Ashikur Rahman

Ashikur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashikur Rahman, Digital creator, Dhaka.

গত ২ দিন আগে রাঙ্গামাটির নানিয়ারচর সেনা ক‍্যাম্পে সন্ত্রাসীদের গু’লিতে নিহত হন সেনা সদস‍্য শহিদুল ইসলাম কায়সার। গত দুইদ...
08/05/2025

গত ২ দিন আগে রাঙ্গামাটির নানিয়ারচর সেনা ক‍্যাম্পে সন্ত্রাসীদের গু’লিতে নিহত হন সেনা সদস‍্য শহিদুল ইসলাম কায়সার। গত দুইদিনে বিষয়টি সেনাবাহিনী বা আইএসপিআর’র পক্ষ থেকে স্বীকার করা হয়নি এমনকি কোন বিবৃতিও দেওয়া হয়নি। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন অভিযানের খবরও পাওয়া যায়নি। তবে, হত‍্যাকান্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে প্রচার হলে- একটা পক্ষ ঘটনাটিকে ‘আত্মহত‍্যা’ বলে চালানোর চেষ্টা করেছিল। তবে সেদিন সন্ধ‍্যায় যে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস‍্য শহিদুল ইসলাম কায়সার শহীদ হয়েছিল- সেটা আজ "মৃত্যু বরণকারী সেনা সদস্যকে সামরিক মর্যাদায় দাফন" করার পর পরিস্কার হয়েছে।

উল্লেখ‍্যঃ সশস্ত্রবাহিনী'র সেনা-সদস্য মৃত্যুবরণ করলে (আত্মহত্যা ব্যতীত) তাদেরকে নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত সেনা ইউনিট হতে একটি চৌকষ দল কর্তৃক "গার্ড অব অনার" প্রদানের মাধ্যমে সামরিক মর্যাদায় লাশ দাফন করা হয়।

যাই হোক, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাকারী সামরিক বাহিনীর একজন সৈনিক দায়িত্বপালনকালে নিজের জীবন উৎসর্গ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। এমন সন্ত্রাসী হত্যাকান্ডের খবর প্রকাশ করলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে- এমন ছোটলোকি চিন্তাভাবনা পরিহার করে অপরাধীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষনা করা হোক। যাতে ভবিষ‍্যতে- এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

যদি যুদ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!সরাসরি মিসাইল আক্রমণের সম্ভাবনা বা...
07/05/2025

যদি যুদ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!

সরাসরি মিসাইল আক্রমণের সম্ভাবনা বাদই দিলাম। তারপরেও যুদ্ধের পরিণাম আমাদের জন্য ভীষণ ভয়াবহ হবে।

যুদ্ধ শুরু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, এবং আসামের সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ফিল্ডে বিরাট প্রভাব পড়বে। আমদানি-রপ্তানি সংকট, মূল্যস্ফীতি, সীমান্ত অস্থিরতা—এসব সমস্যা মোকাবেলা করতে আমাদের বর্তমান সরকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এছাড়া, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারত-চীন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া মত আন্তর্জাতিক ব্লকের চাপেও বাংলাদেশ পড়ে যেতে পারে।

তাই আমাদের উচিত যুদ্ধ না হওয়ার জন্য প্রার্থনা করা। পাকিস্তান বর্তমানে যথেষ্ট সংযত পদক্ষেপ নিচ্ছে, তবে যদি তাদের পক্ষ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে, তখন আমরা একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হতে পারি।

তাই, ভারত প্রীতি কিংবা পাকিস্তান প্রীতি নয়, আমাদের এখন একমাত্র প্রীতি হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশ প্রীতি।

যুদ্ধ কোন ফ্যান্টাসি না। তোপের মুখে কখনো শান্তি জন্ম নেয় না। এটা শুধু ধ্বংসের আর্তনাদ, কিংবা প্রাণের মুখে ক্ষত-বিক্ষত হওয়ার রূপকথা।

©️

যাদের হাতে আমার ভাই-বোনের র'ক্ত লেগে আছে কোন অবস্থাতেই সেই পাকিস্তানকে সমর্থন করতে পারি না। মৃত্যুর আগেও না।
07/05/2025

যাদের হাতে আমার ভাই-বোনের র'ক্ত লেগে আছে কোন অবস্থাতেই সেই পাকিস্তানকে সমর্থন করতে পারি না। মৃত্যুর আগেও না।

!!
07/05/2025

!!

07/05/2025

যুদ্ধ শুরু করেছে ভারত-পাকিস্তান। ইউনূস সরকারের উপদেষ্টারা ও দলীয় লোকজন হঠাৎ ফেসবুকভর্তি করছে— “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হোন।”

কিন্তু প্রশ্ন হচ্ছে: আমরা কি পাকিস্তান? কাশ্মীর ইস্যু দিয়ে আমাদের সার্বভৌমত্ব হুমকিতে থাকবে কেন? ভারত-পাকিস্তানের দ্বন্দ্বে আমাদের সার্বভৌমত্বের কি হলো?

আমাদের সার্বভৌমত্বের হুমকি আসছে মায়ানমার দিক থেকে। রাখাইন রাজ্যের উত্তেজনা, রোহিঙ্গা সংকট, সীমান্তে গোলাবর্ষণ, আর বঙ্গোপসাগরে নজর দেওয়া হলে দেখা যাবে সেন্টমার্টিন-পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে নাজুক, জায়গাগুলো ক্রমশ চাপের মুখে।

ঐদিকে নজর দেন…

07/05/2025

আসল টার্গেট কিন্ত বাংলাদেশ!
ঘাঁটি বসানোর জন্য এটি ভৌগলিকভাবে সবচেয়ে আকর্ষণীয়।

পাকিস্তানে আক্রমণ শুরু করেছে ভারত‌।আজাদ কাশ্মীরে ভারতীয় এয়ার এটাক করেছে। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের উদ্বোধন হলো ভারতের হা...
07/05/2025

পাকিস্তানে আক্রমণ শুরু করেছে ভারত‌।আজাদ কাশ্মীরে ভারতীয় এয়ার এটাক করেছে। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের উদ্বোধন হলো ভারতের হাত ধরে।

আজ সন্ধ্যা ০৭:২০ ঘটিকায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর জোনের ত্রিপুরাছড়ী আর্মি ক্যাম্প হইতে একটি নাইট এসআরপি বের হবে প্রস্তু...
06/05/2025

আজ সন্ধ্যা ০৭:২০ ঘটিকায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর জোনের ত্রিপুরাছড়ী আর্মি ক্যাম্প হইতে একটি নাইট এসআরপি বের হবে প্রস্তুতি মূহুর্তে ঠিক ঐ সময় ওৎপেতে থাকা ইউপিডিএফ স'ন্ত্রাসী কর্তৃক গুলি এসে ২ নং পোষ্টে ডিউটিরত সেনা সদস্য শহিদুল ইসলামের গলায় বিদ্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হয়, মরদেহ হেলিকপ্টারে চট্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

06/05/2025
সিলেটের ভোলাগঞ্জ-সাদাপাথর এলাকায় চলছে হরিলুট। বিগত ৮ মাসে অন্তত হাজার কোটি টাকার বেশি পাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে বলে জা...
05/05/2025

সিলেটের ভোলাগঞ্জ-সাদাপাথর এলাকায় চলছে হরিলুট। বিগত ৮ মাসে অন্তত হাজার কোটি টাকার বেশি পাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।

প্রথম ছবিটা ৫ আগস্টের আগের, পরের ছবিটা আজকের।

05/05/2025

বৈষম্যবিরোধী যে আন্দোলনটি হলো তাতে কোথায় বৈষম্য কমলো?
সেদিন আসিফ উপদেষ্টা বললেন ৪ হাজার জন নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কোনোটির নিয়গ বিজ্ঞপ্তি নেই।পূর্বের তুলনায় নারীদের প্রতি বেশি বৈষম্য করা হচ্ছে। শুধু মাত্র মববাজী চলছে। দোকানে কোন পন্য রাখা যাবে না, তা মাইক দিয়ে ঘোষণা করে দেওয়া হচ্ছে। কে কোথায় যেতে পারবে কি পারবে না, কে কোন দোসর, আজ এ প্রতিষ্ঠান ঘেরাও তো কাল আরেক প্রতিষ্ঠান ঘেরাও!
এই চলছে, বৈষম্যহীন।

এরাই প্রকৃত মেধাবী
05/05/2025

এরাই প্রকৃত মেধাবী

Address

Dhaka

Telephone

+8801687178932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share