গরীবের বই-Goriber boi

গরীবের বই-Goriber boi গরীবের বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম।সবচেয়ে কমদামে সকল প্রকার বই পাচ্ছেন এখানেই,,,!
(1)

25/09/2025

আপনিও কি নানান রোগে আ'ক্রা'ন্ত 🥱

এখন আউলা ঝাউলা আছি 😇
25/09/2025

এখন আউলা ঝাউলা আছি 😇

 #ফ্লাপ —ঠিক সন্ধ্যে নামার পরে আলো আর আঁধারের সীমানায় এসে পৃথিবী যখন থমকে দাঁড়ায়, তখন বিষণ্ণতারা জেগে ওঠে। তারা নিঃশব্দে...
25/09/2025

#ফ্লাপ —
ঠিক সন্ধ্যে নামার পরে আলো আর আঁধারের সীমানায় এসে পৃথিবী যখন থমকে দাঁড়ায়, তখন বিষণ্ণতারা জেগে ওঠে। তারা নিঃশব্দে মনের গহীনে ডানা মেলে দেয়। দিনের আলোয় যে শূন্যতাগুলো লুকিয়ে ছিল, তখন তারাও বিষণ্ণতার সেই আকাশে ছড়িয়ে পড়ে। হৃদয়ের যে কথাগুলো বলব ভেবেও বলা হয় নি, সেগুলোও চেপে ধরা কান্নার মতন গলার কাছে এসে হাজির হয়। বাতাসে গুন গুন করে ভেসে বেড়ায় মন ভার করা এক অদৃশ্য সুর। যে সুরের অর্থ শহরের প্রতিটা ইটের দেয়াল, প্রতিটা গাছ, প্রতিটা দূর নক্ষত্র বোঝে। শুধু যাকে বোঝাতে চাই, সে-ই বোঝে না।

মূলত, বিষণ্ণতা এখানে এক গল্পকার। যার ভাষা নীরব, সুর চেনার মাঝেও ভীষণ অচেনা। যে শোনায় হারানো প্রেমের গল্প, পূরণ না হওয়া স্বপ্নের কথা। যে বলে যায় সেই মানুষের কথা, যাদের আমরা বিদায় দিয়েছি অথচ হৃদয়ের কোনো এক কোণে আজও রয়ে গেছে।
কী মন ভার করা অসহায়ত্ব!

মানুষ মূলত অসহায়ই; তবে সন্ধ্যা নামার পরে আরো একটু বেশি অসহায়ত্ব তাকে ঘিরে ধরে।

বই : ঠিক সন্ধ্যে নামার পরে
প্রকাশনী : গ্রন্থ রাজ্য
প্রচ্ছদ : Fariha Tabassum

অর্ডার করতে সরাসরি যোগাযোগ করবে গরীবের বই-Goriber boi বুকশপে।

গিফট দিতে চাইলে কোন বইটি নিবেন......?
25/09/2025

গিফট দিতে চাইলে কোন বইটি নিবেন......?

ফ্ল্যাপ:-দীর্ঘ আটাশ বছর পর ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্তি করল।চৌধুরী বাড়ি এবং তালুকদার দুইটা বাড়ি পাশাপাশি, অথচ তাদ...
25/09/2025

ফ্ল্যাপ:-
দীর্ঘ আটাশ বছর পর ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্তি করল।

চৌধুরী বাড়ি এবং তালুকদার দুইটা বাড়ি পাশাপাশি, অথচ তাদের দেয়ালচেরা দূরত্ব পাহাড়সম!
এক প্রজন্ম আগে ভালোবেসে সংসার গড়েছিল দুই বাড়ির সন্তানরা। কিন্তু চৌধুরী পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। ঘোষণা দিয়েছিল ত্যাজ করার। সেই ক্ষত আজও শুকায়নি। আবারও নতুন ক্ষত!
চৌধুরী বাড়ির ছোট মেয়ে আষাঢ় চৌধুরী। ছোট, সরল, মায়ায় ভরা। ক্যাপ্টেন মাহমুদ আর্শিয়ান তালুকদার যে, শক্তিশালী, অদম্য, ব্যক্তিত্বের আলোয় দীপ্ত।
ভালোবাসা নিঃশব্দে যখন তাদের দু’জনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সামনে আসে আটাশ বছর আগের বাঁধা।
তাদের হৃদয় যখন এক হয়ে স্পন্দন তোলে, ঠিক তখনই আসে ভাঙনের সুর।
ভালোবাসা কি সত্যিই তাদের পূর্ণতা দেবে?
নাকি আবারও ইতিহাস হয়ে যাবে অভিশাপের পুনরাবৃত্তি? না-কি জয়ী হবে দু'টি হৃদয়ের সঞ্চিত একে-অপরের প্রতি অনুভূতি?

• বই : ভালোবাসি তোমায় শতরুপে শতবার
• লেখক : জান্নাত সুলতানা
• বিষয় : রোমান্টিক উপন্যাস
• প্রকাশনী : গ্রন্থরাজ্য
• প্রচ্ছদ : ফারিহা তাবাসসুম

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
💠 প্রি অর্ডার মূল্য: ২০০ টাকা

📌বইটির প্রি-অর্ডার কনফার্ম করতে মেসেজ করুন গরীবের বই বুকশপ পেইজের ইনবক্সে।

কি সুন্দর উৎসর্গ....🫶🤍
25/09/2025

কি সুন্দর উৎসর্গ....🫶🤍

তোমার সাথে প্রেম নেই ,,বইয়ের আবদার কেন করো হুম🤨🤨
24/09/2025

তোমার সাথে প্রেম নেই ,,বইয়ের আবদার কেন করো হুম🤨🤨

যেটা নিবেন সেটার উপর থাকবে এক্সট্রা মূল্য ছাড় কোনটা লাগবে বলেন ....?
24/09/2025

যেটা নিবেন সেটার উপর থাকবে এক্সট্রা মূল্য ছাড়

কোনটা লাগবে বলেন ....?

24/09/2025

এইখানে কাকে ছেড়ে দিতে চান তাকে মেনসন করে দিন 🤭🤭

মাহবুব নিতু সমগ্র 🫶🤍বই গুলো সর্বোচ্চ ছাড়ে সংগ্রহ করতে পেইজের ইনবক্সে মেসেজ করুন
24/09/2025

মাহবুব নিতু সমগ্র 🫶🤍

বই গুলো সর্বোচ্চ ছাড়ে সংগ্রহ করতে পেইজের ইনবক্সে মেসেজ করুন

এত খবর রাখার টাইম নাই 🥱🥱
24/09/2025

এত খবর রাখার টাইম নাই 🥱🥱

৩৩ জনের লেখা এই সুন্দর বইটি অর্ডার করতে ম্যসেজ করুন পেইজের ইনবক্সে
24/09/2025

৩৩ জনের লেখা এই সুন্দর বইটি অর্ডার করতে ম্যসেজ করুন পেইজের ইনবক্সে

Address

Bangla Bazar
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when গরীবের বই-Goriber boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share