06/06/2024
সবাই প্রতারক হয় না।সবাই ছেড়ে যায় না।
কখনো কখনো নিয়তি দুজন কে আলাদা করে দেয়।
আসলে ভাগ্য বলে একটা জিনিস আছে।
যে মানুষটা তোমার ভাগ্যে নেই শত চেষ্টা করলেও সে মানুষটা কখনো তোমার হবে না।
প্রায়ই দেখা যায় দীর্ঘ আট/দশ বছর সম্পর্ক আগলে রাখার পরেও মানুষ দু'টি আলাদা হয়ে গেছে।দুজনের চাওয়াতে কোন ত্রুটি না থাকার পরেও তারা এক হতে পারেনি।দু'জন দু'জন কে সমানভাবে বোঝা,ভালোবাসা,কেয়ার করা,শ্রদ্ধা ও মূল্যায়ন করা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।কখনো কখনো এমনও হয় যে বিয়ের আসরে বসেও বিয়েটা ভেঙ্গে গেছে।
আবার সবকিছু ঠিকঠাক মতো চলার পরেও দেখা যায় যে মানুষ দুটি মিউচুয়াল ব্রেকআপ করে নিয়েছে।মানুষ দু'টি একে অন্যের হতে পারেনি তবুও যোগাযোগ আছে।শ্রদ্ধা ও ভালোবাসাটা আগের মতোই আছে।এরকম অনেক উদাহরণ আছে।
আসলে জন্ম,মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয়ে মানুষের কোন হাত নেই।সৃষ্টিকর্তা এই বিষয়গুলো নিজের হাতে রেখে দিয়েছেন।তোমার জন্য যা বরাদ্দ না তুমি শত চেষ্টা করলেও তা নিজের করে পাবে না।
পরিবার,চাকরী,ধর্ম,যোগ্যতা এগুলো উছিলা মাত্র।
মোটকথা যে মানুষটা তোমার ভাগ্যে নেই সেই মানুষটার হাত তুমি যতো শক্ত করেই ধরো না কেন কোন না কোন কারণে সে হাত তোমার হাতের মুঠো থেকে ছুটে যাবেই।
যেটা তোমার ভাগ্যে আছে সেটা যতই দূরে থাকুক সেটা তোমার যতই খারাপ লাগুক সেটা তুমি পাবেই।
আসলে আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোন মানুষটা ঠিক আর কোন মানুষটা ভুল। তাই আমাদের আল্লাহর উপরে
ভরসা রাখতে হবে।তাহলে দেখবেন জীবনের সব হতাশা দূর হয়ে গেছে।