গরীবের বই-Goriber boi

গরীবের বই-Goriber boi গরীবের বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম।সবচেয়ে কমদামে সকল প্রকার বই পাচ্ছেন এখানেই,,,!
(1)

 #গরিবের_ব‌ই_প্রি_অর্ডার (৩৫% ছাড় 🥰)“তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা মেটানোর জন্য আপনাকে অসংখ্য ভালোবাসা উপহার দেওয়া হবে, বউজান...
01/01/2025

#গরিবের_ব‌ই_প্রি_অর্ডার (৩৫% ছাড় 🥰)

“তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা মেটানোর জন্য আপনাকে অসংখ্য ভালোবাসা উপহার দেওয়া হবে, বউজান।”

বইয়ের নাম: এক মুঠো কাঁচের চুড়ি
লেখিকা: Fabiha Bushra Nimu
প্রচ্ছদ: সাদিতউজজামান
প্রকাশক: Shafayat Khandaker Zayan
প্রকাশনী: নয়া উদ্যোগ প্রকাশনী
মুদ্রিত মূল্য : ৫৮০৳
ছাড় মূল্য: ৩৭৫৳

প্রি অর্ডার করতে ইনবক্স করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

ভালোবাসা যে শুধু দেহের মিলন নয়, ভালোবাসাতে যে মনের মিলনটাই বড় এটা আজ মিথ্যে হতে বসেছে। ভালোবাসার জন্য একসময় পুরুষ দুর...
01/01/2025

ভালোবাসা যে শুধু দেহের মিলন নয়, ভালোবাসাতে যে মনের মিলনটাই বড় এটা আজ মিথ্যে হতে বসেছে। ভালোবাসার জন্য একসময় পুরুষ দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে চেয়েছিল, চ্যালেঞ্জ নিয়েছিল সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে ১০৮ টি নীলপদ্ম আনার, প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে রেখে পার করে দিতে চেয়েছিল সারাটি জীবন, নারীরা কথা দিয়েছিল পথ চেয়ে থাকার অনেক অনেক বছর। আজ সেই নারীরাই, আজ সেই পুরুষরাই “ভালোবাসাটাকে” নির্বিকার মুখে ছুড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে।

বই: মুক্ত বাতাসের খোঁজে

📚বইগুলো অর্ডার করতে মেসেজ করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

"লস্ট মডেস্টি" সম্পর্কে যারা জানেন,তাদের আর কিছু বলার নেই।লস্ট মডেস্টির "আকাশের ওপারে আকাশ" বইটিতে অবৈধ প্রেম-ভালোবাসা থ...
01/01/2025

"লস্ট মডেস্টি" সম্পর্কে যারা জানেন,তাদের আর কিছু বলার নেই।
লস্ট মডেস্টির "আকাশের ওপারে আকাশ" বইটিতে অবৈধ প্রেম-ভালোবাসা থেকে বাঁচার উপায় সহ সমসাময়িক আরো অনেক বিষয়ের উপর চমৎকার আলোচনা করা হয়েছে।
প্রত্যেকটা যুবক যুবতীর সংগ্রহে বইটি থাকা উচিত।প্রিয়জনকে হাদিয়া দেওয়ার জন্যও সেরা বই হতে পারে "আকাশের ওপারে আকাশ"।

বই: আকাশের ওপারে আকাশ
লেখক: লস্ট মডেস্টি ব্লগ
প্রকাশনী: ইলম হাউজ পাবলিকেশন
বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, বিভিন্ন আসক্তি এবং তার নিরাময়

♐️বই অর্ডার করতে ইনবক্স করুন গরীবের বই-Goriber boi পেইজে।🦋

একটি খবর আছে শুধু- তুমি চলে গেছ🙃যেকোনো ইসলামিক বই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের গরীবের বই-Goriber boi  বুকশপ পেইজে।
01/01/2025

একটি খবর আছে শুধু-
তুমি চলে গেছ🙃

যেকোনো ইসলামিক বই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

উপমহাদেশের বিখ্যাত আলিম শাইখ মনজুর নোমানী রহ. হাদিসের বিশাল ভান্ডার থেকে সর্বসাধারণের উপযোগী করে বিষয়ভিত্তিক এক হাজার হা...
01/01/2025

উপমহাদেশের বিখ্যাত আলিম শাইখ মনজুর নোমানী রহ. হাদিসের বিশাল ভান্ডার থেকে সর্বসাধারণের উপযোগী করে বিষয়ভিত্তিক এক হাজার হাদিস নির্বাচিত করেছেন খুব সুনিপুণভাবে। তারই ভাষান্তরিত রূপ হলো—‘নবিজির হাদিসের দরসে৷’ প্রায় এক হাজার পৃষ্ঠার বই দুটিতে রয়েছে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় হাদিস।প্রয়োজনীয়তার বিবেচনায় হাদিসগুলোকে তিনি অধ্যায়ভিত্তিক উল্লেখ করেছেন৷ ফলে প্রতিটি অধ্যায় যেন নবিজির একেকটি দরসে রূপান্তরিত হয়েছে৷ হাদিসগুলোকে সহজভাবে বুঝার জন্য প্রতিটি হাদিসে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা। হাদিসের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ থেকে ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে৷ নিশ্চিত থাকুন, সুখপাঠ্য একটি বই হবে ইনশা আল্লাহ।

বইটি অর্ডার করতে আমাদের গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে মেসেজ করুন।

"আমার ময়নাপাখি, তুমাকে একবার সারি পড়া অবস্থায় দেখার খুব সখ। এই সখ পুড়ন হোয়ার পরে আমি মরে গেলেও আফশোস নাই। কথা দেও  ময়নাপ...
01/01/2025

"আমার ময়নাপাখি, তুমাকে একবার সারি পড়া অবস্থায় দেখার খুব সখ। এই সখ পুড়ন হোয়ার পরে আমি মরে গেলেও আফশোস নাই। কথা দেও ময়নাপাখি, আমার জন্য তুমি সারি পরবা? আর আমি কিন্তু তুমার সাথে অনেক কথা বলব সেদিন। তুমারে দুই চোখ ভরে দেখতে চাই। দেখতে দিবা তো জানপাখি? এই সুযোগ আর আসব না। এবার কিন্তু তুমি না না করলে আর সুনব না।

আযকে এটুকুই। দোকানে যাইতে হবে। সময় নাই। তুমি কবে আমার রানি হইয়া আমার বাড়িতে আসবা? আর তো দেরি প্রাণে ধরে না।
Bদায় ময়নাপাখি।

ইতি
তুমার জানের জান, কলিজার টুকরা সুহেল।"

বিস্তর ভুল বানান ও অরুচিকর ভাষার চিঠি পড়ে শাড়ি পরবে কি মন-মেজাজ খারাপ করে তিথি বসেছিল সারাদিন। সেদিন এত করে বলার পরেও সে এসব ভুল বানান ও উদ্ভট ভাষায় চিঠি লিখেছে, এটা মনে করে তার ভীষণ রাগ হচ্ছিল। এই গোঁয়ারগোবিন্দ মানুষটিকে নিজের মতো গড়ে নেয়া সহজ হবে না ভেবেই সে ক্লান্ত বোধ করেছিল। মাত্র দেড় মাসে সে যেন এই সম্পর্কে দেড় জনমের ক্লান্ত।

বই: কিছু মন্দবাসার গল্প
লেখক: আফিফা পারভীন
প্রকাশনী :ছাপাখানা প্রকাশনী
প্রি অর্ডার মূল্য :২২৫ টাকা (৪০%ছাড়ে ৫ই ডিসেম্বর পর্যন্ত)

🔰বইটি প্রি অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

হে ভাই আমার, যেকেউ বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। যাকে তাকে বন্ধু বানানোও ঠিক নয়। মনে রাখবেন, খারাপ বন্ধুর চেয়ে...
01/01/2025

হে ভাই আমার, যেকেউ বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। যাকে তাকে বন্ধু বানানোও ঠিক নয়। মনে রাখবেন, খারাপ বন্ধুর চেয়ে বন্ধুহীন উত্তম। বন্ধুহীন চেয়ে প্রকৃত পুণ্যবান বন্ধু উত্তম।

বন্ধুত্ব হলো দুটি মানুষের মধ্যে আত্নিক সর্ম্পক, যেখানে থাকে না কোনো হিংসা -বিদ্বেষ, লোভ- লালসা,পরশ্রীকাতরতা।নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিঃস্বার্থ সাহায্য করে,সুসময়-দুঃসময়ে-সবসময় তার পাশে থাকে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যার মাঝে জড়িয়ে আছে ভালোবাসা ও আবেগ।

বই :বেস্ট ফ্রেন্ড
লেখক মুহাম্মাদ নুরুল ইসলাম

বইটি কি আপনার সংগ্রহে আছে?
🔰বইটি সর্বোচ্চ ছাড়ে পেতে মেসেজ করুন আমাদের গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

লেখক লতিফুল ইসলাম শিবলী এর কলমের  জাদু  কেমন তারাই জানে যারা তারা লেখা বই পড়েছে।🔰লেখকের সকল বই একদম সূলভমূল্যে অর্ডার কন...
01/01/2025

লেখক লতিফুল ইসলাম শিবলী এর কলমের জাদু কেমন তারাই জানে যারা তারা লেখা বই পড়েছে।

🔰লেখকের সকল বই একদম সূলভমূল্যে অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই - কী খাবি? কী রানবো?  মায়েরা যে কয় - আমি মইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা, এইটা মনে হয় স...
01/01/2025

মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই - কী খাবি? কী রানবো?
মায়েরা যে কয় - আমি মইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা,
এইটা মনে হয় সত্যিই কয়। ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই। মা।

টাকা লাগবে? মা রে ফোন। জুতা ছিড়ে গেছে? মা রে ফোন। মন খারাপ? মা রে ফোন। মেজাজ খারাপ? মা রে ফোন। চশমা হারায় গেছে? মা রে ফোন। আমার মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমার জগতে তার হয়ে আমার মা রে পাঠাইছে।

বই: মা,মা,মা,এবং বাবা
লেখক :আরিফ আজাদ

🔰বইটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

মানুষের আসলে নিজের কিছুই নেই যা সে স্রষ্টাকে দিতে পারে;'আসমান' বই থেকে📌 যেকোন ইসলামিক বই সংগ্রহ করতে মেসেজ করুন গরীবের ব...
01/01/2025

মানুষের আসলে নিজের কিছুই নেই যা সে স্রষ্টাকে দিতে পারে;
'আসমান' বই থেকে

📌 যেকোন ইসলামিক বই সংগ্রহ করতে মেসেজ করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে

❝_ফের যদি দেখা হয়, ভালোবাসায় সাজেকোনো এক সন্ধ্যা!খোঁপায় গুঁজে দেব বেলীফুল,হাতে রজনীগন্ধা...!!❞বই—ভালোবাসার অতৃপ্ত প্রহর।...
01/01/2025

❝_ফের যদি দেখা হয়, ভালোবাসায় সাজে
কোনো এক সন্ধ্যা!
খোঁপায় গুঁজে দেব বেলীফুল,
হাতে রজনীগন্ধা...!!❞

বই—ভালোবাসার অতৃপ্ত প্রহর।
~ আদিব সালেহ আহমদ
বইছবি সংগ্রহীত

বইটি সংগ্রহ করতে মেসেজ করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে

 #গরীবের_বই_প্রি_অর্ডার  #ফ্ল্যাপ :প্রিয় সুখের আম্মু,আমার আকাশে চাঁদ উঠে কিন্তু জ্যোতি নেই। থাকবে কী করে? আমার চাঁদ যে ম...
01/01/2025

#গরীবের_বই_প্রি_অর্ডার

#ফ্ল্যাপ :
প্রিয় সুখের আম্মু,
আমার আকাশে চাঁদ উঠে কিন্তু জ্যোতি নেই। থাকবে কী করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে! আমার চন্দ্রকান্তা আমার সুখকে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘেদের রাজত্বের সময়টা খুবই অল্প। আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার চন্দ্রকান্তাও সুখী হবে। ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই। মেয়ের নাম রেখেছি ‘শায়েরা জাহান প্রীতি’, প্রণয়কন্যা ‘প্রীতি’। এ নামের বিশ্লেষণ হচ্ছে—সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এবং সর্বোপরি সে আমাদের সুখ।

ইতি
তোমার প্রিয় সুখের আব্বু।

বই: ❝প্রিয় সুখের আম্মু❞
লেখক: জান্নাতুল নাঈমা
নবকথন প্রকাশনী
প্রচ্ছদ: ফাইজা ইসলাম
মুদ্রিত মূল্য: ৩৬০৳
প্রি অর্ডার মূল্য: ২৩৮৳
(চার্জ প্রযোজ্য। হোম ডেলিভারি ও ক্যাশ অন সুবিধা থাকছে।)

📌বইটি প্রি অর্ডার করতে মেসেজ করুন গরীবের বই-Goriber boi বুকশপ পেইজে।

Address

Bangla Bazar
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when গরীবের বই-Goriber boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share