The Roaming RoaD.

The Roaming RoaD. This page carry out journey Related vedios and some natural view which is open for everyone.

ভাংগাতরী... ছেড়াপাল...
03/08/2025

ভাংগাতরী... ছেড়াপাল...

25/07/2025

Welcome to Chittagong Boat Club (CBC) at Chittagong: Fresh sunny and Pristine. Known as the Gateway to Port City Chittagong, CBC boasts pristine beaches and islands along the coast of the Bay of Bengal, as well as a vast system of freshwater lakes and streams at Kaptai/ Rangamati. Here you can find sum-filled activities, from boating to fishing, shelling to limited golf and visiting a number of barrier islands/beaches. Beaches on the boat accessible islands include 'Barefoot Beach" at Patenga, Parki Beaches" "Romantic Beach' at St Martin's, "Family Beach" at bazar, "Lovers Beaches" at Innani, Teknaf, Sonadia and Nijhum Dip. The protected waters of Karnaphuli and Kaptai make a perfect playground for assorted water sports if you want to liven up your experience..

24/07/2025

মূষল ধারায় বৃষ্টি হচ্ছে…....

https://www.itvbd.com/country/dhaka/229262/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A...
24/07/2025

https://www.itvbd.com/country/dhaka/229262/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE
তুমি আমাদের সবার চোখের মনি ছিলে,,, ছিলে হৃদয়ের অনেক টা জায়গা দখল করে,,, আল্লাহ যেন তোমাকে তার নিজ মেহমান খানায় আশ্রয় দেন, আমিন।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ....

20/07/2025

লেডিস ফিঙ্গার (Ladies' Finger) আসলে একটি সবজি যা সাধারণভাবে "ঢেঁড়স" নামে পরিচিত। এটি ইংরেজি নাম, যা বাংলায় "লেডিস ফিঙ্গার" হিসেবে পরিচিত। ঢেঁড়স বিভিন্ন ধরণের রান্নায় ব্যবহৃত হয় এবং এটি পুষ্টিকর একটি সবজি।
লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স এর কিছু বৈশিষ্ট্য ও ব্যবহার নিচে দেওয়া হলো:
অন্যান্য নাম:
ঢেঁড়স ইংরেজি নাম "লেডিস ফিঙ্গার" ছাড়াও "ওকরা" বা "ভিন্ডি" নামেও পরিচিত।
উপকারিতা:
ঢেঁড়স ভিটামিন, খনিজ এবং ফাইবারের একটি ভালো উৎস। এটি হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ব্যবহার:
ঢেঁড়স সাধারণত বিভিন্ন সবজি হিসেবে রান্না করা হয়, যেমন ভাজি, ঝোল, এবং বিভিন্ন ধরনের তরকারি তৈরিতেও এটি ব্যবহৃত হয়।
বিভিন্নতা:
ঢেঁড়স বিভিন্ন আকারে এবং আকারে পাওয়া যায়, তবে সাধারণত লম্বা এবং সরু আকারের হয়ে থাকে।
সুতরাং, লেডিস ফিঙ্গার হল সেই সবজি যা আমরা ঢেঁড়স নামেই চিনি এবং এটি বিভিন্নভাবে খাওয়া যায়।

12/07/2025

Chittagong Boat Club....

14/08/2024
https://youtu.be/2Z-p7wiFgJU?si=bUWqmFI5e6ZpLNtq
17/02/2024

https://youtu.be/2Z-p7wiFgJU?si=bUWqmFI5e6ZpLNtq

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 এপ্রিল, 2011 তারিখে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্বোধন করেন, আশা করা যায় যে এটি সাড়ে তিন ব....

https://www.youtube.com/watch?v=mhqMAG0PwbQ
02/02/2024

https://www.youtube.com/watch?v=mhqMAG0PwbQ

মন যখন অশান্তি আর ব্যাকুলতার মাঝে থাকে তখন আল্লাহকে বার বার স্মরণ করুন আর সাহায্য চান। মনে রাখবেন মহান আল্লাহ-ই আপ...

21/01/2024

তসলিমা নাসরিন ভালবেসে বিয়ে করেছিল কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে এক সময় তসলিমা ছেড়ে যায় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তসলিমার সাথে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পরে ১৯৯১ সালে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মারা যায়। অতিরিক্ত মাদক সেবনকে তার অকাল মৃত্যুর জন্যে দায়ী করা হয়। রুদ্রের মৃত্যুর পরে তার "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে" কবিতা পাওয়া যায় যেটি পরবর্তীতে বিখ্যাত হয়ে উঠে। অনেকেই বলে থাকেন এটি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন। এর জবাবে তসলিমা নাসরিনও একটি কবিতা লেখেন যেখানে তিনি রুদ্রর প্রতি তার ভালবাসার কথা লেখেন ও একই সাথে রুদ্রর একাধিক প্রেমের কথা তোলেন।

রুদ্র'র গান

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর চ্নোয়া
ভিতরের নীল বন্দরে
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি
বাউল এর এই মন টা রে

তসলিমা নাসরিনের জবাব

প্রিয় রুদ্র,

প্রযত্নে, আকাশ

তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎসংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।
আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি।
আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গাড়া খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?
শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।
আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোৎস্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমার। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
ইতি,
সকাল

পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?
collected

বাংলা ছড়া..............
20/08/2023

বাংলা ছড়া..............

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Roaming RoaD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Roaming RoaD.:

Share

Category