Ajker Boi

Ajker Boi Online Book Shop

যৌথ কবিতার বইয়ের জন্য কবিতা আহ্বান-সকল কবি ও লেখকদের কাছ থেকে যৌথ সংকলনের জন্য কবিতা আহ্বান করা হলো- খুব শীঘ্রই প্রকাশ হ...
14/09/2025

যৌথ কবিতার বইয়ের জন্য কবিতা আহ্বান-
সকল কবি ও লেখকদের কাছ থেকে যৌথ সংকলনের জন্য কবিতা আহ্বান করা হলো- খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে নবীন প্রবীণ কবিদের কবিতা নিয়ে সমসাময়ীক যৌথ কাব্যগ্রন্থ।

আমরা মনে করি দেশের নানান প্রান্তে অনেক প্রতিভাবান কবি, সাহিত্যিক, লেখক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু তাঁদের লেখা দেশের বেশির ভাগ জাতীয় দৈনিক, ম্যাগাজিন এবং মানসম্মত বইতে সহজে জায়গা পায় না। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, দেশের যে কোনো প্রান্তের এসব ঋদ্ধ লেখকের জন্য আমাদের প্রকাশনীর দ্বার অবারিত। আমরা কেবল চেনা কবি, সাহিত্যিক,লেখক নয়, অচেনা কবি, সাহিত্যিক, লেখকের ভালো লেখা ছাপতে আগ্রহী। সুতরাং জেলা-উপজেলা-গ্রাম-ইউনিয়নে বসেও আপনি আমাদের প্রকাশনার জন্য লেখা পাঠাতে পারেন।

ইমেইলের সাবজেক্টের ঘরে যৌথ কবিতা উল্লেখ করবেন। লেখার নিচে লেখকের ফোন নম্বর ও সম্পূর্ণ ঠিকানা অবশ্যই থাকতে হবে। ওয়ার্ড ফাইলে সঙ্গে লেখকের পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করার অনুরোধ রইল। প্রেরিত লেখাটি অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। কেউ মিথ্যার আশ্রয় নিলে তার লেখা ভবিষ্যতে আর কখনোই প্রকাশের জন্য বিবেচিত হবে না। ভালো ও নবীন লেখকদের সুযোগ দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই খুব কড়া ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় লেখা বাছাই করা হবে। সুতরাং আপনার সেরা লেখাটিই দিতে হবে।

অর্থনৈতিক অংশগ্রহণ (প্রযোজ্য):
আজকের বই পাবলিকেশনস নির্বাচিত কবিদের একটি নির্ধারিত অর্থনৈতিক অংশগ্রহণের মাধ্যমে যৌথ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করবে। অর্থনৈতিক অংশগ্রহণের আওতায় অন্তর্ভুক্ত থাকবে-

+ বইয়ের ছাপা ও মানসম্মত প্রকাশনা খরচ।

+ সম্পাদনা ও প্রুফরিডিং।

+ লেখকের জন্য নির্ধারিত লেখক কপি। +

+প্রচ্ছদ ডিজাইন ও সাজসজ্জা। +

+অনলাইন ও অফলাইন প্রচারণা ও বিপণন।

তবে লেখার মান যদি বিশেষভাবে প্রশংসনীয় হয় বা লেখক যদি শিক্ষার্থী হন, তাহলে শর্ত শিথিল হতে পারে। কবিতার সংখ্যা ও লেখক কপির পরিমাণ অনুযায়ী অংশগ্রহণ শর্ত পরিবর্তিত হতে পারে। আমরা চাই প্রতিভা যেন অর্থনৈতিক কারণে হারিয়ে না যায়। তাই মানসম্পন্ন লেখার ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় বা সহানুভূতিমূলক বিবেচনার সুযোগ থাকবে।

নিয়মাবলি ও শর্ত:
১। বিষয়ঃ সমসাময়িক ছড়া বা কবিতা। কবিতার বিষয় উন্মুক্ত:
রোমান্টিক, দেশপ্রেমমূলক, সচেতনতামূলক, ধর্মীয়, বাংলার রূপবৈচিত্র মূলক, প্রতিবাদমূলক, স্বাধীনতা সার্বভৌমত্ব মূলক, বিয়োগাত্মক প্রভৃতি। প্রত্যেকে সর্বনিম্ন ২টি করে কবিতা থাকবে। যেকোনো বিষয়ের উপর স্বরচিত ২/৪/৬/৮/১০ টি কবিতা পাঠাতে পারবেন। মানসম্মত কবিতা এবং বানান নির্ভুল হতে হবে। কেবলমাত্র মানসম্মত,বাছাইকৃত ভালো লেখা সংকলনে অন্তভুর্ক্তির জন্য বিবেচ্য হবে।

২। অবশ্যই স্বরচিত ও মৌলিক কবিতা হতে হবে, সাথে বিস্তারিত জীবনী পাঠাতে পারবেন।

৩। কবিতার বিষয় নির্ধারিত নয়, তবে অশ্লীল, রাষ্ট্রদোহী, ধর্মবিদ্বেষী কবিতা অগ্রহণযোগ্য।

৩। বাংলাদেশের যে কোনো কবি লেখা জমা দিতে পারবেন। প্রবাসী বাঙ্গালী কবি হলে জন্ম¯’ান তথা জেলার নাম উল্লেখ করতে হবে।

৪। কবিতা ২৪ লাইনের হলে ভালো হয়, সর্বোচ্চ ২৮ লাইনের মধ্যে হতে হবে।

৫। মানসম্মত কবিতা এবং বানান নির্ভুল হতে হবে। মানসম্মত হলেই কেবল নির্বাচন করা হবে। মানসম্মত ভালো লেখাকে প্রাধান্য দেওয়া হবে।

৬। লেখা অনলাইনে-অফলাইনে অপ্রকাশিত ও নতুন লেখা প্রকাশের জন্য অগ্রাধিকার পাবে। আপনার জমাকৃত লেখাটি অনলাইনে/অফলাইনে অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া গেলে, লেখাটিকে বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। অনলাইনে প্রকাশিত নয় এমন পুরাতন লেখাও পাঠাতে পারবেন ( অন্য কোনো যৌথ সংকলন বইয়ে বা একক গ্রন্থে প্রকাশিত লেখা পাঠাবেন না)।

৭। অন্যের লেখা আংশিক / সম্পূর্ণ কপি করা যাবে না। জমাকৃত লেখাগুলো নিজের মৌলিক লেখা (অনুবাদের ক্ষেত্রে নিজের করা অনুবাদ) হতে হবে। কোনো লেখায় আংশিক / সম্পূর্ণ কপি পাওয়া গেলে, সেই লেখককে আজীবনের জন্য আমাদের সকল প্ল্যাটফর্ম থেকে ব্যা’ন করা হবে।

৮। লেখা পাঠানোর ক্ষেত্রে প্রমিত বানানের নিয়ম ও ভাষারীতি মানতে হবে। গুরুচণ্ডালী দোষ, অতিরিক্ত বানান ভুল, সংলাপ ব্যতীত অপ্রচলিত ও বাংলিশ শব্দের ব্যবহার করা এসব বিষয়ে খেয়াল রেখে লেখা দিবেন। একজন লেখকের কাছে শুদ্ধ বানান এবং সঠিক বাক্যের লেখা প্রকাশনী প্রত্যাশা করে। অতিরিক্ত বানান ভুল ও ব্যাকরণগত ভুল আপনার লেখা প্রকাশ অযোগ্য বলে গণ্য করাবে। তাই, ভুল এড়াতে ভাষারীতির বই ও অভিধানের সাহায্য নিন। ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান' অনুযায়ী শুদ্ধ বানানে লেখা পাঠাতে হবে। আপনার লেখার উন্নতি/অসংগতি দূর/ ভুল বানান ঠিক করা ইত্যাদি কাজ এডিটররা করলে আপনি কোনো আপত্তি করতে পারবেন না।

৯। লেখা নির্বাচিত হলে প্রচারণায় অংশগ্রহণ করতে হবে। (প্রকাশনী থেকে নির্মিত ব্যানার বা পোস্ট, ন্যূনতম একবার হলেও শেয়ার দেওয়ার মানসিকতা থাকতে হবে।)

১০। পাণ্ডুলিপি বিজয় ঝঁঃড়হহু গঔ ফন্টে কম্পোজ / টাইপ করে প্রকাশনের ইমেইলে পাঠাবেন। এতে একান্ত অপারগ হলে অভ্র বা ইউনিকোডের যে কোনো ফরম্যাটে পাণ্ডুলিপি পাঠানো যাবে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে পাণ্ডুলিপির শিরোনাম ও বিষয় উল্লেখ করতে হবে। এতেও একান্ত অপারগ হলে কুরিয়ার বা ডাকযোগে পাণ্ডুলিপি পাঠানো যাবে। আমাদের কাছে পাঠানোর আগে লেখার একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন।

১১। কবিতার শিরোনাম ও লেখকের নাম প্রত্যেক কবিতায় থাকতে হবে।

১২। নির্বাচিত ভালো কবি/লেখকদের নিয়ে সুন্দর একটি বই প্রকাশ করা হবে।

১৩। কবিতার সাথে সংক্ষিপ্ত জীবনী পাসপোর্ট সাইজের এক কপি ছবি, মোবাইল নাম্বার এবং কুরিয়ার ঠিকানা পাঠাতে হবে পাঠাতে হবে। যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার দিতে হবে।

১৪। নিয়ম মেনে লেখা না পাঠালে বাতিল বলে গণ্য হবে।

১৫। বইটি আমাদের প্রকাশনী ছাড়াও সারাবছর পাওয়া যাবে-সব কয়েকটি অনলাইন বুকশপে এবং আসছে অমর একুশে বইমেলাতে আমাদের নিজস্ব স্টলে।

১৬। যেকোনো সিদ্ধান্তের ঘোষণা আমাদের পেইজ ও আইডি অথবা মোবাইল/ হোয়াটআপের মাধ্যমে জানানো হবে।

১৭। বই/সংকলনে অংশগ্রহণের জন্য কবিতা সংখ্যার সমপরিমাণ বই কিনে উৎসাহ দেওয়ার মানসিকতা থাকতে হবে।

প্রকাশনা খরচ: ২/৪/৫/৬/৮/১০/১৫ টি কবিতার জন্য সমপরিমাণ কপি বই ক্রয় করতে হবে, যার মূল্য মাত্র ৬৫০/১২৫০/১৫৫০/১৮৫০/২৪৫০/৩০৫০/৪৫৫০ টাকা।
১৮। কবিতা পাঠাতে অপনারা ফেসবুক, হোয়াটস অ্যাপ ও মেইলের মাধ্যমে পাঠাতে পারেন।

++বিশেষ দ্রষ্টব্য:
টেকসই, নির্ভুল এবং কোয়ালিটি সম্পন্ন বই প্রকাশ করে আজকের বই পাবলিকেশনস।

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘‘আজকের বই পাবলিকেশনস’’ ‘‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৬’’ এ প্রকাশের জন্য পাণ্ডুলিপি/পাণ্ডুলিপির প্রস্তাব আহ্বান করছে। শুধু বইমেলা নয়,আমরা সারা বছর বই নিয়ে কাজ করি। প্রতি বছর যেকোনো সময় সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল, মননশীল, সাহিত্যগুণ ও মানসম্পন্ন বই প্রকাশ করে থাকি। বই প্রকাশ করার জন্য চাই প্রথম শ্রেণির গুণগতমান সম্পন্ন নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠান। আপনি যদি আপনার প্রকাশিতব্য বইটির মান ভালো চান, তাহলে হাতে যথেষ্ট সময় রেখে আপনার পাণ্ডুলিপি প্রকাশককে দিন। কিছু সহজ শর্তে বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আজকের বই পাবলিকেশনস।

আজকের বই পাবলিকেশনস থেকে বই প্রকাশ করলে আপনি যেসব সুবিধা পেতে পারেন-
১। বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় অন্যান্য বইমেলায় নিজস্ব স্টলে বই প্রদর্শনের সুযোগ থাকে।

২। লেখকের খরচে প্রকাশিত বইয়ের ক্ষেত্রে বিক্রয়লব্দ সকল অর্থ স্বচ্চতার সাথে লেখককে প্রদান করা এবং স্টলে বিক্রয়ের হিসাব সর্বদাই লেখকদের জন্য উন্মুক্ত রাখা হয়। সেসব বইয়ের ক্ষেত্রে স্টল খরচের অজুহাতে কোনো পার্সেন্টিজ কেটে রাখে না।

৩। অবিক্রিত বই যথাযথভাবে লেখককে প্রদান করা হয়। লুকোচুরি বা প্রতারণাকে আশ্রয় করতে পারে এমন কোনো শর্ত বা বিধিমালা লেখকদেরকে জুড়ে দেয় না।

৪। অভিজ্ঞ ডিজাইনার বইয়ের ডিজাইন করেন এবং দেশ-বিদেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পী কর্তৃক প্রচ্ছদ প্রণয়ন করা হয় ফলে বইয়ের প্রচ্ছদ ও সেটআপ হয় ইউনিক ও নান্দনিক।

৫। প্রতিটি বইয়ের বাঁধাই অত্যন্ত টেকসই এবং ছাপা হয় পরিচ্ছন্ন। ফলে দীর্ঘদিন পর্যন্ত বই অক্ষত থাকে।

৬। দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সারাবছর বই বিক্রি হয়। এছাড়াও বইয়ের বিপণনের সুবিধার জন্য আজকের বই পাবলিকেশনস এর রয়েছে নিজস্ব ওয়েবসাইট (ajkerboi.com)।

সর্বোপরি সৃজনশীলতাকে উপজীব্য করাই আমাদের কর্মপন্থা এবং মননশীলতাই আমাদের মূলমন্ত্র। টেকসই, নির্ভুল এবং কোয়ালিটি সম্পন্ন বই প্রকাশ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। সবচেয়ে ভালো হয় যদি কল দিয়ে বিস্তারিত আলাপ করে নেন।

++সকল ধরনের যোগযোগ :
প্রকাশক
হাবিবুর রহমান সিজার
আজকের বই পাবলিকেশনস (ajkerboi.com)

ইমেইল :
[email protected],[email protected],[email protected]

মোবাইল:
০১৫৫৭৭৯৪৫১১ (হোয়াটসঅ্যাপ), ০১৮৪৫৪১৫৫৫৬, ০১৭০৩৬৫৬৪৬৪ (বিকাশ-পারসোনাল)

Address

Greater Jashore Bhaban-Dhaka, Babupura, Nilkhet
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Boi:

Share