
21/07/2022
মসজিদের এসি চালু থাকবে
জ্বালানি সংকট মোকবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক থেকে আটটি সিদ্ধান্ত আসে। দেশ বিদ্যুতে ভাসছে, এত উদ্বৃত্ত যে কিছুদিন পরই রপ্তানী করবো এমন অবস্থা। তাহলে কেন এখন ৮ টার মধ্যে মার্কেট বন্ধ, দিনে কয়েক ঘন্টা লোডশেডিং এর নির্দেশনা দিচ্ছে সরকার?! এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নির্দেশনাটি হলো মসজিদে এসি বন্ধ রাখা। অবাক হলাম তাদের চিন্তার ধরণ দেখে। প্রশ্ন হলো-
১. কয়টা মসজিদে এসি আছে?
২. বঙ্গভবন, গনভবন, মিন্টোরোড, সচিবালয়ের কোনায় কোনায় যে এসি চলে সেগুলোর কি হবে?
৩. বিভিন্ন উদযাপন উপলক্ষ্যে সারা শহর জুড়ে যে অকারন আলোকসজ্জা হয় তার কি হবে?
আমি মনে করি সব ভবনের এসি বন্ধ করে হলেও মসজিদের এসি চালু রাখতে হবে।