দুর্গম গিরি

দুর্গম গিরি সত্য প্রকাশে আপোষহীন

ফ্যান দের অবগতির জন্য আমাদের একটা কথা বলতে হয়।সেটা হচ্ছে।অনেকেই জানেন না যে দুর্গম গিরি লক্ষ উদ্দেশ্য কি?বা দুর্গম গিরি কারা পরিচালনা করছে?সে ক্ষেত্রে আমরা আপনাদের শুধু এটাই বলব যে দুর্গম গিরি সত্যের কথা বলে সত্যের পথে চলে ন্যায়ের কাছে মাথা নত করে অন্যায়ের হাত ভেঙ্গে চুরমার করে।এটাই হচ্ছে দুর্গম গিরির লক্ষ উদ্দেশ্য।কাওমি মাদ্রাসার বড় একটি টিম দ্বারা এই পেজটি পরিচালিত ।আমরা আপনাদের আরো যে একটা

কথা বলে থাকি সেটা হচ্ছে।যে দুর্গম গিরি বিশেষ কোনো জনগুস্ঠি বা দলের পেজ না এমনকি এটা কারো ব্যাক্তিগতও না।দুর্গম গিরি সবাইকে অধিকার দিয়ে থাকে তাই আপনিও পারেন সত্যের পথে চলতে সত্যের কথা বলতে অন্যায়ের হাত ভেঙ্গে চুরমার করে দিতে আপনার লিখিত লেখা গুলো দুর্গম গিরিতে শেয়ার করতে।অথবা প্রতিদিন আপনার সামনে ঘটে যাওয়া অন্যায় কাজ গুলো আমাদের সাথে শেয়ার করতে সে ক্ষেত্রে দুর্গম গিরি আপনাদের পরিপুর্ন অধিকার দিয়ে থাকে।লেখা গুলো যেভাবে আমাদের কাছে পাঠাবেন।পেজের উপরে আমাদের পেজ আই ডি ও পেজ গ্রুপের লিন্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আপনার লেখা গুলো এস এম এস করতে পারেন অথবা ওঅয়ালে শেয়ার করবেন ।আর এডমিন হতে চাইলে দুর্গম গিরির পেজ আই ডি তে যোগাযোগ করতে পারেন।

07/08/2024

2013 সালের 5ই মে এবং তার পরবর্তী আমেদের উপর নির্যাতনের ভিডিও কারো কাছে থাকলে এখন তা প্রকাশ করুন। জাতি দেখুক আলেমরা কি নির্যাতন সহ্য করেছেন। সাথে সাথে যে সকল উলামায়ে কেরামগণ (মুফতি হারুন ইজহার, গুনবী, মাদনী, আতীকুল্লাহ হাফি. সহ) গুম এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের নিকট আবেদন আপনারা আপনাদের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কলম ধরুন। জাতি জানুক আপনারা কত লোমহর্ষক নির্যাতন সহ্য করেছেন।

29/01/2024

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় সাফসাফ জানিয়ে দিয়েছে,
তারা শিক্ষক আসিফ মাহতাব এর সঙ্গে
চুক্তি নবায়ন করবেনা।

এবার আমাদের পালা।
আপনিও চাইলে কিছু জিনিস
সাফসাফ জানিয়ে দিতে পারেন

ঢাকা, গাজিপুর এবং এর নিকটস্থ ভাইয়েরা....!একটু খোঁজ নিন দলবেঁধে....! মুফতি হযরত জসিমউদদীন রহমানি হাফিঃ সাহেবের খোঁজ বের ক...
25/01/2024

ঢাকা, গাজিপুর এবং এর নিকটস্থ ভাইয়েরা....!
একটু খোঁজ নিন দলবেঁধে....!
মুফতি হযরত জসিমউদদীন রহমানি হাফিঃ সাহেবের খোঁজ বের করুন...!

26/11/2023

নিজে জানুন,অন্যকে জানান 👇
১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর পিছনে না তাকানোই উত্তম।

২/ ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন নাহ, চলে যেতে বলবেন, কারণ জ্বীনেরা সাপের রুপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন।

৩/ যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন নাহ, সুরা ইখলাস পাঠ করুন।

৪/ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হোন।

৫/ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয় বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান।

৬/ যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা (কারিন জ্বীন)

৭/ রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন নাহ, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, (বুখারী)

৮/ পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন, পানির নিচে জ্বীন বাস করে।

৯/ যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাড়িয়ে যান, আর দোয়া ইউনুস পাঠ করুন।

১০/ যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একি রাস্তায় বারবার চলে আসেন, বা গন্তব্য মনে পড়ছে নাহ, আজান দিবেন ঠিক হয়ে যাবে, গয়রান- নামক জ্বীন আপনাকে ঘোরাচ্ছে।

১১/ রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন নাহ লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার জানা যেকোনো সুরা বা আয়াত পাঠ করুন।

১২/ মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন, জ্বীনেরা এমনটা করে থাকে। শুধু সালাম দিয়ে চলে যান।

১৩/ কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে (ঘুল) নামক জ্বীন থাকে, সতর্ক হওয়া উচিত।

১৪/ আয়নার মধ্যে জ্বীন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন, বাতরুমের আয়না রাতে না দেখা ভালো।

১৫/ যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন, সাপ আর বিড়ালের রুপ ধারণ করতে জ্বীন পছন্দ করে আর ওদের প্রিয় খাবার মিষ্টি।

১৬/ মাগরিবের সময়, ঠিক দুপুর বেলায় এবং রাত ১২ টার দিকে জ্বীনদের প্রভাব বেশি থাকে, এই সময় সতর্ক থাকবেন বাচ্চা দের সতর্ক রাখবেন, বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন।

১৭/ অতিরিক্ত রাগ করবেন নাহ, রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায় তখন জ্বীনেরা আমাদের শরীরে প্রবেশ করে, রাগের সময় দাড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান।

ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য।

পারলে একটা শিয়ার দিয়া আরেক ভাইকে পড়ার সুযোগ করে দেই

আল্লাহ তা'য়ালা মানুষের ৭ টি গুণ পছন্দ করেনঃ 🌸🥀১. তাওবা!"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন" 🌸🥀-[সূরা বাকারাঃ২: আয়াত: ২২২ ] 📖২...
21/10/2023

আল্লাহ তা'য়ালা মানুষের ৭ টি গুণ পছন্দ করেনঃ 🌸🥀

১. তাওবা!
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন" 🌸🥀
-[সূরা বাকারাঃ২: আয়াত: ২২২ ] 📖

২. তাহারাত 'পবিত্রতা'!
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন" 🌸🥀
-[সুরা বাকারাঃ২: আয়াত: ২২২] 📖

৩. তাক্বওয়া 'আল্লাহ ভীতি'!
"নিশ্চই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন" 🌸🥀
-[ সূরা তাওবাঃ৯:৪ ] 📖

৪. ইহসান!
"আল্লাহ নেককারদের ভালোবাসেন" 🌸🥀
-[আল ইমরানঃ৩: আয়াত: ১৩৪] 📖

৫. তাওয়াক্কুল!
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের" 🌸🥀
-[আল ইমরানঃ৩: আয়াত: ১৫৯ ] 📖

৬. ন্যায়বিচার!
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন" 🌸🥀
-[মায়িদাহঃ৫:আয়াত: ৪২] 📖

৭. সবর!
"আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন" 🌸🥀
-[আল ইমরানঃ৩: আয়াত: ১৪৬] 📖

মহান আল্লাহপাক আমাদের সবাইকে তার মনোনীত বান্দা হওয়ার তাওফিক দান করুক৷ 🌺 اَللَّهُمَّ آمیـــــــــــــــــن يارب العالمیـــــــــــــــــن 🌺

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দুর্গম গিরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুর্গম গিরি:

Share