
14/07/2025
গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় খালেদ আহমেদকে (৮) ছাড়িয়ে গেছেন ইমরান তাহির (১০)। যদিও খালেদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। অন্য বোলাররা তাদের ধারেকাছেও নেই।
জিএসএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেন কে, খালেদ নাকি তাহির?