আহমেদ

🎋🙄মানুষ সেদিন ই সত্যিকারের মানুষ হবে ,যেদিন সে অন্যের ভূল ধরার আগে নিজের ভূল ধরতে শিখবে…..!🎋😔
08/07/2025

🎋🙄মানুষ সেদিন ই সত্যিকারের মানুষ হবে ,
যেদিন সে অন্যের ভূল ধরার আগে নিজের
ভূল ধরতে শিখবে…..!🎋😔

🎋🙄নারী নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে পৃথিবীর আর কাউকে ভালো লাগে না !!🎋🫩
07/07/2025

🎋🙄নারী নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে
পৃথিবীর আর কাউকে ভালো লাগে না !!🎋🫩

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Prache Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share