Knife of Mine

Knife of Mine নগ্নতার এই যুগে ইসলামের কিছু বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি পাশে থাকবেন।

আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিন
20/07/2025

আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিন

যিনা করলে কেউ কিছু বলে না। বিয়ে করতে চাইলে দোষ।
10/07/2025

যিনা করলে কেউ কিছু বলে না। বিয়ে করতে চাইলে দোষ।

তাড়াতাড়ি বিয়ে করা মানে জীবনকে সুন্দর করা
10/07/2025

তাড়াতাড়ি বিয়ে করা মানে জীবনকে সুন্দর করা

09/07/2025

এখনকার পিতা মাতারা বিয়েকে খুব কঠিন করে ফেলেছে। যার জন্য সন্তান নষ্ট হয়

বাস্তব
08/07/2025

বাস্তব

07/07/2025

আপনার সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দিন

07/07/2025

তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব

02/07/2025

আপনার সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ

23/06/2025
আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হলো প্রথমে নিজেকে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিয়ে করতে হবে। কিন্তু বাস্তবতা ও ই...
19/06/2025

আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হলো প্রথমে নিজেকে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিয়ে করতে হবে। কিন্তু বাস্তবতা ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু ভিন্ন।

বিয়ে কোনো বিলাসিতা নয়, দায়িত্ববোধ। এটি একজন মানুষকে আরও পরিপক্ব করে, লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং জীবনের গতি ঠিক করে দেয়।

প্রতিষ্ঠা মানেই কী বলুন তো ?
জব, বাড়ি, গাড়ি, ব্যাংকে মোটা অংকের টাকা? কিন্তু এগুলো আসলে অনিশ্চিত। জীবনের প্রতিটি ধাপে চ্যালেঞ্জ আছে। আপনি আজ চাকরি পেয়েছেন, কাল সেটা হারাতেও পারেন। তাহলে কি বিয়ে অনির্দিষ্ট সময় পর্যন্ত পিছিয়ে রাখবেন?

জীবনের প্রতিকূলতা যখন একসাথে মোকাবিলা করবেন, তখন পথ সহজ হয়। একজন স্ত্রী বা স্বামী শুধু সঙ্গীই নয়, মোটিভেশন, শান্তি আর আস্থা দেয়। একা পথ চলার চেয়ে সাথী নিয়ে পথচলা অনেক শক্তিশালী করে তোলে।রাসূল (সা.) বলেন, "হে তরুণ সমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে।" (বুখারী ও মুসলিম) । এখানে “সামর্থ্য” বলতে ন্যূনতম সামর্থ্য বোঝানো হয়েছে ভরণপোষণের সামর্থ্য, দ্বীনদার জীবনসঙ্গীকে অধিকার দেওয়া। বড় বাড়ি বা গাড়ির মালিক হওয়া নয়।

বিয়ে দেরি মানেই নফসের সাথে যুদ্ধের সময় দীর্ঘ হওয়া, হারাম পথে ধাবিত হওয়ার আশঙ্কা বাড়া। তাই প্রয়োজন মিথ্যে মানসিক চাপ নয়, বরং সময়মতো হালাল ব্যবস্থা।

বিয়ের জন্য “প্রতিষ্ঠিত” হওয়ার দরকার নেই, বরং “সামর্থ্যবান” হওয়াই যথেষ্ট। প্রতিষ্ঠা ইনশাআল্লাহ বিয়ের পরেও আসবে বরং দ্রুতই আসবে, কারণ তখন আপনি লক্ষ্যভিত্তিক জীবনযাপন করবেন। আল্লাহ্‌ জীবন বারাকাহ দিয়ে ভরিয়ে দিবেন ইনশা আল্লাহ্‌ ।

#বিয়ে #দ্বীনদার_জীবনসঙ্গী #হালাল_পথ #ইসলামিক_বিয়ে

18/06/2025

তাড়াতাড়ি বিয়ে করা জরুরি

অল্প বয়সে বিয়ে করা কেন জরুরি তার অনেকগুলো কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের মন অল্প বয়সে সহজে খাপ খাওয়...
16/06/2025

অল্প বয়সে বিয়ে করা কেন জরুরি তার অনেকগুলো কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের মন অল্প বয়সে সহজে খাপ খাওয়াতে পারে।

আপনি দেখবেন যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদের মধ্যে যারা ব্যাচেলর করতে যায় তারা বিদেশীদের মতন হতে পারে। সেই তুলনায় যারা যায় পোস্ট গ্রাজুয়েশনে তারা কোনদিন পুরোপুরি এক রকম হতে পারে না। একটা সাংস্কৃতিক দূরত্ব থেকে যায়।

কথাটা বিয়ের বেলায়ও সত্যি। আপনি আপনার ছোট বেলার বন্ধুদের সাথে যেভাবে মিশতে পেরেছেন যতটা ফ্রি হতে পেরেছেন সেই তুলনায় বয়সকালে যাদের সাথে বন্ধু হয়েছেন তাদের সাথে কোনদিন সেই গভীর পর্যায়ে মিশতে বা মন মেলাতে পারবেন না। সেজন্য আপনি যদি দেরিতে বিয়ে করেন স্ত্রীর সাথে মানসিক সংযোগ ও মনের মিল কোনদিন তার সমান হবে না যে কম বয়সে এসেছে। এক ছাদের নিচে কিন্তু দুইটা আলাদা মানুষ হয়ে বাঁচবেন। আর পরিবারের সাথে তো আরো মিলতে পারবে না।

মেয়েরা তখন কেবল মুখ রক্ষা করতে কোন রকমে শ্বশুর বাড়িতে একটু থাকে। আর সুযোগ পেলেই বাবার বাড়ি দৌড়ে পালায় হাফ ছেড়ে বাঁচতে।

দ্বিতীয়ত, বিয়ে যেমন সামাজিক ঠিক তেমনি শারীরিকও। আর্মিতে ১৮ -২০ বছর বয়সে ভর্তি নেয়া হয়। কারণ এই সময়ে আপনার তারুণ্য শীর্ষে থাকে।

শরীর থাকে সবচেয়ে তরতাজা। এই তরতাজা যৌবন খারাপ ভাবে ব্যয় করে যখন শরীর চিমিয়ে যাবে, মন আনরোমান্টিক হয়ে আসবে তখন কি বিয়ের বয়স? ষোল থেকে আঠারো বছর বয়সে প্রেমের কবিতা যতটা হৃদয় স্পর্শ করেছে বিপরীত লিঙ্গের প্রতি যেই আবেগ ও অফুরন্ত উৎসাহ কাজ করতো এখন কি তা আছে? সেরা সময়ে বিয়ে না করে আপনি অনেককে এক্সপ্লোর করে যখন বিয়ে করবেন সেই স্মৃতি গুলো আপনার কাছে ফিরে আসতে থাকবে।

সব মিলিয়ে যখন যেইটার বয়স তখন সেই কাজ না করে ভুল বয়সে করলে যেমন জীবন তিক্ত অভিজ্ঞতায় ভরে যাবে জীবন। যখন অবসরে যাবেন যখন ছেলে মেয়ে কর্মক্ষম হবে না।

সবশেষে, অল্প বয়সে অল্পতেই মন তুষ্ট থাকে। আপনি সামান্য দুইটা কাঁচের চুড়ি কিনে দিবেন দেখবেন বউ কত খুশি। আর তার বয়স বেড়ে গেলে এগুলোতে কোন পরিতৃপ্তি আসবে না। সঠিক সময় পার হলে চাকরিতে নিবে না, আর্মিতে নিবে না, বিশ্ববিদ্যালয়ে নিবে না। কিন্তু বিয়ের বেলাতে আমরা এক অদ্ভুত প্রথা অনুসরণ করছি। আরো অদ্ভুত কাজ করছি টাকা আয় রোজকারের বেলায়। এজন্যই সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সমকামিতা, নীল ভিডিও ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে। কারো কোন মাথা ব্যাথা নেই। যেই মুহুর্তে কোন ছেলে ২০ বছরে বিয়ে করবে কিংবা ব্যবসা করবে সাথে সাথে সবাই হই হই শুরু করে দেয় যেন লেখাপড়া না করে জীবন ধ্বংস করে ফেলল।

ঠিক এই ব্যাক্তিরাই পরবর্তীতে আফসোস করে বেকারত্ব, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে নানা কিছুতে। অনেকটা ঠিক এমন যে নিজেরা মাঠ ভরাট করে মার্কেট বানিয়ে ছেলেমেয়েদের দোষ দিবে যে তারা ঘর থেকেই বের হতে চায় না। আর গেলে কেবল শপিং সেন্টারে যায়।

আজকে আমরা যেই অবক্ষয় দেখছি তা আমাদের নিজেদের হাতের কামাই কিন্তু আমরা এখনো সচেতন হলাম না।

লেখাঃ মোহাইমিন পাটোয়ারী

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Knife of Mine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Knife of Mine:

Share

Category