27/09/2023
আহলান সাহলান, মারহাবা মারহাবা।
মোস্তফা জানে রহমত পে লাখো সালাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ)।
সৃষ্টিকুলের শিরোমনি, সমস্ত জাহানের রহমত, যে নবীকে না বানাইলে খোদাতায়ালা কোন কিছুই সৃষ্টি করতেন না সেই রাসূলেপাকের আগমনী দিবস উপলক্ষে সকল সৃষ্টিকুল আনন্দ-উল্লাসে মেতে উঠুক। সবাইকে জানাই মহান ইদ এ আযম ইদ এ মিলাদুন্নবি (সাঃ) এর শুভেচ্ছা।
❤️ ইদ মোবারক ❤️