05/01/2024
কবিতা-প্রেমের মায়াজাল
লেখক-আবির হাসান রাকিব
বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ,
ভাবনাতে শিহরিত – আছে যত রন্ধ্র।
নয়নে আঁকা তোর প্রেমময় ছবিটা,
শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।
ছন্দে ছন্দে আমি তোকে বলে যাই,
জুড়ি আমাদের যেন- কৃষ্ণ আর রাই।
সাতজন্ম তোর রাখবো খেয়াল,
তোর প্রেম আমার কাছে যেন মায়াজাল।
অভিমানে ভারি যদি হয় তোর মুখটা,
হাসি ঠিকই আনবো; পেড়িয়ে ঝড়-ঝাপটা।
অভিযোগ খুজতে হাঁপাবে তোর জান,
সুযোগতো দেবোনা থাকতে এ প্রান।
পূরন করবো তোর ইচ্ছে যত,
সুখের ভুবনে প্রেম বাড়বে শত।
দূঃখের স্পর্শ থেকে রাখবো দূরে,
আনন্দতে তোকে আমি রাখবো মুড়ে।
খুটিনাটি খুনসুটি- দিনের শুরু,
স্পর্শে তোর- বুক করে দুরুদুরু।
অগোচরে কেটে যাবে দিন-প্রতিদিন,
এভাবে বাসবো ভালো আমি তোকে চিরদিন।