
19/05/2025
আজ ১৯ শে মে, সকাল ৮ টার পর থেকে আগামী তিনদিনে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার উপরে বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, নওগাঁ, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী দ্বারা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। এইসকল এলাকার উপরদিয়ে কালবৈশাখী সহ তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে। দেশের অন্যত্র মোটামুটি মানের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত টানা তিনদিন নয় স্বল্প সময়ের জন্য থেমে থেমেও হতে পারে।
চিত্র: হিমাওয়ারি-৯ বি১৩
☔বৃষ্টিপাতের শ্রেণী বিন্যাস
======================
☔হালকা: ১-১০ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔মাঝারী ধরণের: ১১-২২ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔মাঝারী ধরণের ভারী: ২৩-৪৩ মিঃমিঃ/২৪ ঘন্টা
☔ভারী: ৪৪-৮৮ মিঃমিঃ/২৪ ঘন্টা।
☔অতি ভারী: >৮৮ মি:মি:/২৪ ঘন্টা
(©বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর)