Shafin

Shafin Thanks for following and liking

10/07/2024

খাজা অর্গানিক মিক্সচার দানাদার গো-খাদ্য -এ একটি দুধের গাভী বা ষাঁড় গরুর দৈনিক চাহিদার সকল প্রোটিন, ফাইবার, ফ্যাট, এনার্জি,ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল সঠিক মাত্রায় দেয়া আছে - শুধু বিশুদ্ধ পানি মিশিয়ে অথবা ঘাস বা সাইলেজের সাথে মাখিয়ে খাওয়ান।

গমের ভুষি, খৈল, ভুট্টা সহ পঁচিশটি প্রকৃতিক খাদ্য উপাদানের সুক্ষ বিশ্লেষন দ্বারা প্রতিটি উপাদান নির্দিষ্ট পরিমানে প্রয়োগ করে স্বয়ংক্রিয় মেশিনে এই মিক্সচার দানাদার গো-খাদ্য তৈরী করা হয়, যাতে তা একটি দুগ্ধবতী গাভী বা ষাঁড় গরুর দৈনিক চাহিদার সকল প্রয়োজনীয় পুষ্টি সঠিক পরিমানে সরবরাহ করতে পারে। এই উপাদানগুলো সরাসরি ফ্যাক্টরী/মিল থেকে পুষ্টিমান যাচাই করে সংগ্রহ করা হয়।

খাজা অর্গানিক মিক্সচার দানাদার গো-খাদ্য 'ডেইরী' (দুধের গাভীর জন্য) ও 'মোটাতাজা' (ষাঁড় গরুর জন্য) দানাদার খাদ্য সম্পূর্ণরূপে কেমিক্যাল, হরমোন, এন্টিবায়োটিক, ষ্টেররোয়েড, ইউরিয়া ও মিটবোন মুক্ত।

এতে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, এমিনো এসিড, এনজাইম, ইষ্ট, টক্সিন বাইন্ডার, খাবার সোডা এমনকি লবন পর্যন্ত দেয়া আছে, শুধু পানি মেশান আর গরুকে খাওয়ান।

এটি খাওয়ালে গরুকে আর ফিড, ভূষি কিছুই খওয়ানোর প্রয়োজন নেই - শুধু খাজা অর্গানিক মিক্সচার আর সাথে পর্যাপ্ত ঘাস/ সাইলেজ ও খড় খাওয়াবেন।

সম্পূর্ণ প্রকৃতিক উপাদান দিয়ে স্বয়ংক্রীয় মেশিনে সুষম মিশ্রণে তৈরী বলে খাজা অর্গানিক মিক্সচার খাওয়ালে গরুর স্বাস্থ্য যেমন অটুট থাকে তেমনি প্রাকৃতিক খাবারের গুনে দুধ/মাংস বাড়ে আর দুধ ও মাংসের স্বাদ হয় অতুলনীয়। একবার খাওয়ানো শুরু করলে কয়েকদিনের মধ্যেই একটি উন্নতমানের দানাদার খাদ্য হিসাবে খাজা এগ্রো ফুড এর গুনাগুন আপনিও বুঝতে পারবেন।

ঠিকানা: নুর খাঁন চৌধুরী জামে মসজিদ এর পাশে, মুন্সীপাড়া রোড,
৩৭নং ওয়ার্ড, উত্তর মধ্য: হালিশহর, বন্দর, চট্টগ্রাম।

মোবাইল নাম্বার: ☎️০১৭৯৮৮০৭১৫৭, ০১৬১৬৫৫২৯২৯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shafin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafin:

Share