Emu Shimu

Emu Shimu আমার রাজ্যে আমি রানী‌

06/06/2024

সবাই প্রতারক হয় না।সবাই ছেড়ে যায় না।
কখনো কখনো নিয়তি দুজন কে আলাদা করে দেয়।
আসলে ভাগ্য বলে একটা জিনিস আছে।
যে মানুষটা তোমার ভাগ্যে নেই শত চেষ্টা করলেও সে মানুষটা কখনো তোমার হবে না।

প্রায়ই দেখা যায় দীর্ঘ আট/দশ বছর সম্পর্ক আগলে রাখার পরেও মানুষ দু'টি আলাদা হয়ে গেছে।দুজনের চাওয়াতে কোন ত্রুটি না থাকার পরেও তারা এক হতে পারেনি।দু'জন দু'জন কে সমানভাবে বোঝা,ভালোবাসা,কেয়ার করা,শ্রদ্ধা ও মূল্যায়ন করা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।কখনো কখনো এমনও হয় যে বিয়ের আসরে বসেও বিয়েটা ভেঙ্গে গেছে।

আবার সবকিছু ঠিকঠাক মতো চলার পরেও দেখা যায় যে মানুষ দুটি মিউচুয়াল ব্রেকআপ করে নিয়েছে।মানুষ দু'টি একে অন্যের হতে পারেনি তবুও যোগাযোগ আছে।শ্রদ্ধা ও ভালোবাসাটা আগের মতোই আছে।এরকম অনেক উদাহরণ আছে।

আসলে জন্ম,মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয়ে মানুষের কোন হাত নেই।সৃষ্টিকর্তা এই বিষয়গুলো নিজের হাতে রেখে দিয়েছেন।তোমার জন্য যা বরাদ্দ না তুমি শত চেষ্টা করলেও তা নিজের করে পাবে না।

পরিবার,চাকরী,ধর্ম,যোগ্যতা এগুলো উছিলা মাত্র।
মোটকথা যে মানুষটা তোমার ভাগ্যে নেই সেই মানুষটার হাত তুমি যতো শক্ত করেই ধরো না কেন কোন না কোন কারণে সে হাত তোমার হাতের মুঠো থেকে ছুটে যাবেই।

যেটা তোমার ভাগ্যে আছে সেটা যতই দূরে থাকুক সেটা তোমার যতই খারাপ লাগুক সেটা তুমি পাবেই।

আসলে আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোন মানুষটা ঠিক আর কোন মানুষটা ভুল। তাই আমাদের আল্লাহর উপরে
ভরসা রাখতে হবে।তাহলে দেখবেন জীবনের সব হতাশা দূর হয়ে গেছে।

02/06/2024

আমাকে ঠকানোর বিচার আল্লাহ করবে

02/06/2024

কখনো ভালোবাসা থাকে, অধিকার থাকে না ... কখনো অধিকার থাকে, ভালোবাসাটাই থাকে না ... আর কখনো ভালোবাসা আর অধিকার দুটোই থাকে, সময়টা পক্ষে থাকে না !!

দিনশেষে এই শহর, ঐ বৃষ্টি কিংবা বৃষ্টি স্পর্শ করতে না পারা আমি - আমরা কেউ ভালো নেই !!"

17/05/2024

ভালোবাসা গোলাপের মতো সুন্দর যদি তোমার নজর সুন্দর হয়, মন-মানসিকতা সুন্দর হয়।ভালোবাসা সুপার সাইক্লোনের মতো শক্তিশালী যদি দুইজন দুইজনের প্রতি বিশ্বাসটা থাকে।

তোমারা আমাকে বাস্তবতার গল্প শোনাও,সামাজিকতার গল্প শোনাও, বয়সের ব্যবধান দেখাও,উঁচু নিচু, সাদা-কালোর পার্থক্য বুঝাও।অথচ আমি তোমাদের বাস্তবতা, সামাজিকতা,উঁচু নিচু,সাদা-কালো, ধনী-গরিব সব বৈষম্যকে তুচ্ছ করে ভালোবাসার জয় হতে দেখেছি। আমি দুইটা গোলাপ একত্রে হাসতে দেখেছি।

আমরা আসলে মুখে মুখেই শুধু বলি,যদি আমার একজন প্রিয় মানুষ থাকতো।এই চাওয়াটা মুখে মুখেই মাত্র! মন থেকে নয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, আপনার মাথায় কখনো সামাজিকতা আসবে না। আপনাদের সম্পর্কে কোনো বাঁধা আসবে না। যখন, পৃথিবীর সবকিছুর চেয়ে আপনার প্রিয় মানুষটাকে কাছে পাওয়া আকুতি বেশি থাকবে।

আমরা সবাই ভালোবাসি অথচ ভালোবাসাকে পূর্ণতা দিতে জানি না। কারণ, আমাদের ভালোবাসা নড়বড়ে কুঁড়েঘরের মতো সামান্য বাতাসেই ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যায়।

কাউকে ভালোবাসি বলার আগে একটু ভেবে নিন তাকে আধো ভালোবাসেন কি না! যদি সত্যি ভালোবেসে থাকেন, তবে তাকে কাছে পাওয়ার আকুতি আপনাকে সামাজিকতা, উঁচু নিচু,সাদাকালো , ধনী গরীব সবকিছু ভুলিয়ে দিবে । আপনার মাথায় শুধু একটা জিনিস কাজ করবে তাকে আমার লাগবেই লাগবে,ভালোবাসা সুন্দর সেটা যদি সঠিক মানুষের সঙ্গে হয়

17/05/2024

পছন্দের মানুষ কে 'নিজের' করে পেয়ে যাওয়ার মতো সৌভাগ্য সবার হয়না! এই সৌভাগ্য যাদের হয়, তাদের খুশি টা তাদের চেহারা তে এমনি এমনি ই ভেসে উঠে!
'প্রিয় মানুষ' রে বিয়ে করলে সম্ভবত এইটা একটা সুবিধা যে ছবি তুলতে গেলে 'ফেইক এক্সপ্রেশন' দেওয়া লাগে না! ছবি এমনেই মারাত্মক সুন্দর আসে!
ভালোবাসা নিয়ে খুশি থাকুক সবাই, ভালোবাসার মানুষ নিয়ে খুশি থাকুক সবাই। মাশাল্লাহ ❤️

16/05/2024

আজীবন একটা জিনিস দেখলাম! আমার জন্য অপেক্ষা করার কেউনাই! আমি সারাজীবন হয় সেকেন্ড চয়েজ নাইলে রিপ্লেসেবল কেউ ছিলাম! কারো জন্য ম্যান্ডেটোরি ছিলাম না! "তোমাকে লাগবেই" বা "তোকে লাগবেই" কিংবা তোমাকে ছাড়া আমার চলবেইনা এই টাইপের কেউ আমার নাই! না বন্ধু, না প্রেমিক, না কাছের মানুষজন!

কারো সেকেন্ড চয়েজ, অপশনাল চয়েজ হিসাবে বেঁচে থাকাটা অতোটা সুখের না, সম্মানেরও না! তবুও বেঁচে থাকতে হয়! থাকি! ❤

15/05/2024

তুমি আমাকে ছাড়াই ভালো আছো ।
এটা জানার পরেও আমি কিভাবে তোমার ভালো থাকার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবো বলো????
আমিও তো চাই তুমি ভালো থাকো ।
সেটা আমার সাথে নাই বা থাকলে।অন্য কারো সাথেই থাকো তারপরেও ভালো থাকো ।
💔💔💔

15/05/2024

হঠাৎ করেই এমন একটা দিন আসবে, সেদিন তুমি আমাকে অনেক বেশি মিস করবে! নিজের অজান্তেই আমার জন্য কষ্ট পাবে আর পুরনো কিছু স্মৃতি তোমাকে আমার কথা বারবার মনে করিয়ে দিবে! তখন হয়তো তুমি একটা কথা স্বীকার করে নেবে যে, ওর সাথে যা করেছি অনেক বেশি অন্যায় করেছি!'
💔🥲🥀

15/05/2024

তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হলো, আস্তে আস্তে তোমার জীবন থেকে হারিয়ে গেলাম......!!💔😅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emu Shimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category