Ayman Sadiq & Munzereen Shahid Fan Club

Ayman Sadiq & Munzereen Shahid Fan Club Promoting Learning & Education | Fan Page

23/10/2025

কম টাকা
কম স্কোর
বেশি ইনকাম
এই সবগুলো সুবিধা এক সাথে পেতে চাইলে আপনার জন্য সাউথ কোরিয়া 🇰🇷

18/10/2025

Normalize following contents that educate you on:

1. Fitness
2. Healthy foods
3. Finance and investment
4. Higher study
5. Math
6. AI and tech worlds

Growth requires discipline and healthy habits!

18/10/2025

বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।আল্লাহ সহায় হোন।

এই জেনারেশনের সমস্যা এরা পড়াশোনাটা ছাড়া সবকিছু করতে চায়। আন্দোলন, বিপ্লব, প্রেম, চাঁদাবাজি সবই করতে ওস্তাদ।কিন্তু ধৈর...
16/10/2025

এই জেনারেশনের সমস্যা এরা পড়াশোনাটা ছাড়া সবকিছু করতে চায়। আন্দোলন, বিপ্লব, প্রেম, চাঁদাবাজি সবই করতে ওস্তাদ।

কিন্তু ধৈর্য নিয়ে এক জায়গায় ২ ঘন্টা টানা পড়তে পারে না। ফোন তাদের লাগবেই সারাক্ষণ! আর কী অবস্থা তাদের!

দেশ সমাজ উল্টায়ে ফেলতে চায় অথচ জ্ঞান, বিদ্যা অর্জনের কোনো ইচ্ছা নাই।

( অবশ্যই অনেক বাচ্চারা অনেক পরিশ্রমী , মেধাবী। I am not talking about them. )

16/10/2025

২০ বছরের মধ‍্যে সবচেয়ে খারাপ ফলাফল এইচএসসিতে। পাশের হার ৫৮.৮৩
৫ লাখ শিক্ষার্থী ফেল। সবচেয়ে বেশী ফেল করেছে ইংরেজীতে।
২০২টি কলেজের কেউ পাশ করেনি।

রকিব হাসানকে কে না চেনেন? সেবা প্রকাশনীর তিন গোয়েন্দার কিংবদন্তি লেখক।তিনি আজ ইন্তেকাল করেছেন। ডায়ালাইসিস চলাকালীন হৃদযন...
15/10/2025

রকিব হাসানকে কে না চেনেন? সেবা প্রকাশনীর তিন গোয়েন্দার কিংবদন্তি লেখক।

তিনি আজ ইন্তেকাল করেছেন।

ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

15/10/2025

বসনিয়া, ইটালি, সার্বিয়া, মাল্টা, পোল্যান্ড, সিংগাপুর এমনকি কানাডার মত দেশের ভিসা হুবুহু নকল করে দেশের জনশক্তি বাজার ধ্বংসের পায়তারা করছে তারা। বিস্তারিত কমেন্টে।

Linking Words : for Both IELTS Writing & Speaking!IELTS-এ high band পেতে শুধু ভালো grammar বা vocabulary জানলেই হবে না। ...
15/10/2025

Linking Words : for Both IELTS Writing & Speaking!

IELTS-এ high band পেতে শুধু ভালো grammar বা vocabulary জানলেই হবে না। আপনাকে ideas connect করতে জানতে হবে!

IELTS Self Study - Bangladesh - JOIN for more RESOURCES!

এই connection গুলোই Coherence & Cohesion section-এ কাজে আসে।

→ Why They’re Important:

✔️ Writing-এ linking words আপনার essay-কে smooth করে তোলে।
✔️ Speaking-এ এগুলো use করলে speech naturally flow করে, robotic শোনায় না।

→ Common Linking Words You Can Use:

1️⃣To Add Ideas (idea বাড়াতে)
→Moreover, Furthermore, Also, In addition
📝 Online learning is convenient. Moreover, it saves time.
🗣️ I love coffee. Also, it helps me stay active.

2️⃣To Show Contrast (বিপরীত ধারণা বোঝাতে)
→However, On the other hand, Although, But
📝 Cities are crowded. However, they offer better facilities.
🗣️ I like movies, but I don’t watch them regularly.

3️⃣ To Give Examples (উদাহরণ দিতে)
→For example, For instance, Such as, Like
📝 Many apps help students — for example, Grammarly and Duolingo.
🗣️ I enjoy outdoor games, like badminton and cricket.

4️⃣To Show Result (ফলাফল বোঝাতে)
→Therefore, As a result, So, Because of this
📝 He studied hard. As a result, he got a high band.
🗣️ I was tired, so I went to bed early.

5️⃣To Conclude (শেষ করতে)
→In conclusion, To sum up, Overall, Basically
📝 In conclusion, education plays a key role in development.
🗣️ Overall, I’d say my childhood was really fun.

💡 Pro tips:

→Same linking word বারবার use করবেন না।
→Sentence natural রাখুন, জোর করে connector ব্যবহার করবেন না।
→Practice both in writing paragraphs and while speaking answers aloud.

15/10/2025

উচ্চ শিক্ষার গন্তব্য হিসাবে ফ্রান্সকে বেছে নেওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত।এটা একটা Positive Signal.

আপনাকে কতবার শূন্য থেকে শুরু করতে হলো, তাতে কিছু যায় আসে না। কিন্তু এমন কোনো জীবনের সাথে আপোষ করবেন না, যা আপনি মন থেকে ...
15/10/2025

আপনাকে কতবার শূন্য থেকে শুরু করতে হলো, তাতে কিছু যায় আসে না।

কিন্তু এমন কোনো জীবনের সাথে আপোষ করবেন না, যা আপনি মন থেকে চান না।

আপনার বয়স ২০ হোক বা ৪০, প্রথমবার ভুল হোক বা দশম বার—যদি আপনার বর্তমান জীবনটা বা কাজটা বা জবটা বা পেশাটা আপনাকে দমবন্ধ বা অসহনীয় করে দেয়, তবে সেখান থেকে বেরিয়ে আসার অধিকার আপনার আছে।

Never settle for a life you don't want.

অস্ট্রেলিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান? জেনে নিন স্কলারশিপের ধরন ও দরকারি ডকুমেন্টস! অস্ট্রেলিয়ায় মাস্টার্স বা ...
11/10/2025

অস্ট্রেলিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান? জেনে নিন স্কলারশিপের ধরন ও দরকারি ডকুমেন্টস!

অস্ট্রেলিয়ায় মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে প্রথমেই জানা দরকার—কোন ধরনের স্কলারশিপ পাওয়া যায় এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আগে থেকে প্রস্তুত রাখতে হবে। চলুন বিস্তারিত জেনে নেই—

১) Government Scholarships: অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত সরকারি স্কলারশিপ হলো RTP (Research Training Program)। এটি প্রায় সব বিশ্ববিদ্যালয়েই দেওয়া হয় এবং এতে ফুল টিউশন ফি কাভার হয়, সাথে বার্ষিক প্রায় AUD 32,000–38,000 স্টাইপেন্ড দেওয়া হয়। এছাড়াও হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাও থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ হলো Australia Awards, যা বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য। এটি শুধুমাত্র টিউশন ও স্টাইপেন্ড নয়, বরং ভিসা ফি, এয়ারফেয়ার এবং রিসার্চ খরচ পর্যন্ত কাভার করে। তবে এটির একটি শর্ত হলো পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে কাজ করতে হবে।

২) University Scholarships: প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম থাকে। যেমন Monash, Melbourne, ANU ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের Graduate Research Scholarships (HDR) এবং Vice-Chancellor’s International Scholarships। এগুলোতে ফুল টিউশন ফি কাভার হয় এবং বছরে AUD 28,000–36,000 পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়। মিড-টিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও এসব স্কলারশিপ পাওয়া যায়, যেগুলোর প্রতিযোগিতা তুলনামূলক কম।

৩) Professor / Project-based Funding: অনেক সময় প্রফেসররা তাদের গবেষণা প্রকল্পের জন্য আলাদা গ্রান্ট পান (যেমন Australian Research Council, NHMRC বা কোনো ইন্ডাস্ট্রি প্রজেক্ট থেকে)। এসব ক্ষেত্রে প্রফেসররা সরাসরি ফান্ডেড পজিশন অফার করতে পারেন। এজন্য তাদের সাম্প্রতিক পাবলিকেশন বা রিসার্চ প্রজেক্ট চেক করা জরুরি, কারণ সেখানে প্রায়শই উল্লেখ থাকে কোন গ্রান্টে তারা কাজ করছেন।

৪) External / Special Scholarships: এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি স্কলারশিপ, প্রাইভেট ফাউন্ডেশন বা দেশভিত্তিক ফান্ড পাওয়া যায়। যেমন কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার জন্য আলাদা স্কলারশিপ রাখে। আবার ইন্ডাস্ট্রি-ভিত্তিক স্কলারশিপও পাওয়া যায়, যেখানে কোম্পানি বা এনজিও কোনো নির্দিষ্ট প্রজেক্টের জন্য স্টুডেন্ট ফান্ড করে।

📑 আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

1. Academic Transcripts & Certificates – স্নাতক/স্নাতকোত্তর সব ফলাফল।

2. Research-focused CV – একাডেমিক ও গবেষণা অভিজ্ঞতা হাইলাইট করুন।

3. Statement of Purpose (SOP) / Personal Statement – কেন অস্ট্রেলিয়া, কেন এই বিষয়, কেন এই প্রফেসর।

4. Research Proposal (পিএইচডি/রিসার্চ মাস্টার্সের জন্য অত্যাবশ্যক)।

5. Recommendation Letters – অন্তত ২–৩ জন শিক্ষক/সুপারভাইজারের কাছ থেকে।

6. English Proficiency Test – IELTS/TOEFL/PTE (সাধারণত 6.5–7 দরকার)।

IELTS Self Study - Bangladesh

7. Passport Copy।

8. Publications / Working Papers (থাকলে বড় প্লাস পয়েন্ট)।

আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করে, রিকয়ারমেন্টের সাথে মিলিয়ে এপ্লাই করে ফেলুন। এবং যেকোন ধরনের সাহায্যের জন্য অবশ্যই কমেন্টে দেওয়া ফর্মটি সাবমিট করবেন।

09/10/2025

যার IELTS বা PTE তে 6.0 বা 6.5 স্কোর আছে এবং টাকা পয়সার সংকট নাই তার জন্য অস্ট্রেলিয়া খোলা এবং ভিসা Reject হওয়ার চান্স খুব কম।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ayman Sadiq & Munzereen Shahid Fan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayman Sadiq & Munzereen Shahid Fan Club:

Share