Mothertoast

Mothertoast A webmag dedicated to culture-vulturism.

22/11/2019
রিক এ্যান্ড মর্টি এ্যান্ড মিনিং অফ লাইফ – mothertoast

আপনি যদি একজন রিক এ্যান্ড মর্টি ফ্যান হয়ে থাকেন আর রিক এ্যান্ড মর্টি বিষয়ে একটামাত্র লেখাও পড়েন, আমরা বলবো, এই লেখাটা পড়েন।

হ্যাপি রিডিং।

ম্যাড সায়েন্টিস্ট রিক স্যাঞ্চেজ আর তার নাতি মর্টির ক্রেজি সাই-ফাই এডভেঞ্চার এই এডাল্ট এনিমেন্টেড সিরিজটা খালি জ....

15/06/2019
হাইপাররিয়েল জমানায় সিমস, ব্লেড রানার এবং বদ্রিয়ার – mothertoast

আপনি হয়তো ভিডিও গেমস খেলেন কিংবা মুভি দেখেন। কখনও ভাবছেন কি যে এইগুলা আপনার জীবনরে প্রতিনিয়ত কিভাবে আমূল বদলায়ে দিতেছে? এই লেখায় ফরাসি দার্শনিক, কালচারাল থিয়োরিস্ট বদ্রিয়াররে সাথে নিয়া সেই ভাবনাই ভাবার চেষ্টা করছেন তৌকির হোসেন।

আপনি হয়তো ভিডিও গেমস খেলেন বা মুভি দেখেন। কখনও ভাবছেন কি যে এইগুলা আপনার জীবনরে প্রতিনিয়ত কিভাবে আমূল বদলায়ে দিত.....

12/05/2019
ইতালো ক্যালভিনোর 'অদৃশ্য শহর': পর্ব ৫ – mothertoast

তুহিন খানের অনবদ্য অনুবাদে ইতালো ক্যালভিনোর বিখ্যাত উপন্যাস 'অদৃশ্য শহর' – এর ৫ম পর্ব।

যদি আমার কথা বিশ্বাস কইরা থাকেন, ভাল। এখন আপনারে আমি বলব, কীভাবে মাকড়সার জালের মত শহর 'অক্টাভিয়া' তৈরি হইছে। খাড়া দু...

25/04/2019
Jerk তত্ত্ব – mothertoast

আপনার কি মনে হয় আপনার চারপাশের সবাই আহাম্মক? কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষ কেবল আপনি একাই? তাহলে আপনি নিজেই বোধ হয় জার্ক (Jerk)

তানভীর মাহমুদের এই মারাত্মক বিষয় নিয়া লেখার সাথে নিজেরে মিলাইয়া নেন। পইড়া মিলাইবেন, না পড়লে পস্তাইবেন।

আর, মাদারটোস্টের সাথেই থাকেন। ধন্যবাদ।

https://www.mothertoast.net/jerk-তত্ত্ব/

আপনার কি মনে হয় আপনার চারপাশের সবাই আহাম্মক? কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষ কেবল আপনি একাই? তাহলে আপনি নিজেই বোধ হয় জার্....

22/04/2019
ট্রেভর নোয়া'র স্মৃতিকথা | পর্ব ২ – mothertoast

''এপার্টহেইড ছিল আদর্শ বর্ণবাদ। শতাব্দির পর শতাব্দি জুড়ে এর বিবর্তন হয়েছিল। এর শুরুটা হয়েছিল ১৬৫২ সালে যখন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘কেইপ অব গুড হোপ’ অন্তরীপে নোঙ্গর ফেলেছিল। তারা এই জায়গার নাম দেয় ‘কাপস্টাড’, যা ক্রমে পরিচিত হয় কেপটাউন নামে। কেপটাউন ছিল ইউরোপ আর ভারত যাবার পথে বিশ্রামের জায়গা। ডাচ কলোনিস্টরা স্থানীয়দের নিজেদের আয়ত্ব আনতে আর তাদের দাসত্বে আবদ্ধ করতে কিছু আইন প্রনয়ন করে। ডাচদের হারিয়ে যখন ব্রিটিশরা অঞ্চলের দখল নেয় । তখন ডাচরা আরো গভীরে চলে যায়। সেখানে তারা তাদের নিজস্ব ভাষা, রীতিনীতি, ঐতিহ্যর জন্ম দেয়। আর আফ্রিকা মহাদেশ পেয়ে যায় তার একমাত্র সাদা গোত্র ।''

ট্রেভর নোয়া এই সময়ের সেরা একজন কমেডিয়ান ও বর্নবাদের সমালোচক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবং প্রশংসিত। তার স্মৃতিকথা 'বর্ন আ ক্রাইমঃ স্টোরিজ ফ্রম আ সাউথ আফ্রিকান চাইল্ডহুড' নিউইয়র্ক টাইমস বেস্টসেলার, ন্যাশনাল বেস্টসেলারসহ অনেকগুলি বেস্টসেলিং লিস্টে জায়গা করে নেয়। জেমস থার্বার প্রাইজ অফ এমেরিকান হিউমারসহ অনেকগুলি পুরষ্কারও জিতে নেয় বইটা। একইসাথে পাঠকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা পাওয়া বিরল বইগুলির একটা বর্ন আ ক্রাইম।

মাদারটোস্টের পাঠকদের জন্যে বইটার ধারাবাহিক অনুবাদ করছেন আতাউর রহমান সিহাব। আজ থাকছে ২য় পর্ব।

এপার্টহেইড ছিল আদর্শ বর্ণবাদ। শতাব্দির পর শতাব্দি জুড়ে এর বিবর্তন হয়েছিল। এর শুরুটা হয়েছিল ১৬৫২ সালে যখন, ডাচ ইস.....

17/03/2019
ট্রেভর নোয়ার স্মৃতিকথা | পর্ব ১ – mothertoast

ট্রেভর নোয়া এই সময়ের সেরা একজন কমেডিয়ান ও বর্নবাদের সমালোচক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবং প্রশংসিত। তার স্মৃতিকথা 'বর্ন আ ক্রাইমঃ স্টোরিজ ফ্রম আ সাউথ আফ্রিকান চাইল্ডহুড' নিউইয়র্ক টাইমস বেস্টসেলার, ন্যাশনাল বেস্টসেলারসহ অনেকগুলি বেস্টসেলিং লিস্টে জায়গা করে নেয়। জেমস থার্বার প্রাইজ অফ এমেরিকান হিউমারসহ অনেকগুলি পুরষ্কারও জিতে নেয় বইটা। একইসাথে পাঠকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা পাওয়া বিরল বইগুলির একটা বর্ন আ ক্রাইম।

মাদারটোস্টের পাঠকদের জন্যে বইটার ধারাবাহিক অনুবাদ করছেন আতাউর রহমান সিহাব। প্রতি সপ্তাহে একটা করে পর্ব প্রকাশ করবে মাদারটোস্ট। আজ থাকলো প্রথম পর্ব।

ট্রেভর নোয়া এই সময়ের সেরা একজন কমেডিয়ান ও বর্নবাদের সমালোচক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবং প্রশংসিত। তার স্মৃতিকথ.....

16/03/2019
সরিষার ভূতঃ সত্য বনাম মধ্যপন্থা – mothertoast

বর্তমান লেখাটি ক্লেমেন্স ক্যাপেলের 'There is no middle ground for deep disagreements about facts' নামক লেখার অনুবাদ। ক্লেমেন্স ক্যাপেল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া কগনিশন এন্ড কমিউনিকেশন’ বিভাগের অধ্যাপক। লেখাটা যেহেতু অনেক টেকনিক্যাল সেহেতু সহজে বোঝানোর সুবিধার্থে অনুবাদক অনেক বেশি স্বাধীনতা নিছেন। এইটারে অনেকাংশে পুনরায় লেখাও বলা যাইতে পারে। মাদারটোস্ট পন্ডিতি কপচানোর চাইতে পাঠকের সাথে এনগেইজমেন্টে বেশি আগ্রহী এবং পাঠক লেখাটা সহজে বুঝুক এইটা চায়। তাই মাদারটোস্ট এই ধরণের কাজে অনুৎসাহ দেয় না।

সো, হ্যাপি রিডিং :)

বর্তমান লেখাটি ক্লেমেন্স ক্যাপেলের There is no middle ground for deep disagreements about facts নামক লেখার অনুবাদ। লেখাটা যেহেতু অনেক টেকনিক্যাল এবং...

15/02/2019
সনি–নোকিয়া–ক্রিয়েটিভ: পর্ব – ১ – mothertoast

মিউজিক নিয়ে দারুণ সব লেখা নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত 'রকাহোলিক'...

রক মিউজিকভিত্তিক কাগজ 'রকাহোলিক' -এর প্রথম সংখ্যা থেকে মাদারটোস্ট-এর পাঠকদের জন্যে এই লেখাটা রিপ্লাব্লিশ করা হইলো

#১ তখন আমি নোকিয়া ৬৩০০ চালাইতাম। ইন্টারে ভাল রেজাল্টের সুবাদে গিফট পাওয়া একটা সনি ওয়াকম্যান আর স্কলারশিপের টাকায়...

29/01/2019
অন দ্য ফেনমেনন অফ বুলশিট জবস। ডেভিড গ্রেবার – mothertoast

অন দ্য ফেনমেনন অফ বুলশিট জবস। ডেভিড গ্রেবার – mothertoast

জন মেইনার্ড কেইন্স ১৯৩০ সালে প্রযুক্তির এমন উৎকর্ষের ব্যাপারে ভবিষ্যতবাণী করেছিলেন যে শতাব্দীর শেষ দিকে ব্রিটে...

29/01/2019
দিস ইজ ওয়াটার। ডেভিড ফস্টার ওয়ালেস – mothertoast

দিস ইজ ওয়াটার। ডেভিড ফস্টার ওয়ালেস – mothertoast

    [ ২০০৫ সালে ক্যানিয়ন কলেজ সমাবর্তনে বক্তৃতা দিছিলেন মার্কিন সাহিত্যের একজন মায়েস্ত্রো ডেভিড ফস্টার ওয়ালেস। ক.....

26/01/2019
মিম জেনারেশন ও সিসিফাসের মিথ – mothertoast

মিম বর্তমান দুনিয়ার সর্বপ্লাবী ফেনোমেনন।

অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলায় ক্রিটিক্যাল লেখালেখি নাই বললেই চলে।

পড়ুন মিম নিয়ে তৌকির হোসেনের চমৎকার এই লেখাটি

মিম (Meme) কালচারের জন্ম এই শতকে। মিম হইতেছে একধরণের পোস্টমর্ডান ফোকলোর, যা জনগণের রাজনৈতিক সম্পৃক্ততায় গুরুত্বপূর.....

23/01/2019
না পড়েই কিভাবে বই নিয়া কথা বলবেন? – mothertoast

বই পড়ুন আর না-পড়ুন, বই নিয়ে কথা বলুন🤓

একজন তুখোড় পড়ুয়ার পক্ষেও একজীবনে দুনিয়ার ভালো বইগুলির একটা ভগ্নাংশও পড়া সম্ভব না অথচ বইপত্র নিয়া কথাবার্তাও বলা ...

05/01/2019
ইতালো ক্যালভিনোর 'অদৃশ্য শহর: পর্ব ৪ – mothertoast

তুহিন খানের অনুবাদে ইতালো ক্যালভিনোর বিখ্যাত উপন্যাস 'অদৃশ্য শহর' – এর ৪র্থ পর্ব।

ইতালো ক্যালভিনোর জন্ম ১৯২৩ সালে হাভানার সান্তিয়াগো ডি লাস ভেগাসে। শৈশব কাটছে লাতিন আম্রিকায় একাধিক দেশে। পরে ই....

04/01/2019
ছিদ্র নিয়া ছিদ্রযুক্ত আলাপ – mothertoast

"অনেক নামে তারে চিনে মানুষ। কেউ ডাকে গর্ত বইলা, কেউ বলে ছিদ্র আবার কেউ কেউ ফুটা নামেও চিনে। কোন জায়গায় পাইবেন না তারে?

তালায় চাবি ঢুকাইবেন ছিদ্র দিয়া, মুখ ধোয়ার বেসিনে আছে পানি যাওয়ার ছিদ্র, ক্যারামের পকেট বইলা যারে ডাকেন তা ওই ছিদ্রই, দামি দামি বিস্কুটের গায়ে আছে ছোট ছোট ছিদ্র, টিনের চালে হইলে তারে নাকি বলে ফুটা, জন্মের সময় বাইর হই আমরা ফুটা দিয়াই আবার মরলে ঢুকায় গর্তে।

আবার মহাকাশেও নাকি বিশাল শক্তিশালী ফুটা আছে যারে ডাকা হয় কৃষ্ণগহ্বর নামে।

কিন্তু কথা হইলো, এই যে ছিদ্র, গর্ত, ফুটা যাই হোক না কেন, এই জিনিসটা আসলে কি, কি দিয়া তৈরি?

দর্শনের এই ফুটা নিয়া বড় একটা প্রশ্ন হইলো, “ফুটা আসলেই কি কোন কিছু?” নাকি “এইটা এমন জায়গা যেইখানে আসলে কিছু নাই?”

অনেক নামে তারে চিনে মানুষ। কেউ ডাকে গর্ত বইলা, কেউ বলে ছিদ্র আবার কেউ কেউ ফুটা নামেও চিনে। কোন জায়গায় পাইবেন না তার....

28/12/2018
না পড়েই কিভাবে বই নিয়া কথা বলবেন? – mothertoast

না পড়েই কিভাবে বই নিয়া কথা বলবেন? – mothertoast

একজন তুখোড় পড়ুয়ার পক্ষেও একজীবনে দুনিয়ার ভালো বইগুলির একটা ভগ্নাংশও পড়া সম্ভব না অথচ বইপত্র নিয়া কথাবার্তাও বলা ...

16/12/2018
১০-এর দশকের সেরা ১০ সিনামা (so far)

১০-এর দশকের সেরা ১০ সিনামা (so far)

’১০-এর দশক শেষ হতে এখনো ২ বছর বাকি, কিন্তু আমরা, মাদারটোস্ট সিনে টিম ঠিক করছি দশকওয়ারি সিনামার তালিকা করবো উলটা দিক ...

16/12/2018
হ্যারি পটার দ্বারা-দিয়া-কর্তৃক নিহত

হ্যারি পটার দ্বারা-দিয়া-কর্তৃক নিহত

আজকের দিনে চলতি কালচারাল ফেনোমেনন (হ্যারি পটার কিংবা গেইম অফ থ্রোন্স) এড়াইয়া গেলে বা অবহেলা করলে কয়েক বছর পর আপনি .....

16/12/2018
অপু ট্রিলজি রিস্টোরেশন

অপু ট্রিলজি রিস্টোরেশন

লন্ডনের এক ল্যাবে পুড়ে খাক হয়ে গিয়েছিল অপুর ট্রিলজির সব কয়টি নেগেটিভ। ২০ বছর ধরে অপেক্ষা আর অক্লান্ত পরিশ্রমের প.....

16/12/2018
বাংলাদেশে হিপ হপ: হতে-থেকে-চেয়ে

বাংলাদেশে হিপ হপ: হতে-থেকে-চেয়ে

কিভাবে ঘেটোর রাস্তা থেকে আস্তে আস্তে সারা দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক জন্রায় পরিনত হলো হিপ হপ?

04/12/2018
স্লোগান নিয়া খাঁজকাটা কুমিরের রচনা

নির্বাচনী হাওয়ায় হাল্কা উষ্ণতা পেতে পড়ে ফেলুন স্লোগান নিয়া শোয়েব আব্দুল্লাহ'র রচনা

[ স্লোগানের রাজনীতি আছে অর্থনীতি আছে। স্লোগানকে আপাতভাবে যেমন মনে হয় – জমায়েতে চেঁচায়ে বলার বস্তু- শুধু তেমন নয় স্...

07/11/2018
শহীদুল জহির-এর অনুবাদে বোর্হেসের গল্প

অনেক লেখকই লেখকজীবনের শুরুর দিকে হাত মকশো করতে অনুবাদ করেন। বিশ্বসাহিত্যে অনেক নজির পাওয়া যাবে। হেমিংওয়ে, হারুকি মুরাকামি, লিডিয়া ডেভিস কিংবা শাহাদুজ্জামানরা নিজেদের মৌলিক লেখার আগে অনুবাদই করছেন।
এই লেখাটি ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য কারণ বিশ্বসাহিত্যের কিংবদন্তীর বোর্হেসের গল্প অনুবাদ করেছেন শহীদুল জহির । অনুবাদক হিসেবে তিনি হয়তো বিশ্বমানের নন, তিনি অনুবাদক হতেও চাননি, কিন্ত বাংলাসাহিত্যের পাঠকদের জন্যে গল্পটি বিশেষ কিছু …

ফেইসবুক কমেন্ট

04/11/2018
ঋত্বিক ঘটক: সিনামা পুনরাবিষ্কার

একজন ফিল্মমেইকারকে ফিল্ম হিস্ট্রির সাথে রিলেইট করা যায় দুইভাবে: প্রথমভাগে থাকে সেইসব মেইকার যারা বিদ্যমান প্রথামাফিক কাজ করে, আরেকভাগে থাকে যারা এতটাই মৌলিক, মনে হয় যেন কেউ কোনোদিন ফিল্ম বানায় নাই আগে। আই থিঙ্ক এইটা বলা মোটামুটি নিরাপদ যে আমাদের দেখা ৯৯% সিনামা প্রথম স্টাইলে বানানো। ডেনমার্কের ন্যারেটিভ ফিল্মমেইকার কার্ল ড্রেয়ার এবং আম্রিকান এক্সপেরিমেন্টাল ফিল্মমেইকার স্ট্যান ব্র্যাকেইজ হচ্ছে দুই ব্যতিক্রম যারা দ্বিতীয় পদ্ধতি ফলো করছে।...ঘটক, আমার মতে, আরেক বিরল ব্যতিক্রম যে এই দ্বিতীয় পথে হাঁটছে। — জোনাথন রোজেনবাম

শুভ জন্মদিন মায়েস্ত্রো...

ঘটক কখনো জাক তাতির মাস্টারপিস ‘মঁশিয়ে উলো’স হলিডে’ (১৯৫৩) দেখছিলো কিনা আমার জানা নাই, কিন্তু যতবার ঘটকের সেকেন্ড ফ...

23/06/2018
আমার কিছু বলার আছে — রোমেলু লুকাকু – mothertoast

২০১৮ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরার রোমেলু লুকাকু।

তার কী বলার আছে জানতে পড়ুন...

https://www.mothertoast.net/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81/

বেলজিয়াম বনাম পানামা-র খেলায় একজন স্ট্রাইকার ৬৯ এবং ৭৫ মিনিটের মাথায় দু‘টি গোল করেছেন। পেশাদার ফুটবলার হিসেবে খে...

01/06/2018
ইতালো ক্যালভিনোর 'অদৃশ্য শহর': পর্ব ৩ - mothertoast

ইতালো ক্যাল্ভিনোর 'অদৃশ্য শহরের' ৩য় পর্ব। অনুবাদ করেছেন তুহিন খান।

কুবলাই খান খেয়াল করলেন যে, মার্কো পোলোর শহরগুলা একটা আরেকটার মতই, যেন এক শহর থেকে আরেক শহরে যাইতে জার্নি লাগে না, খা...

26/05/2018
অন দ্য ফেনমেনন অফ বুলশিট জবস। ডেভিড গ্রেবার - mothertoast

২০১৩ সালের ১৩ আগস্ট। লন্ডনের একটা র‍্যাডিকেল ম্যাগাজিন 'স্ট্রাইক!' লেখাটা প্রকাশ করে।

প্রকাশের পরপরই লেখাটা ভাইরাল হয়। ইনফ্যাক্ট রিপিটেডলি লাখো ভিজিটরের চাপে ম্যাগাজিনের ওয়েবসাইট ক্রাশ করে, অজস্র পত্রপত্রিকা, ব্লগ লেখাটা রিপ্রিন্ট করে, লেখাটার প্রতিক্রিয়া ছাপায়।

২০১৩ সালের সবচাইতে আলোচিত লেখাগুলির একটা ছিলো এইটা।

প্রকাশের ২ সপ্তার মধ্যে এশিয়া ও ইয়োরোপের প্রধান অনেকগুলি ভাষায় অনূদিত হয়। লণ্ডনের রাস্তায়, দেয়ালে একটিভিস্টরা লেখাটা থেকে উদ্ধৃতি ব্যবহার করেন।

এইবছর কয়েকদিন আগে প্রকাশিত হইছে গ্রেবারের সর্বশেষ বই ‘বুলশিট জবসঃ এ থিয়োরি’। বইটার জন্ম মূলত এই লেখাটা থেকেই।]

অরিজিনাল সেই লেখাটার অনূবাদ পড়েন...

জন মেইনার্ড কেইন্স ১৯৩০ সালে প্রযুক্তির এমন উৎকর্ষের ব্যাপারে ভবিষ্যতবাণী করেছিলেন যে শতাব্দীর শেষ দিকে ব্রিটে...

23/05/2018
বাংলাদেশে হিপ হপ: হতে-থেকে-চেয়ে - mothertoast

লো-ব্রাউরে নাক সিঁটকায় না কে? আম্রিকাও সিঁটকায়, তারপরও আম্রিকান অতিদুষ্ট পুঁজিবাদ হাই-ব্রাউ আর লো-ব্রাউরে একই মার্কেটপ্লেসে নামায় দিয়া বলে, 'এইবেলা ঘরে খদ্দের আনো।' এবং প্রায়শই হাই-ব্রাউয়ের নাক কাটা পড়ে।

কখনো কখনো অলিতে-গলিতে জন্মানো লো-ব্রাউ আর্ট ছড়ায় পড়ে সারা দুনিয়ায়। বাজেট না থাকায় একটা লাইট দিয়ে বানানো বি-মুভিগুলার পেট চিড়ে জন্ম নেয় noir. ওয়ার্কিং ক্লাসের kitsch গ্র‍্যাফিটি হয় প্রতিবাদের ভাষা, তাদের গালি হয়ে ওঠে গান, তৈরি করে একাধিক জনরা-সাবজনরা। সেইরকম এক জনরা -- হিপ হপ, কাফ্রি আত্মা ব্রংক্সের রাস্তা থেকে গ্লোবাল ফেনোমেনায় রূপ নেয়। এমনকি চলে আসে ঢাকাতেও। হিপ হপের এই ঢাকা সফর নিয়ে লিখেছেন আবু ইলিয়াস হৃদয়।

কিভাবে ঘেটোর রাস্তা থেকে আস্তে আস্তে সারা দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক জন্রায় পরিনত হলো হিপ হপ?

06/05/2018
অপ্টিমিস্টের প্রতি জিজ্ঞাসা - mothertoast

গেল বছর বুকার পাওয়ার পর সন্ডার্স নিয়ে পেপার পত্রিকায় লেখালেখির সুবাদে অনেকেই তাঁর নাম জানে। তাই নতুন করে পরিচয় দেয়ার কিছু নাই। ২০০৬ সালে নিউ ইয়র্কারে 'Ask the Optimist!' নামে প্রকাশিত গল্পটি অনুবাদ করেছেন সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী ফারজিনা মালেক।

গেল বছর ম্যান বুকার বিজয়ি জর্জ সন্ডার্সের 'Ask the Optimist!' প্রথম প্রকাশিত হয় New Yorker-এ, ২০০৬ সালে।

27/04/2018
স্লোগান নিয়া খাঁজকাটা কুমিরের রচনা - mothertoast

শোয়েব আব্দুল্লাহ রাজনীতি খান। রাজনীতি ঘুমান। রাজনীতি করেন। রাজনীতি পড়েন।

স্লোগানের বৈচিত্রময় কাজকর্ম নিয়া বৈঠকি আলাপ করছেন এই লেখায়...

[ স্লোগানের রাজনীতি আছে অর্থনীতি আছে। স্লোগানকে আপাতভাবে যেমন মনে হয় – জমায়েতে চেঁচায়ে বলার বস্তু- শুধু তেমন নয় স্...

23/04/2018
দিস ইজ ওয়াটার। ডেভিড ফস্টার ওয়ালেস - mothertoast

২০০৫ সালে একটা সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাটা দিছিলেন মার্কিন সাহিত্যের একজন মায়েস্ত্রো ডেভিড ফস্টার ওয়ালেস।

ক্লিশেভরা বাজারি ইস্পিরেশনমার্কা তোষামোদমূলক বক্তৃতাবাজির জগতে 'দিস ইজ ওয়াটার' অনন্য জিনিস, যা দার্শনিক গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়।

ওয়ালেসের ক্ষমতা ছিলো জটিল আইডিয়াগুলিরেও নিখুঁত আর্টিকুলেইট করতে পারার। প্রমাণ এই রচনাতেই পাওয়া যাবে।

আমাদের জানামতে, DFW-এর কোনো রচনার এইটাই প্রথম বাংলানুবাদ।

    [ ২০০৫ সালে ক্যানিয়ন কলেজ সমাবর্তনে বক্তৃতা দিছিলেন মার্কিন সাহিত্যের একজন দিকপাল ডেভিড ফস্টার ওয়ালেস। ক্লিশ.....

12/04/2018
স্লটারহাউস ফাইভঃ বুক রিভিউ - mothertoast

ভনেগাটের বিখ্যাত যুদ্ধবিরোধী উপন্যাস 'স্লটারহাউস ফাইভ'-এর রিভিউ...

ফেইসবুক কমেন্ট আরও দেখেন কার্ট ভনেগাটের লাস্ট ইন্টারভিউ... প্রশ্নঃ সৃষ্টির কোন দিকটা বেশি টানে আপনাকে, লেখকের নাক....

11/04/2018
কার্ট ভনেগাটের লাস্ট ইন্টারভিউ - mothertoast

কার্ট ভনেগাটের লাস্ট ইন্টারভিউ!

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রিয় কার্ট!

  প্রশ্নঃ সৃষ্টির কোন দিকটা বেশি টানে আপনাকে, লেখকের নাকি আর্টিস্টের জীবন? ভনেগাটঃ শখের বশে সারাটা জীবন ভরেই কিছু ....

27/03/2018
ট্যারান্টিনো on পাল্প ফিকশন - mothertoast

কাল্ট ক্লাসিক 'পাল্প ফিকশন' বানানোর গল্প শেয়ার করছিলেন নির্মাতা ট্যারান্টিনো।

ট্যারান্টিনোর জন্মদিনে পড়তে পারেন ঐতিহাসিক সেই লেখাটার বাংলানুবাদ।

শুভ জন্মদিন মায়েস্ত্রো।

নিজের দ্বিতীয় সিনামা পাল্প ফিকশন নিয়ে আম্রিক্যান ডিরেক্টর কুয়েন্টিন ট্যারান্টিনোর নিজ বয়ান।

23/03/2018
শহীদুল জহিরের ডায়েরি - mothertoast

ইন্টারভিউতে বলছিলেন, 'যে নি:সঙ্গ নয় সে হতভাগ্য'। অথচ তার ডায়েরিতে নি:সঙ্গতা নিয়াই তারে বেশি বিষাদগ্রস্ত হইতে দেখা যায়।

ডায়েরির পাতায় পাতায় অন্যরকম আশ্চর্য এক জহিরের দেখা মেলে।

শহীদুল জহিরের ডায়েরি [ লেখকের ব্যক্তিজীবন নিয়া তাই পাঠকের কৌতূহল স্বাভাবিকভাবেই বেশি। আর সেই লেখক যদি হন শহীদুল .....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mothertoast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mothertoast:

Share

Category


Comments

🍷🍷🍷