আবহাওয়া সংবাদ পান

আবহাওয়া সংবাদ পান প্রতি দিন আবহাওয়া সংবাদ পেতে আমাদের ?

গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট!!! আগামী ২৪ ঘন্টার জন্য বজ্রবৃষ্টির সতর্কতা!!!গতকালের ৪৮ ঘন্টার আপডেটের প্রায় ২০ ঘন্টা শেষ হ...
11/10/2025

গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট!!!
আগামী ২৪ ঘন্টার জন্য বজ্রবৃষ্টির সতর্কতা!!!

গতকালের ৪৮ ঘন্টার আপডেটের প্রায় ২০ ঘন্টা শেষ হয়েছে।এরমধ্যেই উল্লেখিত বহু স্থানে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে,যা এখনো চলামান।এই বৃষ্টির ধারাবাহিকতা আগামী ২৪ ঘন্টাতেও অভ্যাহত থাকতে পারে এবং এর পরে অনেক কমে আসতে পারে।যা আমরা ৬ তারিখের পর থেকেই একাধিকবার বলে আসছি।

রংপুর রাজশাহী বিভাগে বৃষ্টি ইতোমধ্যেই কমে এসেছে।আগামীকাল থেকে তা আরো কমে পরবর্তী সময়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

এখন দেখে নেওয়া যাক আজকে সকাল ১০ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে দেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আগামী ২৪ ঘন্টায় ঢাকা,নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী মানিকগঞ্জ, পাবনা,নাটোর,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর,ঝিনাইদহ, মাগুরা

রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি,বরগুনা, পিরোজপুর, ভোলা,শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ,কুমিল্লা, ফেনী,চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও এর আশেপাশের কিছুকিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কিছুকিছু স্থানে ভারী বৃষ্টি হতেপারে।

তাই যেকোনো কাজ করার আগে ভালো করে আপডেট জেনে এবং বুঝে তারপরে কাজ শুরু করবেন।চলমান বিক্ষিপ্ত বৃষ্টি ১৫ তারিখ থেকে দক্ষিণ এবং মধ্যাঞ্চলেও অনেক কমে যাবে। এরপরেই শুরু হতেপারে শুষ্ক আবহাওয়া।

নোটঃ মৌসুমি বায়ু আগামীকাল থেকে রংপুর বিভাগের মাধ্যমে বিদায় নেওয়া শুরু করতে পারে এবং ১৬ তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের মাধ্যমে দেশ ত্যাগ করতে পারে।

ধন্যবাদ

🌎 ভূমিকম্পের খবর 🌎⏰ সময়: আজ ১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ০৬:২৩ মিনিটে (বাংলাদেশ সময়)📍 অবস্থান: ১৮.৫১° উত্তর, ৯৩.৭২° পূর্ব📌 ক...
11/10/2025

🌎 ভূমিকম্পের খবর 🌎

⏰ সময়: আজ ১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ০৬:২৩ মিনিটে (বাংলাদেশ সময়)
📍 অবস্থান: ১৮.৫১° উত্তর, ৯৩.৭২° পূর্ব
📌 কেন্দ্র: পিয়ে (Pyay), মিয়ানমার এর পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ১৬২ কিমি দূরে
⚡ মাত্রা: রিখটার স্কেলে ৪.৮
⬇️ গভীরতা: ১০ কিমি

👉 ভৌগোলিকভাবে কেন্দ্র মিয়ানমারে হলেও বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে হালকা কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

11/10/2025

বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি চলছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আরও অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

দানবাকৃতির মেঘমালা অবস্থান করছে বাংলাদেশের পশ্চিমে।
11/10/2025

দানবাকৃতির মেঘমালা অবস্থান করছে বাংলাদেশের পশ্চিমে।

11/10/2025

⛈️ আজকের আবহাওয়া ১১/১০/২০২৫ ⛈️ রৌদ্রজ্জ্বল বা আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু অংশে

রাতে দেশব্যাপী বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছেআজ মঙ্গলবার দিবাগত রাত ১০ টার...
30/09/2025

রাতে দেশব্যাপী বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে

আজ মঙ্গলবার দিবাগত রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম, সিলেট, ময়মনিসংহ, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ থেকে ১০০%। রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে

সিলেট বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম বিভাগ: সকল জেলা

বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৯০%। রাত ১২ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে

ময়মনসিংহ বিভাগ: সকল জেলা
ঢাকা বিভাগ: সকল জেলা।

বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ থেকে ৭০%। রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে

বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলা।

বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৬০%। রাত ১১ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে

রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ

খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা

বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩০ থেকে ৫০%। সম্ভব্য সময় রাত ৩ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে।

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর জেলা।

তথ্য : মুস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ।

আজ ১৯ শে মে, সকাল ৮ টার পর থেকে আগামী তিনদিনে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার উপরে বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, ...
19/05/2025

আজ ১৯ শে মে, সকাল ৮ টার পর থেকে আগামী তিনদিনে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার উপরে বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, নওগাঁ, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী দ্বারা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। এইসকল এলাকার উপরদিয়ে কালবৈশাখী সহ তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে। দেশের অন্যত্র মোটামুটি মানের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত টানা তিনদিন নয় স্বল্প সময়ের জন্য থেমে থেমেও হতে পারে।
চিত্র: হিমাওয়ারি-৯ বি১৩

☔বৃষ্টিপাতের শ্রেণী বিন্যাস
======================
☔হালকা: ১-১০ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔মাঝারী ধরণের: ১১-২২ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔মাঝারী ধরণের ভারী: ২৩-৪৩ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔ভারী: ৪৪-৮৮ মিঃমিঃ/২৪ ঘন্টা।
☔অতি ভারী: >৮৮ মি:মি:/২৪ ঘন্টা
(©বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর)

13/02/2025

⛈️বছরের প্রথম বজ্রসহ বৃষ্টি আসছে, ফেব্রুয়ারীর ৩য় সপ্তাহে⛈️
সাথেই থাকুন।

🌞🌨️☔ রবিবার (০২ ফেব্রুয়ারি) ও সোমবার (০৩ সোমবার) আবহাওয়া পূর্বাভাসআজ  সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৫  দুপুর ৭ টা বেজে ৩০ মি...
02/02/2025

🌞🌨️☔ রবিবার (০২ ফেব্রুয়ারি) ও সোমবার (০৩ সোমবার) আবহাওয়া পূর্বাভাস

আজ সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ৭ টা বেজে ৩০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এই মেঘ উত্তর-পূর্ব দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিয়ে অগ্রসর হচ্ছে। এই সঞ্চারণশীল মেঘের কারণে আজ রবিবার ও আগামীকাল সোমবার, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ রবিবার বিকেল ৬ টার পর থেকে আগামীকাল সোমবার রাত ১০ টার মধ্যে সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি আজ রবিবার রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার রাত ১০ টার মধ্যে। হালকা থেকে মাঝারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে জেলাগুলোর উপরে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে। হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনিসংহ বিভাগের ময়মনিসংহ ও নেত্রকোনা জেলা; ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে।

আবারও গভীর কুয়াশাবেল্টের সতর্কতা!!আগামী ২৭ জানুয়ারি হতে দেশের উত্তরাঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে৷ এর পর ২৮/২৯ তা...
26/01/2025

আবারও গভীর কুয়াশাবেল্টের সতর্কতা!!
আগামী ২৭ জানুয়ারি হতে দেশের উত্তরাঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে৷ এর পর ২৮/২৯ তারিখের মধ্যে তা সারাদেশে বিস্তার লাভ করতে পারে৷ এতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে দীর্ঘ সময় কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে।

এছাড়া দেশের বাকি এলাকায় দুপুরের মধ্যেই অধিকাংশ দিন পরিষ্কার হয়ে যেতে পারে। ২৯ জানুয়ারি নাগাদ কুয়াশা বেল্ট দূর্বল হতে পারে৷ এবং এই সম্পূর্ণ সময়েই দেশের শীত প্রধান এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ(কনকন ২) চলতে পারে।

ধন্যবাদ,

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পার...
26/01/2025

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

▇ ২৬ জানুয়ারী, ২০২৫ খ্রীষ্টাব্দ, রবিবার।♦︎ বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত তথ্য।--------------------------------🅐 ...
26/01/2025

▇ ২৬ জানুয়ারী, ২০২৫ খ্রীষ্টাব্দ, রবিবার।
♦︎ বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত তথ্য।
--------------------------------
🅐 আবহাওয়ার পূর্বাভাস:
উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কুয়াশা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। আজ সকাল থেকেই উন্নতির পথে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকা। চট্টগ্রাম বিভাগে প্রথম থেকেই খুব বেশী প্রভাব নেই।

আজ দুপুর থেকে বিকাল তিনটা নাগাদ দেশের প্রায় সকল স্থানেই রোদের উপস্থিতি দেখতে পাওয়া যাবে।

আগামী কয়েকদিনে আকাশে কুয়াশা, ধোঁয়াশা এবং খন্ড খন্ড মেঘের উপস্থিতির কারণে সূর্যের আলোর উজ্জ্বলতা স্থান ভেদে অনেকটা কম-বেশি থাকতে পারে।

উত্তরাঞ্চল থেকে শীতের প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে তবে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই।

♦︎ আজ সকাল ৮:৩০ মিনিটের ন্যাচারাল স্যাটেলাইট চিত্র থেকে দেশের উপর কুয়াশার অবস্থান দেখে নিন।
সাদা স্থান সমূহে ঘন কুয়াশা বুঝতে হবে। সবুজ স্থানসমূহে গাছপালার উপস্থিতি নির্দেশ করে।

* ঢাকার সময় অনুযায়ী:
* আগামীকাল সূর্যোদয়: ৬:৪১ মিনিটে।
* আগামীকাল সূর্যাস্ত: ৫:৪০ মিনিটে।
* আগামীকাল দিনের দৈর্ঘ্য:
(১০ ঘন্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড)
© আবহাওয়ার সংবাদ পান

Address

Dhaka
2230

Alerts

Be the first to know and let us send you an email when আবহাওয়া সংবাদ পান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবহাওয়া সংবাদ পান:

Share